Ajker Patrika

ঢাকায় বৈঠকে আসবে না ভারত, এশিয়া কাপ বয়কটের হুমকি

ক্রীড়া ডেস্ক    
ঢাকায় এসিসির বৈঠকে আসবে না ভারত। ফাইল ছবি
ঢাকায় এসিসির বৈঠকে আসবে না ভারত। ফাইল ছবি

২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল। তবে এর মধ্যেই আবার নতুন সমস্যা দেখা দিয়েছে। মূলত আয়োজক ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ কোথায় হবে তাই নিয়ে সমাধানসূত্রও মেলেনি। এশিয়া কাপের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি এই ভারত-পাকিস্তান ম্যাচের কারণে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভা বসবে ঢাকায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আগামী ২৪ জুলাই এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বাংলাদেশ থেকে স্থান বদলের জন্য এসিসিকে অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও কিছুটা উষ্ণ। সম্প্রতি সরকারের সবুজ সংকেত না পেয়ে ভারত সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরও পিছিয়ে দিয়েছে। এই অবস্থায় ঢাকায় বৈঠক করতে যেতে রাজি নন বোর্ডকর্তারা। তারা এসিসিকে জানিয়েছেন, অন্য কোথাও বৈঠক আয়োজন করা হোক। ঢাকায় তাঁরা যাবেন না।

বোর্ডের একটি সূত্র বলেছেন, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থার কথা ভেবে সে দেশে আমাদের যাওয়া উচিত হবে না। আমরা বৈঠকের জায়গা বদলে ব্যাপারে ইতিমধ্যেই এসিসিকে জানিয়ে দিয়েছি।’

ভারত যদি নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন করতে না চায়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা ভেবে রাখা হয়েছে। তখনো আয়োজক থাকবে ভারতই। সূত্র আরও বলেছেন, ‘আমিরাতে এশিয়া কাপ আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছিল পহেলগাম হামলার আগেই। তার পর পরিস্থিতি বদলে গিয়েছে। এখন সরকার আমাদের যা বলবে সেটাই করব।’

প্রাথমিক সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা। দুদিন পর, ৭ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যদিও সেই ম্যাচ হওয়ার ব্যাপারে নিশ্চয়তা এখনো নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত