ম্যাচের প্রথম ২৫ মিনিট না পেরোতেই চার গোলের ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি। বাকি সময়টাতে লেস্টার সিটিকে গোলবন্যায় ভাসানোর সব আয়োজন প্রায় তৈরিই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ঝলকে উল্টো সিটির জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচে উত্তেজনা জমিয়ে তোলে লেস্টার।
কিন্তু শেষ পর্যন্ত রূপকথা লেখা হয়নি লেস্টারের। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে ৬-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটির হয়ে জোড়া গোল পেয়েছেন রহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকাই গুন্দোগান ও আইমারিক লাপোর্তে। লেস্টারের হয়ে একটি করে গোল করেছেন জেমস ম্যাডিসন, আন্দেমলা লুকমান ও কেলেচি ইহেনাচো।
এদিন ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ফের্নান্দিনহোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন বেলজিয়াম তারকা ডি ব্রুইন। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান মাহরেজ। পেনাল্টি থেকে গোল করেন তিনি।
প্রথমার্ধে সিটির তিন নম্বর গোলটি করেন জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোগান। ২৫ মিনিটে আরও একটি সফল স্পটকিক থেকে সিটিকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন স্টার্লিং। লেস্টারের ১০ মিনিট ঝলকের প্রথমটা ম্যাচের ৫৫ মিনিটে। লেস্টারের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাডিসন। তিন মিনিট পর ইহেনাচোর থ্রু পাস থেকে ব্যবধান আরও কমান লুকমান।
৬৫ মিনিটে অতিথিদের হয়ে তিন নম্বর গোলটি করেন ইহেনাচো। ম্যাডিসনের শট আরও একবার সিটি গোলরক্ষক ঠেকালেও বারপোস্টে লেগে ফিরে আসে। তবে আলগা বল পেয়ে যান ইহেনাচো। ফাঁকায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। তবে পরে আরও দুই গোল করে লেস্টারকে জয়ের সুযোগ দেয়নি সিটি।
এ জয়ে ১৯ ম্যাচে ৪৭ শীর্ষস্থান মজবুত করেছে সিটি। দশম স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ১৭ ম্যাচে ২২।
ম্যাচের প্রথম ২৫ মিনিট না পেরোতেই চার গোলের ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি। বাকি সময়টাতে লেস্টার সিটিকে গোলবন্যায় ভাসানোর সব আয়োজন প্রায় তৈরিই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ঝলকে উল্টো সিটির জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচে উত্তেজনা জমিয়ে তোলে লেস্টার।
কিন্তু শেষ পর্যন্ত রূপকথা লেখা হয়নি লেস্টারের। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে ৬-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটির হয়ে জোড়া গোল পেয়েছেন রহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকাই গুন্দোগান ও আইমারিক লাপোর্তে। লেস্টারের হয়ে একটি করে গোল করেছেন জেমস ম্যাডিসন, আন্দেমলা লুকমান ও কেলেচি ইহেনাচো।
এদিন ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ফের্নান্দিনহোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন বেলজিয়াম তারকা ডি ব্রুইন। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান মাহরেজ। পেনাল্টি থেকে গোল করেন তিনি।
প্রথমার্ধে সিটির তিন নম্বর গোলটি করেন জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোগান। ২৫ মিনিটে আরও একটি সফল স্পটকিক থেকে সিটিকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন স্টার্লিং। লেস্টারের ১০ মিনিট ঝলকের প্রথমটা ম্যাচের ৫৫ মিনিটে। লেস্টারের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাডিসন। তিন মিনিট পর ইহেনাচোর থ্রু পাস থেকে ব্যবধান আরও কমান লুকমান।
৬৫ মিনিটে অতিথিদের হয়ে তিন নম্বর গোলটি করেন ইহেনাচো। ম্যাডিসনের শট আরও একবার সিটি গোলরক্ষক ঠেকালেও বারপোস্টে লেগে ফিরে আসে। তবে আলগা বল পেয়ে যান ইহেনাচো। ফাঁকায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। তবে পরে আরও দুই গোল করে লেস্টারকে জয়ের সুযোগ দেয়নি সিটি।
এ জয়ে ১৯ ম্যাচে ৪৭ শীর্ষস্থান মজবুত করেছে সিটি। দশম স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ১৭ ম্যাচে ২২।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৬ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৭ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১০ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৩ ঘণ্টা আগে