ক্রীড়া ডেস্ক
ওয়াসিম জাফর আর মাইকেল ভনের মধ্যে যে দারুণ খুনসুটি রয়েছে, সেটা তো সবারই জানা। আর যখন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে, তখন দুজনে কি চুপ করে থাকতে পারেন? লর্ডসে ভারত-ইংল্যান্ড রোমাঞ্চকর টেস্ট নিয়ে সামাজিক মাধ্যমে দুজনের মধ্যে চলেছে মজার গল্প।
১৯৩ রানের লক্ষ্যে নেমে পরশু চতুর্থ দিনে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেদিনই ওয়াশিংটন সুন্দর বলেছিলেন, ‘আগামীকাল (পঞ্চম দিন) ভারত অবশ্যই লাঞ্চের পরে জিততে যাচ্ছে।’ কিন্তু গতকাল শেষ দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের আগুনে বোলিংয়ে হঠাৎই ভারতের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৮২ রান। এমন অবস্থায় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বিকেলে ভন লিখেছেন, ‘আপনার এখন কেমন লাগছে ওয়াসিম জাফর?’ ভারতের গুটিয়ে যাওয়া তখন সময়ের ব্যাপার হলেও এই ম্যাচ শেষ হয়েছে বাংলাদেশ সময় ১০টার কাছাকাছি সময়ে। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত ম্যাচ হেরেছে ২২ রানে। ভনকে মেনশন করে এরপর রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ওয়াসিম লিখেছেন, ‘দুই দলের খেলা দেখেই গর্ব হচ্ছে মাইকেল। টেস্ট ক্রিকেট এত ভালো।’
সাত নম্বরে নামা রবীন্দ্র জাদেজা ১৮১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। নিতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজদের নিয়ে লড়াই করতে থাকেন জাদেজা। অবশেষে ৭৫তম ওভারের পঞ্চম বলে সিরাজকে বোল্ড করে ভারতের ইনিংসের ইতি টানেন শোয়েব বশির। রোমাঞ্চকর এই টেস্ট নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শচীন লিখেছেন, ‘এত কাছে এসেও পথটা দূরের মনে হচ্ছে। জাদেজা, বুমরা ও সিরাজ শেষ পর্যন্ত লড়াই করেছে। দারুণ খেলেছে ভারত। ইংল্যান্ড পাল্টা চাপ তৈরি করেছে এই ম্যাচে। যে ফল প্রাপ্য, সেটাই তারা পেয়েছে। এমন দারুণ জয়ের জন্য অভিনন্দন।’
Proud of both the teams, Michael. How good is Test cricket ❤️ #ENGvIND https://t.co/QgSt823yuc
— Wasim Jaffer (@WasimJaffer14) July 14, 2025
লর্ডসে ২০০২ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত ন্যাটওয়েস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছিল। সেবার এই লর্ডসের ব্যালকনিতে জামা উড়িয়ে উদযাপন করেছিলেন সৌরভ। ২৩ বছর পর এবার একই ভেন্যুতে প্রাণপণে লড়েও কাছাকাছি গিয়ে হারল ভারত। ম্যাচ শেষে সৌরভ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘কী দারুণ টেস্ট ম্যাচ। ভারত খুবই হতাশা নিয়ে লর্ডস ছাড়ছে। তারা তিনটা ম্যাচই দারুণ খেলেছে। তবে এখন তারা ২-১ ব্যবধানে পিছিয়ে। এই টেস্ট জেতা উচিত ছিল। জাদেজার লড়াইয়ে বোঝা গেছে ১৯৩ রান বড় কোনো স্কোর নয়।’
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে।
ওয়াসিম জাফর আর মাইকেল ভনের মধ্যে যে দারুণ খুনসুটি রয়েছে, সেটা তো সবারই জানা। আর যখন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে, তখন দুজনে কি চুপ করে থাকতে পারেন? লর্ডসে ভারত-ইংল্যান্ড রোমাঞ্চকর টেস্ট নিয়ে সামাজিক মাধ্যমে দুজনের মধ্যে চলেছে মজার গল্প।
