যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সিরিজেই অঘটনের শিকার বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের মতে, তাঁরা যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। সিরিজ শেষে বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ঠিকই। কিন্তু চলতি সিরিজটা আন্তর্জাতিক সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের কাছে এটিই শেষ সুযোগ। হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ৬ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব যুক্তরাষ্ট্রে অনুশীলনের ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি, তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল। এগুলোর কোনোটিই আমরা পাইনি।’
অনুশীলনের যতটুকু সুযোগ বাংলাদেশ পেয়েছে, সেটাও কাজে লাগাতে না পারা নিজেদের ব্যর্থতা মনে করেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আমার ধারণা, নেট সেশন এক দিন ঠিকমতো হয়েছে। তা-ও হয়তো ব্যাটাররা যতটুকু ব্যাটিং করা দরকার ছিল, ততটুকু করতে পারিনি। এক দিন ছিল ঐচ্ছিক, ব্যাটাররা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই দায় দিতে পারেন। যেদিন সুযোগ ছিল, সেদিন ব্যাটাররা কেন ব্যাটিং করল না। আবার বলতে পারেন, যেহেতু এটা প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নিয়েছিলাম, কেন সুযোগগুলো নিতে পারলাম না। তাই দুই দিকেরই ব্যর্থতা আছে।’
হিউস্টনে ১৭ মে বাংলাদেশ সময় ভোরে পৌঁছান সাকিব-নাজমুল হোসেন শান্তরা। পৌঁছেই ঝড়ের কবলে পড়েন তাঁরা। বৃষ্টিতে ভেন্যুই লন্ডভন্ডে হয়ে যায়। সে কারণে অনুশীলন বাধাপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন সাকিব। ধবলধোলাই এড়াতে আগামীকাল নামার আগেও সম্ভবত কোনো অনুশীলন নেই সংবাদ সম্মেলনে জানা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘বৃষ্টির জন্য এক দিন পারিনি। আপনি দেখুন, এখানে চারটা মাঠ আছে। আমরা ৩টা পিচে অনুশীলন করার সুযোগ পেয়েছি কেবল এক দিন। আমার কাছে সেটা আদর্শ মনে হয় না।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সিরিজেই অঘটনের শিকার বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের মতে, তাঁরা যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। সিরিজ শেষে বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ঠিকই। কিন্তু চলতি সিরিজটা আন্তর্জাতিক সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের কাছে এটিই শেষ সুযোগ। হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ৬ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব যুক্তরাষ্ট্রে অনুশীলনের ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি, তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল। এগুলোর কোনোটিই আমরা পাইনি।’
অনুশীলনের যতটুকু সুযোগ বাংলাদেশ পেয়েছে, সেটাও কাজে লাগাতে না পারা নিজেদের ব্যর্থতা মনে করেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আমার ধারণা, নেট সেশন এক দিন ঠিকমতো হয়েছে। তা-ও হয়তো ব্যাটাররা যতটুকু ব্যাটিং করা দরকার ছিল, ততটুকু করতে পারিনি। এক দিন ছিল ঐচ্ছিক, ব্যাটাররা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই দায় দিতে পারেন। যেদিন সুযোগ ছিল, সেদিন ব্যাটাররা কেন ব্যাটিং করল না। আবার বলতে পারেন, যেহেতু এটা প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নিয়েছিলাম, কেন সুযোগগুলো নিতে পারলাম না। তাই দুই দিকেরই ব্যর্থতা আছে।’
হিউস্টনে ১৭ মে বাংলাদেশ সময় ভোরে পৌঁছান সাকিব-নাজমুল হোসেন শান্তরা। পৌঁছেই ঝড়ের কবলে পড়েন তাঁরা। বৃষ্টিতে ভেন্যুই লন্ডভন্ডে হয়ে যায়। সে কারণে অনুশীলন বাধাপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন সাকিব। ধবলধোলাই এড়াতে আগামীকাল নামার আগেও সম্ভবত কোনো অনুশীলন নেই সংবাদ সম্মেলনে জানা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘বৃষ্টির জন্য এক দিন পারিনি। আপনি দেখুন, এখানে চারটা মাঠ আছে। আমরা ৩টা পিচে অনুশীলন করার সুযোগ পেয়েছি কেবল এক দিন। আমার কাছে সেটা আদর্শ মনে হয় না।’
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে