Ajker Patrika

মানসিক স্বাস্থ্য ভালো নেই জাহানারার, তাঁকে ছাড়া দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২১: ১৫
ছুটিতে জাহানারা আলম। ছবি: বিসিবি
ছুটিতে জাহানারা আলম। ছবি: বিসিবি

মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজে যাবেন নিগার সুলতানা জ্যোতিরা। দুই সংস্করণের জন্যই একটি দল ঘোষণা করা হয়েছে। দুই সংস্করণের দলেই ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল। ছুটি নেওয়ায় জাহানারা আলমকে পাচ্ছে না বাংলাদেশ।

ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন লতা। ওয়ানডেতে ফিরেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন জান্নাতুল ফেরদৌস। ফিরেছেন ফারজানা হক, মারুফা আক্তার ও সুলতানা খাতুন। ফারজানা সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালে মে মাসে।

দল ঘোষণার ব্যাখ্যায় নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘দুই সংস্করণের জন্য একটা দলই পাঠানো হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কন্ডিশন কিছুটা ব্যাটিং সহায়ক এবং কিছু সময় স্পিনররাও সহায়তা পেয়ে থেকে। সেই হিসেব করেই দল দেওয়া হয়েছে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজ ওয়ানডে অনেক ভালো রান করেছে দল। যে দলটা ছিল, মোটামুটি সে দলটাই আছে, খুব একটা পরিবর্তন নেই। জাহানারা সাময়িক অব্যাহতি চেয়েছে। কারণ, মানসিক স্বাস্থ্যের ইস্যু দেখিয়েছে সে। বোর্ড গ্রহণও করেছে।’

বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই সফর। এই বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে অন্তত ৩ পয়েন্ট নিশ্চিত করতে হবে এই সিরিজ থেকে। লড়াইটা জমে গেছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে। নির্ধারিত ২৪ ম্যাচ শেষ করে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে কিউইরা। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই বাংলাদেশ। আর ২১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দৌড় থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ তাই ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, দুই দলকেই পেছনে ফেলবে। ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্বের অংশ উইমেন্স চ্যাম্পিয়নশিপে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার ও মারুফা আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত