চার বছর আগে আর্সেনালের দায়িত্ব ছেড়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। অবশেষে গতকাল বক্সিং ডেতে আর্সেনালের খেলা দেখতে এসেছিলেন সাবেক কোচ। ম্যাচ শেষে জয় দেখে মাঠ ছাড়লেন। গানার্সদের বর্তমান কোচ মিকেল আর্তেতা মনে করেন, এই জয় তাঁর (ওয়েঙ্গার) প্রাপ্য।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ওয়েস্ট হ্যাম। ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারায় গানার্সরা। যেখানে ২৭ মিনিটে সাইদ বেনরাহমার পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধ ১-০তে পিছিয়ে থেকে শেষ করে আর্সেনাল। আর দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে গানার্সরা। ৫৩, ৫৮ ও ৬৯ মিনিটে গোল তিনটি করেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও এডি এনকিতা।
ম্যাচ শেষে ওয়েঙ্গারকে ধন্যবাদ জানালেন আর্তেতা। আর্সেনালের বর্তমান কোচ বলেন, ‘খেলোয়াড়েরা জানতই না। এটা অবশ্যই বিশেষ দিন। আর্সেন সঠিক সময় বেছে নিয়েছেন। আসার জন্য তাকে (আর্সেন) অনেক ধন্যবাদ। সে সবার জন্য অনুপ্রেরণা।’
১৯৯৬ থেকে ২০১৮—দীর্ঘ ২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করেছিলেন ওয়েঙ্গার। এই সময়ে আর্সেনাল ১৭৮৫ ম্যাচ খেলেছে। ৯৬৫ ম্যাচে জিতেছে, ড্র করেছে ৪১৬ ম্যাচে ও হেরেছে ৪০৪ ম্যাচে। আর আর্তেতার অধীনে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৩ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ৪০ পয়েন্ট নিয়ে গানার্সরা আছে পয়েন্ট তালিকার শীর্ষে।
চার বছর আগে আর্সেনালের দায়িত্ব ছেড়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। অবশেষে গতকাল বক্সিং ডেতে আর্সেনালের খেলা দেখতে এসেছিলেন সাবেক কোচ। ম্যাচ শেষে জয় দেখে মাঠ ছাড়লেন। গানার্সদের বর্তমান কোচ মিকেল আর্তেতা মনে করেন, এই জয় তাঁর (ওয়েঙ্গার) প্রাপ্য।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ওয়েস্ট হ্যাম। ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারায় গানার্সরা। যেখানে ২৭ মিনিটে সাইদ বেনরাহমার পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধ ১-০তে পিছিয়ে থেকে শেষ করে আর্সেনাল। আর দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে গানার্সরা। ৫৩, ৫৮ ও ৬৯ মিনিটে গোল তিনটি করেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও এডি এনকিতা।
ম্যাচ শেষে ওয়েঙ্গারকে ধন্যবাদ জানালেন আর্তেতা। আর্সেনালের বর্তমান কোচ বলেন, ‘খেলোয়াড়েরা জানতই না। এটা অবশ্যই বিশেষ দিন। আর্সেন সঠিক সময় বেছে নিয়েছেন। আসার জন্য তাকে (আর্সেন) অনেক ধন্যবাদ। সে সবার জন্য অনুপ্রেরণা।’
১৯৯৬ থেকে ২০১৮—দীর্ঘ ২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করেছিলেন ওয়েঙ্গার। এই সময়ে আর্সেনাল ১৭৮৫ ম্যাচ খেলেছে। ৯৬৫ ম্যাচে জিতেছে, ড্র করেছে ৪১৬ ম্যাচে ও হেরেছে ৪০৪ ম্যাচে। আর আর্তেতার অধীনে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৩ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ৪০ পয়েন্ট নিয়ে গানার্সরা আছে পয়েন্ট তালিকার শীর্ষে।
নানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সে সব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
৪ মিনিট আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৩ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
৩ ঘণ্টা আগে