Ajker Patrika

দেশে ফিরছেন শরীফুল-তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ২১: ৩৩
দেশে ফিরছেন শরীফুল-তাসকিন

টেস্ট সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ দল। ইনজুরি নিয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার শরীফুল ইসলাম। ডারবান টেস্টের পর দেশে ফিরে আসবেন তিনি। সংশয় আছে আরেক পেসার তাসকিন আহমেদকে নিয়েও। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই খেলেছেন শরীফুল। পরে পিঠের চোটের করণে খেলতে পারছেন না প্রথম টেস্ট। তাঁর বদলি হিসেবে ডারবান টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ। 

দ্বিতীয় টেস্টেও শরীফুলের জায়গায় খেলবেন তিনি। এ কারণে শরীফুলের পরিবর্তিত হিসেবে নতুন করে কাউকে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। চোটের অস্বস্তি আছে আরেক পেসার তাসকিনেরও। যদিও চলমান টেস্টে খেলছেন তিনি। ম্যাচ শেষে তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। 

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ আজকের পত্রিকাকে বলেছেন, ‘শরীফুল (দেশে) চলে আসবে। এই সিরিজে ওর আর খেলা হবে না। তাসকিনেরটা জানাবে টিম ম্যানেজমেন্ট। প্রথমে ব্যথা ছিল, এখন বোলিং করছে। ভালো আছে। শরীফুলের পরিবর্তিত দরকার নেই। ওখানে (দক্ষিণ আফ্রিকায়) ১৮ জন খেলোয়াড় আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত