Ajker Patrika

সেঞ্চুরির পর পাঁচ উইকেট শিকারে জাদেজার স্বপ্নপূরণ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৪: ২৪
সেঞ্চুরির পর পাঁচ উইকেট শিকারে জাদেজার স্বপ্নপূরণ

ব্যাটিং-১৭৫* 
বোলিং-১৩-৪১-৫ 
ব্যাটিংয়ে সেঞ্চুরির পর বোলিংয়ে পাঁচ উইকেট যেকোনো অলরাউন্ডারের কাছেই স্বপ্ন। এমন একটা স্বপ্ন এত দিন দেখে আসছিলেন রবীন্দ্র জাদেজাও। মোহালিতে ভারতীয় অলরাউন্ডারের স্বপ্নটা হাতে ধরা দিয়েছে। 

স্বপ্নপূরণের পথে ভারতের প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন জাদেজা। এই অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ার-সেরা ও নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়ে ভারত। সেই রানের বোঝা মাথায় নিয়ে গতকাল দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করেছিল শ্রীলঙ্কা। চার উইকেট হারিয়ে ১০৮ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। 

আজ তৃতীয় দিনে আর মাত্র ৬৬ রান যোগ করেই অলআউট শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে অমন একটা ইনিংসের পর ম্যাচটা নিজের করে নিতে বোলিংয়েও বিশেষ কিছু করা লাগত জাদেজাকে। সেটাই করলেন তিনি। অতিথিদের গুটিয়ে দিতে বোলিংয়েও ঘূর্ণি ঝরালেন তিনি। আর তাতে ৫৭৪ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৭৪ রানেই শেষ শ্রীলঙ্কা। 

দ্বিতীয় দিনে চার উইকেটের একটি নিতে পেরেছিলেন জাদেজা। আজ নিলেন আরও চারটি। জাদেজার বোলিং ফিগারটাও বাঁধিয়ে রাখার মতো হয়েছে—১৩-৪১-৫। একই ম্যাচে সেঞ্চুরি আর ৫ উইকেটের স্বপ্নপূরণের সঙ্গে রেকর্ডের পাতায়ও নাম তুলেছেন জাদেজা। 

একই টেস্টে ১৫০ রানের বেশি ও ৫ উইকেট—এমন কীর্তি সর্বশেষ দেখা গেছে প্রায় ৪৯ বছর আগে, ১৯৭৩ সালে। সেদিন রেকর্ডের পাতায় জায়গা পেয়েছিলেন কিংবদন্তি পাকিস্তান লেগ স্পিনার মুশতাক আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১ রানের ইনিংসের সঙ্গে একই টেস্টে ৪৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এই তালিকায় আছেন আরও চারজন—গ্যারি সোবার্স, পলি উমরিগার, ডেনিস অ্যাটকিনসন ও ভিনু মানকড়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত