ক্রীড়া ডেস্ক
ওপেনিংয়ে নেমেছেন। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে। তিনি আর কেউ নন, ইবরাহিম জাদরান। লাহোরে আজ আফগানিস্তানের এই ব্যাটার রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন। তাঁর রেকর্ড গড়ার দিনে আফগানিস্তানও করল রেকর্ড।
আইসিসির ওয়ানডে সংস্করণের একাধিক ইভেন্টে আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইব্রাহিম। মুম্বাইয়ে ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। ১৪ মাস পর আজ তিনি সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচটি যেখানে ইংল্যান্ড, আফগানিস্তান দুই দলের জন্যই ‘বাঁচা-মরার ম্যাচ’, সেখানে ১৭৭ রানের ইনিংস খেলেছেন ইব্রাহিম। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে করেছে ৭ উইকেটে ৩২৫ রান। আইসিসির ওয়ানডে ইভেন্টে এটাই আফগানদের সর্বোচ্চ স্কোর।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে আজ লাহোরে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একটা পর্যায়ে দলের স্কোর হয়ে যায় ৮.৫ ওভারে ৩ উইকেটে ৩৭ রান। এমন চাপের মধ্যেও তিনি ভেঙে পড়েননি। চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর সঙ্গে ১২৪ বলে ১০৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ৩০তম ওভারের তৃতীয় বলে শাহীদিকে বোল্ড করে জুটি ভাঙেন আদিল রশিদ।
প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার পর ইব্রাহিম তাঁর ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ১০৬ বলে। সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন আফগান এই ব্যাটার। যেখানে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৫৫ বলে ১১১ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ম্যারাথন ইনিংস খেলা ইব্রাহিম শেষ ওভারের প্রথম বলে লিয়াম লিভিংস্টোনকে তুলে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জফরা আর্চারের তালুবন্দী হয়েছেন। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৭৭ রান করেন ইব্রাহিম। যা আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এই তালিকায় দুইয়েও আছে তাঁর রেকর্ড। ২০২২-এর নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৬২ রান।
ওপেনিংয়ে নেমেছেন। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে। তিনি আর কেউ নন, ইবরাহিম জাদরান। লাহোরে আজ আফগানিস্তানের এই ব্যাটার রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন। তাঁর রেকর্ড গড়ার দিনে আফগানিস্তানও করল রেকর্ড।
আইসিসির ওয়ানডে সংস্করণের একাধিক ইভেন্টে আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইব্রাহিম। মুম্বাইয়ে ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। ১৪ মাস পর আজ তিনি সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচটি যেখানে ইংল্যান্ড, আফগানিস্তান দুই দলের জন্যই ‘বাঁচা-মরার ম্যাচ’, সেখানে ১৭৭ রানের ইনিংস খেলেছেন ইব্রাহিম। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে করেছে ৭ উইকেটে ৩২৫ রান। আইসিসির ওয়ানডে ইভেন্টে এটাই আফগানদের সর্বোচ্চ স্কোর।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে আজ লাহোরে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একটা পর্যায়ে দলের স্কোর হয়ে যায় ৮.৫ ওভারে ৩ উইকেটে ৩৭ রান। এমন চাপের মধ্যেও তিনি ভেঙে পড়েননি। চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর সঙ্গে ১২৪ বলে ১০৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ৩০তম ওভারের তৃতীয় বলে শাহীদিকে বোল্ড করে জুটি ভাঙেন আদিল রশিদ।
প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার পর ইব্রাহিম তাঁর ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ১০৬ বলে। সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন আফগান এই ব্যাটার। যেখানে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৫৫ বলে ১১১ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ম্যারাথন ইনিংস খেলা ইব্রাহিম শেষ ওভারের প্রথম বলে লিয়াম লিভিংস্টোনকে তুলে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জফরা আর্চারের তালুবন্দী হয়েছেন। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৭৭ রান করেন ইব্রাহিম। যা আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এই তালিকায় দুইয়েও আছে তাঁর রেকর্ড। ২০২২-এর নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৬২ রান।
আইসিসি ইভেন্টে রূপকথার গল্প লেখা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির সাদা বলের ক্রিকেটের টানা তিন ইভেন্টেই আফগানরা করল ‘দৈত্য বধ’। আফগানদের এমন পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ শোয়েব আখতার।
২৮ মিনিট আগেওয়ানডে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে পাকিস্তান। নয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের এই ব্যবধান তুলে রাখলে দুই দলের অবস্থান এখন একই কাতারে। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হেরেছে পাকিস্তানও। দুই দলই নিজেদের দুই ম্যাচে বাজে ব্যাটিং করেছে। আরও মিল হলো, একই দিনে চ্যাম্পিয়নস...
১ ঘণ্টা আগেপরাজয় দিয়েই আরব আমিরাত সফর শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে গতকাল বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছেন আরব আমিরাতের মেয়েরা। আমিরাত সফরের আগে বাংলাদেশে নারী ফুটবলে কঠিন একটা সময় গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী ফুটবলাররা।
১০ ঘণ্টা আগে১৪০ রানে ৪ উইকেট খুইয়েছিল আফগানিস্তান। ৩২৬ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ৪ উইকেট হারায় ১৩৩ রানে। কাছাকাছি একই পরিস্থিতিতে আফগানদের টেনে তুলতে রেকর্ড ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। আর দলকে জয়ের কক্ষপথে ধরে রাখতে সেঞ্চুরি করেন জো রুট। লাহোরে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে আফগানিস্তানই।
১১ ঘণ্টা আগে