Ajker Patrika

অস্ট্রেলিয়া থেকে রওনা দিয়েছে বিশ্বকাপের পিচ 

অস্ট্রেলিয়া থেকে রওনা দিয়েছে বিশ্বকাপের পিচ 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। সময়ের হিসেবে বাকি নেই ৪০ দিনও। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহ আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র। 

সবচেয়ে বেশি ২০ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। গ্রুপ পর্ব, সুপার এইট, সেমিফাইনাল, ফাইনালসহ হবে ৫৫ ম্যাচ। ৫৫ ম্যাচের মধ্যে ৩৯ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রে হবে ১৬ ম্যাচ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, ডালাসের গ্র্যান্ড প্রেইরি, লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম—যুক্তরাষ্ট্রের তিন মাঠে হবে ম্যাচগুলো। ২০২৩ এর অক্টোবরের শুরুতে ১০টি ড্রপ ইন পিচের কাজ শুরু হয়েছে। প্রথমে সেগুলো ট্রেতে বসানো হয়েছিল। প্রত্যেক পিচকে দুই ট্রেতে ভাগ করা হয়েছে। এমনটা করা হয়েছিল ছয়টি প্রাকটিস স্ট্রিপ ও ম্যাচের জন্য চারটি তৈরি পিচ বানানোর লক্ষ্য দিয়েছিল। পিচগুলো বানানো হয়েছে অ্যাডিলেডে। অস্ট্রেলিয়া থেকে সুদূর যুক্তরাষ্ট্রে যেতে পাড়ি দিতে হবে ১৪ হাজার মাইল (২২ হাজার ৫৩০ কিলোমিটার)। এরই মধ্যে জাহাজে করে রওনা দিয়েছে পিচগুলো। অ্যাডিলেড থেকে ফ্লোরিডা হয়ে পিচগুলো পৌঁছাবে। 

পিচগুলোর জন্য অনেকগুলো ট্রে ব্যবহার করা হয়েছে। ট্রেগুলো একটি শিপিং কন্টেইনারের মাধ্যমে জানুয়ারিতে অ্যাডিলেড থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। নিউইয়র্কের উষ্ণ তাপমাত্রায় পিচগুলো রেখে দেওয়া হয়েছে। সড়কপথে নিউইয়র্ক থেকে পিচগুলো পৌঁছে যাবে মাঠে। অ্যাডিলেড থেকে পিচ বানিয়ে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর দায়িত্বে আছেন অ্যাডিলেড ওভাল পিচ কিউরেটর ড্যামিয়ান হাফ। বিবিসিকে হাফ বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন পিচ বানানো যেখানে পেস থাকবে। বাউন্সের ভারসাম্য থাকবে। ব্যাটাররা যাতে শট খেলতে পারে। আমরা ক্রিকেটের মাধ্যমে আনন্দ দিতে চাই। তবে চ্যালেঞ্জ আছে সেখানে।’ 

ডালাসে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মাঠেই ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। পরের দিন এই মাঠে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত