ক্রীড়া ডেস্ক
নতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!
বোর্ডার-গাভাস্কার সিরিজে উত্তেজনাপূর্ণ ক্রিকেট এবং দর্শকের ব্যাপক উপস্থিতি দ্বিস্তরের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবাচ্ছে ক্রিকেটের তিন মোড়ল—ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। দ্বিস্তরের টেস্ট কাঠামোর পক্ষে আগেও ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সুরে সুর না মেলালেও এবার মেলাচ্ছে। তার ওপর আইসিসির সভাপতি ভারতেরই হওয়ায়, এবার এবার হয়তো দ্বিস্তরের টেস্টকাঠামো আলোর মুখ দেখতেও পারে।
তবে তা হোক কিংবা না হোক, দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনাটাই পীড়া দিচ্ছে লয়েডকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বললেন, ‘এই খবর শুনে আমি খুবই বিরক্ত। বিষয়টিকে এখনই থামিয়ে দেওয়া উচিত। এখানে তো ৩০-৪০টি দল নেই, দল মাত্র ১০টি (আসলে ১২ টি)। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত, যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে।’
তবে লয়েডের বিশ্বাস, দ্বিস্তরের টেস্ট চালু হবে না। আর চালু হলে সেটা একটা ভুল পদক্ষেপ হবে বলেই মনে করেন তিনি, ‘এখনো টেস্ট ক্রিকেট খেলাটির সবচেয়ে আকাঙ্ক্ষিত সংস্করণ। এখন তো মনে হচ্ছে, এটাকে এক পাশে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। যদি এমনটাই হয়, তবে সেটি খুব বড় ভুল হবে।’
আর এটা বড় ক্ষতি করবে ক্যারিবীয় ক্রিকেটেরও। আর্থিকভাবে নিচের সারির দলগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন লয়েড।
নতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!
বোর্ডার-গাভাস্কার সিরিজে উত্তেজনাপূর্ণ ক্রিকেট এবং দর্শকের ব্যাপক উপস্থিতি দ্বিস্তরের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবাচ্ছে ক্রিকেটের তিন মোড়ল—ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। দ্বিস্তরের টেস্ট কাঠামোর পক্ষে আগেও ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সুরে সুর না মেলালেও এবার মেলাচ্ছে। তার ওপর আইসিসির সভাপতি ভারতেরই হওয়ায়, এবার এবার হয়তো দ্বিস্তরের টেস্টকাঠামো আলোর মুখ দেখতেও পারে।
তবে তা হোক কিংবা না হোক, দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনাটাই পীড়া দিচ্ছে লয়েডকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বললেন, ‘এই খবর শুনে আমি খুবই বিরক্ত। বিষয়টিকে এখনই থামিয়ে দেওয়া উচিত। এখানে তো ৩০-৪০টি দল নেই, দল মাত্র ১০টি (আসলে ১২ টি)। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত, যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে।’
তবে লয়েডের বিশ্বাস, দ্বিস্তরের টেস্ট চালু হবে না। আর চালু হলে সেটা একটা ভুল পদক্ষেপ হবে বলেই মনে করেন তিনি, ‘এখনো টেস্ট ক্রিকেট খেলাটির সবচেয়ে আকাঙ্ক্ষিত সংস্করণ। এখন তো মনে হচ্ছে, এটাকে এক পাশে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। যদি এমনটাই হয়, তবে সেটি খুব বড় ভুল হবে।’
আর এটা বড় ক্ষতি করবে ক্যারিবীয় ক্রিকেটেরও। আর্থিকভাবে নিচের সারির দলগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন লয়েড।
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৩ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
৫ ঘণ্টা আগে