এক সময়ের সতীর্থ থেকে তারপর কোচ—খেলাধুলার জগতে এমন ঘটনা নতুন কোনো ঘটনা নয়। ক্রিকেট, ফুটবলে সময়ের পরিক্রমায় খেলোয়াড়দের ভূমিকা বদলে যায়। সতীর্থ থেকে সম্পর্কটা বদলে তখন হয়ে দাঁড়ায় গুরু-শিষ্যের।
আন্দ্রে অ্যাডামস যখন গতকাল বাংলাদেশের পেস বোলিং কোচ হলেন, তখন সাকিব আল হাসানের নামটা চলে এসেছে। কীভাবেই সাকিবের নাম চলে এল, সেটা জানতে হলে ফিরে যেতে হবে ১২ বছর পেছনে। ২০১২ সালে যখন প্রথমবার বিপিএল শুরু হয়, তখন খুলনা রয়্যাল বেঙ্গলসের অধিনায়ক ছিলেন সাকিব। সাকিবের নেতৃত্বাধীন খুলনা দলে তখন খেলেন অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক পেসার এই একবারই খেলেন বিপিএল। সেবার তিনি খেলেন ৩ ম্যাচ।
পেস বোলিং কোচ হওয়ায় অ্যাডামসের সঙ্গে সাকিবকে কাজ করতে হবে না। তবে ড্রেসিংরুম, ডাগআউটে বসা হবে গুরু-শিষ্যের পরিচয়ে। বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার আগে অ্যাডামসের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। কয়েক দিন আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২-২৩ মৌসুমের সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন অ্যাডামস। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
সময়ের পরিক্রমায় এবার চলছে দশম বিপিএল। ১২ বছরের বিপিএল ক্যারিয়ারে সাকিব খেলেন ১১২ ম্যাচ। খেলেন পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ১৪৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএলেও ব্যাটে-বলে তিনি আছেন দারুণ ছন্দে। ৬.১৫ ইকোনিমতে নেন ১৭ উইকেট। ব্যাটিংয়ে ১৬১.৭৮ স্ট্রাইকরেটে করেন ২৫৪ রান। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ফরচুন বরিশাল খেলবে রংপুরের বিপক্ষে।
বিপিএল শেষ হবে ১ মার্চ। এরপর ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সেখানে টি-টোয়েন্টি, ওয়ানডে কোনো দলেই সাকিবের জায়গা হয়নি। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার অপেক্ষা বাড়ল। গত বছরের ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ।
২০০১ থেকে ২০০৭—নিউজিল্যান্ডের জার্সিতে ৬ বছর খেলেন অ্যাডামস। কিউইদের হয়ে ১ টেস্ট, ৪ টি-টোয়েন্টির সঙ্গে খেলেন ৪২ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচের ক্যারিয়ারে নেন ৬২ উইকেট। যার মধ্যে ওয়ানডেতেই নেন ৫৩ উইকেট। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে অ্যাডামস খেলেছেন ৭১ ম্যাচ। সর্বশেষ ২০২৩ সালে অকল্যান্ডের হয়ে খেলেন স্বীকৃত টি-টোয়েন্টি। প্রতিপক্ষ ছিল ওয়েলিংটন।
এক সময়ের সতীর্থ থেকে তারপর কোচ—খেলাধুলার জগতে এমন ঘটনা নতুন কোনো ঘটনা নয়। ক্রিকেট, ফুটবলে সময়ের পরিক্রমায় খেলোয়াড়দের ভূমিকা বদলে যায়। সতীর্থ থেকে সম্পর্কটা বদলে তখন হয়ে দাঁড়ায় গুরু-শিষ্যের।
আন্দ্রে অ্যাডামস যখন গতকাল বাংলাদেশের পেস বোলিং কোচ হলেন, তখন সাকিব আল হাসানের নামটা চলে এসেছে। কীভাবেই সাকিবের নাম চলে এল, সেটা জানতে হলে ফিরে যেতে হবে ১২ বছর পেছনে। ২০১২ সালে যখন প্রথমবার বিপিএল শুরু হয়, তখন খুলনা রয়্যাল বেঙ্গলসের অধিনায়ক ছিলেন সাকিব। সাকিবের নেতৃত্বাধীন খুলনা দলে তখন খেলেন অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক পেসার এই একবারই খেলেন বিপিএল। সেবার তিনি খেলেন ৩ ম্যাচ।
পেস বোলিং কোচ হওয়ায় অ্যাডামসের সঙ্গে সাকিবকে কাজ করতে হবে না। তবে ড্রেসিংরুম, ডাগআউটে বসা হবে গুরু-শিষ্যের পরিচয়ে। বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার আগে অ্যাডামসের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। কয়েক দিন আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২-২৩ মৌসুমের সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন অ্যাডামস। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
সময়ের পরিক্রমায় এবার চলছে দশম বিপিএল। ১২ বছরের বিপিএল ক্যারিয়ারে সাকিব খেলেন ১১২ ম্যাচ। খেলেন পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ১৪৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএলেও ব্যাটে-বলে তিনি আছেন দারুণ ছন্দে। ৬.১৫ ইকোনিমতে নেন ১৭ উইকেট। ব্যাটিংয়ে ১৬১.৭৮ স্ট্রাইকরেটে করেন ২৫৪ রান। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ফরচুন বরিশাল খেলবে রংপুরের বিপক্ষে।
বিপিএল শেষ হবে ১ মার্চ। এরপর ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সেখানে টি-টোয়েন্টি, ওয়ানডে কোনো দলেই সাকিবের জায়গা হয়নি। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার অপেক্ষা বাড়ল। গত বছরের ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ।
২০০১ থেকে ২০০৭—নিউজিল্যান্ডের জার্সিতে ৬ বছর খেলেন অ্যাডামস। কিউইদের হয়ে ১ টেস্ট, ৪ টি-টোয়েন্টির সঙ্গে খেলেন ৪২ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচের ক্যারিয়ারে নেন ৬২ উইকেট। যার মধ্যে ওয়ানডেতেই নেন ৫৩ উইকেট। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে অ্যাডামস খেলেছেন ৭১ ম্যাচ। সর্বশেষ ২০২৩ সালে অকল্যান্ডের হয়ে খেলেন স্বীকৃত টি-টোয়েন্টি। প্রতিপক্ষ ছিল ওয়েলিংটন।
২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ মিনিট আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
৪০ মিনিট আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
২ ঘণ্টা আগে