গত বছরের সেপ্টেম্বরে নিজের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চ্যাড বয়েস। ওয়ানডে বিশ্বকাপের আগে মিরপুরে বাংলাদেশের বাংলাদেশ সফরে খেলেছিলেন ওয়ানডে সিরিজে। তবে টানা ব্যর্থ হওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকদের সুনজরে আসতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার।
অবশ্য উদ্যম হারাননি ৩২ বছর বয়সী বয়েসও। নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের শততম ম্যাচটি রাঙালেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরিতে। ১০৩ বলে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি করে এলোমেলো করে দিয়েছেন রেকর্ড বই।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্য ফোর্ড ট্রফিতে ওটাগোর বিপক্ষে ১১০ বলে ২০৫ রানের অসাধারণ এক ইনিংসটি খেলেছেন ক্যান্টারবুরির বয়েস। ৯ উইকেটে দল পায় ৩৪৩ রানের বড় সংগ্রহ। ১০৩ বলে বয়েস ছুঁলেন ২০০ রান। ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ১১৪ বলে। যৌথভাবে যেটি অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসান করেছিলেন।
৩৪৪ রানে লক্ষ্য তাড়ায় নেমে ২৪.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় ওটাগো। ২৪০ রানের বড় জয় পেল ক্যান্টারবুরি। ফোর্ড ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচেই তুলে নিল দারুণ দুই জয়। ওয়েলিংটনের বিপক্ষে প্রথম ম্যাচেও ৪৮ রানের কার্যকর এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বয়েস।
আজ ২৭টি চার ও ৭টি ছক্কায় বয়েস খেলেছেন ২০৫ রানের ইনিংস। ২০২১ সালে অ্যাডিলেডে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১২৭ বলে ২৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন হেড। ১১৪ বলে পৌঁছান দুই শতে। হেড ভেঙে ছিলেন নিজেরই রেকর্ড। তার আগে ২০১৫ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ করেছিলেন ১১৭ বলে।
২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে তামিলনাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রানের অসাধারণ এক ইনিংসে খেলেছেন ভারতের জাগাদিসান। এই উইকেটরক্ষক-ব্যাটারও ১১৪ বলে করেন ডাবল সেঞ্চুরি।
গত বছরের সেপ্টেম্বরে নিজের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চ্যাড বয়েস। ওয়ানডে বিশ্বকাপের আগে মিরপুরে বাংলাদেশের বাংলাদেশ সফরে খেলেছিলেন ওয়ানডে সিরিজে। তবে টানা ব্যর্থ হওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকদের সুনজরে আসতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার।
অবশ্য উদ্যম হারাননি ৩২ বছর বয়সী বয়েসও। নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের শততম ম্যাচটি রাঙালেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরিতে। ১০৩ বলে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি করে এলোমেলো করে দিয়েছেন রেকর্ড বই।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্য ফোর্ড ট্রফিতে ওটাগোর বিপক্ষে ১১০ বলে ২০৫ রানের অসাধারণ এক ইনিংসটি খেলেছেন ক্যান্টারবুরির বয়েস। ৯ উইকেটে দল পায় ৩৪৩ রানের বড় সংগ্রহ। ১০৩ বলে বয়েস ছুঁলেন ২০০ রান। ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ১১৪ বলে। যৌথভাবে যেটি অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসান করেছিলেন।
৩৪৪ রানে লক্ষ্য তাড়ায় নেমে ২৪.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় ওটাগো। ২৪০ রানের বড় জয় পেল ক্যান্টারবুরি। ফোর্ড ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচেই তুলে নিল দারুণ দুই জয়। ওয়েলিংটনের বিপক্ষে প্রথম ম্যাচেও ৪৮ রানের কার্যকর এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বয়েস।
আজ ২৭টি চার ও ৭টি ছক্কায় বয়েস খেলেছেন ২০৫ রানের ইনিংস। ২০২১ সালে অ্যাডিলেডে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১২৭ বলে ২৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন হেড। ১১৪ বলে পৌঁছান দুই শতে। হেড ভেঙে ছিলেন নিজেরই রেকর্ড। তার আগে ২০১৫ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ করেছিলেন ১১৭ বলে।
২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে তামিলনাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রানের অসাধারণ এক ইনিংসে খেলেছেন ভারতের জাগাদিসান। এই উইকেটরক্ষক-ব্যাটারও ১১৪ বলে করেন ডাবল সেঞ্চুরি।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
১৭ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৪ ঘণ্টা আগে