১৯৩ রানের লক্ষ্যে নেমে পরশু চতুর্থ দিনে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেদিনই ওয়াশিংটন সুন্দর বলেছিলেন, ‘আগামীকাল (পঞ্চম দিন) ভারত অবশ্যই লাঞ্চের পরে জিততে যাচ্ছে।’ কিন্তু গতকাল শেষ দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের আগুনে বোলিংয়ে হঠাৎই ভারতের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৮২ রান। এমন অবস্থায় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বিকেলে ভন লিখেছেন, ‘আপনার এখন কেমন লাগছে ওয়াসিম জাফর?’ ভারতের গুটিয়ে যাওয়া তখন সময়ের ব্যাপার হলেও এই ম্যাচ শেষ হয়েছে বাংলাদেশ সময় ১০টার কাছাকাছি সময়ে। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত ম্যাচ হেরেছে ২২ রানে। ভনকে মেনশন করে এরপর রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ওয়াসিম লিখেছেন, ‘দুই দলের খেলা দেখেই গর্ব হচ্ছে মাইকেল। টেস্ট ক্রিকেট এত ভালো।’
সাত নম্বরে নামা রবীন্দ্র জাদেজা ১৮১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। নিতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজদের নিয়ে লড়াই করতে থাকেন জাদেজা। অবশেষে ৭৫তম ওভারের পঞ্চম বলে সিরাজকে বোল্ড করে ভারতের ইনিংসের ইতি টানেন শোয়েব বশির। রোমাঞ্চকর এই টেস্ট নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শচীন লিখেছেন, ‘এত কাছে এসেও পথটা দূরের মনে হচ্ছে। জাদেজা, বুমরা ও সিরাজ শেষ পর্যন্ত লড়াই করেছে। দারুণ খেলেছে ভারত। ইংল্যান্ড পাল্টা চাপ তৈরি করেছে এই ম্যাচে। যে ফল প্রাপ্য, সেটাই তারা পেয়েছে। এমন দারুণ জয়ের জন্য অভিনন্দন।’
Proud of both the teams, Michael. How good is Test cricket ❤️ #ENGvIND https://t.co/QgSt823yuc
— Wasim Jaffer (@WasimJaffer14) July 14, 2025
লর্ডসে ২০০২ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত ন্যাটওয়েস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছিল। সেবার এই লর্ডসের ব্যালকনিতে জামা উড়িয়ে উদযাপন করেছিলেন সৌরভ। ২৩ বছর পর এবার একই ভেন্যুতে প্রাণপণে লড়েও কাছাকাছি গিয়ে হারল ভারত। ম্যাচ শেষে সৌরভ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘কী দারুণ টেস্ট ম্যাচ। ভারত খুবই হতাশা নিয়ে লর্ডস ছাড়ছে। তারা তিনটা ম্যাচই দারুণ খেলেছে। তবে এখন তারা ২-১ ব্যবধানে পিছিয়ে। এই টেস্ট জেতা উচিত ছিল। জাদেজার লড়াইয়ে বোঝা গেছে ১৯৩ রান বড় কোনো স্কোর নয়।’
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
২ ঘণ্টা আগে২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত চারটি ভেন্যুতে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। ম্যাচগুলো খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। নিগার সুলতানা জ্যোতিরা দুটি ম্যাচই খেলবেন কলম্বোয়।
৩ ঘণ্টা আগেবেশ ঘটা করে ১৮ তম জন্মদিন পাল করলেন লামিন ইয়ামাল। বিশেষ দিন উদ্যাপনের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই বিতর্কেরমুখের স্পেনের এই তরুণ ফুটবলার। জন্মদিন উদ্যাপনে বামন আকৃতির মানুষদের পারফরমার হিসেবে ভাড়া করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্পেনের সামাজিক অধিকার
৪ ঘণ্টা আগে