Ajker Patrika

গোল্ডেন ডাকের পর কোহলিকে নিয়ে কী বললেন গাভাস্কার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৮: ৩৪
Thumbnail image

এ যেন ভিন্ন এক সুনীল গাভাস্কার। কোনো ক্রিকেটার অফফর্মে থাকলে সচরাচর কঠোর সমালোচনা করলেও এবার তিনি কথা বলছেন কোমল সুরে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকতে থাকা বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন গাভাস্কার। 

১১৪৬ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি আছেন সবার ওপরে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচে তাঁর স্কোর ১.৬৭ গড় ও ৫৫.৫৫ স্ট্রাইকরেটে তিনি করেছেন ৫ রান। বোঝাই যাচ্ছে কোনো ম্যাচেই তিনি এক অঙ্ক পেরোতে পারেননি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো শূন্য রানে আউট হয়েছেন গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে সেটাই কি না মারলেন গোল্ডেন ডাক। সৌরভ নেত্রাভালকারের বল কাট করতে গিয়ে যুক্তরাষ্ট্র উইকেটরক্ষক আন্দ্রিয়েস গাউসের তালুবন্দী হয়েছেন কোহলি। 

আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র—তিন ম্যাচ জিতে ভারত ‘এ’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে সুপার এইট। ছন্দে থাকা ভারতের সঙ্গে কোহলির ৫ রান তো মানানসই নয়। ম্যাচ শেষে স্টার স্পোর্টসে কোহলিকে নিয়ে গাভাস্কার বলেন, ‘যখন আপনি তিনবার অল্প রানে আউট হচ্ছেন, তার মানে এটা নয় যে সে খারাপ ব্যাটিং করছে। মাঝেমধ্যে আপনি ভালো বল পাবেন। অন্য যেকোনো দিন বল ওয়াইড হতো অথবা স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি হয়ে যেত। আজ (গতকাল) সেটা হয়নি। তার ওপর বিশ্বাস রাখা উচিত। বিশ্বাস রাখতে হবে যে আজ হোক বা কাল, তার ভালো ফর্মে আসছে।’ 
 
৪০৪২ রান করে রোহিত শর্মার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ৩৭ ফিফটির পাশাপাশি ১ সেঞ্চুরি কোহলি করেছেন ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে। তাঁকে ফর্মে ফেরার টোটকা দিলেন গাভাস্কার, ‘কোনো খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা হচ্ছে ম্যাচ জেতা যখন আপনি দেশের জন্য খেলছেন। বছরের পর বছর ধরে কোহলি ভারতের জন্য দারুণ খেলে যাচ্ছে ও অনেক ম্যাচ জিতিয়েছে। আশা করি, সে এটা বুঝতে হবে। টুর্নামেন্টের তো কেবল শুরু। সুপার এইট, সেমিফাইনাল ও আশা করি ফাইনাল। যা দরকার তা হলো তার ধৈর্য ধরতে হবে ও নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত