ক্রীড়া ডেস্ক
আইসিসি ইভেন্টে রূপকথার গল্প লেখা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির সাদা বলের ক্রিকেটের টানা তিন ইভেন্টেই আফগানরা করল ‘দৈত্য বধ’। আফগানদের এমন পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ শোয়েব আখতার।
লাহোরে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পায় আফগানিস্তান। আদিল রশিদ যখন শেষ ওভারের পঞ্চম বলে আজমতউল্লাহ ওমরজাইকে তুলে মারেন, তখন টিভির সামনে বসে থাকা শোয়েব আখতার বারবার ক্যাচ শব্দটি উচ্চারণ করেছেন। সীমানার ধারে ইব্রাহিম জাদরান ক্যাচ ধরতেই চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম জয়ের আনন্দে ফেটে পড়ে আফগানিস্তানের ডাগআউট। তখনই শোয়েব বলেন, ‘সাবাশ। সাবাশ আফগানিস্তান।’ ‘হাই স্কোরিং থ্রিলার’-এর শেষ মুহূর্ত নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি রিলসে তাঁকে এমনটাই বলতে শোনা গেছে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ক্যাপশন দিয়েছেন, ‘আফগানিস্তানের জন্য বড় ও স্মরণীয় জয়। হৃদয়ই জিতে নিল তারা।’
চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবারের মতো খেলছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা আফগানদের কাছে পরের দুই ম্যাচ হয়ে যায় ‘বাঁচা-মরার লড়াই’। ইংল্যান্ডের বিপক্ষে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছে আফগানিস্তান। আইসিসির ওয়ানডে ইভেন্টে নিজেদের সর্বোচ্চ ৩২১ রান করেছে আফগানরা। রানের পাহাড় গড়া আফগানিস্তানের ইনিংসের ১৭৭ রানই করেছেন ইব্রাহিম। যা চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।
রেকর্ড বই তছনছ করে দেওয়া ইব্রাহিমের হাতেই ইংল্যান্ডের শেষ। আদিল রশিদের ক্যাচ ধরার পর সেটা ইব্রাহিম শূন্যে ছুড়ে মারেন। ঠিক তার কিছুক্ষণ পরই তিনি (ইব্রাহিম) হাজির হন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে। ম্যাচসেরা এই আফগান ওপেনার বলেন, ‘দলের জন্য ভালো একটা ক্যাচ ধরার আশা করছিলাম। যখন সেই ক্যাচটা ধরলাম (জয়সূচক ক্যাচ), সেই অনুভূতি ছিল দারুণ। এটা আমার কাছে অনেক কিছু। অনেক কঠোর পরিশ্রম করেছি দেখে নিজের ওপর বিশ্বাস ছিল এবং সেভাবেই ব্যাটিং করতে চেয়েছি। ১৭৭ রানের ইনিংসটি আমার কাছে বিশেষ কিছু।’
ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। লাহোরে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারিয়েছিল আফগানিস্তান। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে ‘রূপকথার গল্পে’র মতো সেমিফাইনালের টিকিট কেটেছিল আফগানিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছিল আফগানিস্তান। এই আফগানরা এরপর টানা দুই ওয়ানডে জিতেছে ইংলিশদের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সবশেষ জয়টা এসেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দিল্লিতে ১৬ মাস আগে সেই ম্যাচে আফগানরা জিতেছিল ৬৯ রানে।
আইসিসি ইভেন্টে রূপকথার গল্প লেখা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির সাদা বলের ক্রিকেটের টানা তিন ইভেন্টেই আফগানরা করল ‘দৈত্য বধ’। আফগানদের এমন পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ শোয়েব আখতার।
লাহোরে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পায় আফগানিস্তান। আদিল রশিদ যখন শেষ ওভারের পঞ্চম বলে আজমতউল্লাহ ওমরজাইকে তুলে মারেন, তখন টিভির সামনে বসে থাকা শোয়েব আখতার বারবার ক্যাচ শব্দটি উচ্চারণ করেছেন। সীমানার ধারে ইব্রাহিম জাদরান ক্যাচ ধরতেই চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম জয়ের আনন্দে ফেটে পড়ে আফগানিস্তানের ডাগআউট। তখনই শোয়েব বলেন, ‘সাবাশ। সাবাশ আফগানিস্তান।’ ‘হাই স্কোরিং থ্রিলার’-এর শেষ মুহূর্ত নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি রিলসে তাঁকে এমনটাই বলতে শোনা গেছে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ক্যাপশন দিয়েছেন, ‘আফগানিস্তানের জন্য বড় ও স্মরণীয় জয়। হৃদয়ই জিতে নিল তারা।’
চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবারের মতো খেলছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা আফগানদের কাছে পরের দুই ম্যাচ হয়ে যায় ‘বাঁচা-মরার লড়াই’। ইংল্যান্ডের বিপক্ষে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছে আফগানিস্তান। আইসিসির ওয়ানডে ইভেন্টে নিজেদের সর্বোচ্চ ৩২১ রান করেছে আফগানরা। রানের পাহাড় গড়া আফগানিস্তানের ইনিংসের ১৭৭ রানই করেছেন ইব্রাহিম। যা চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।
রেকর্ড বই তছনছ করে দেওয়া ইব্রাহিমের হাতেই ইংল্যান্ডের শেষ। আদিল রশিদের ক্যাচ ধরার পর সেটা ইব্রাহিম শূন্যে ছুড়ে মারেন। ঠিক তার কিছুক্ষণ পরই তিনি (ইব্রাহিম) হাজির হন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে। ম্যাচসেরা এই আফগান ওপেনার বলেন, ‘দলের জন্য ভালো একটা ক্যাচ ধরার আশা করছিলাম। যখন সেই ক্যাচটা ধরলাম (জয়সূচক ক্যাচ), সেই অনুভূতি ছিল দারুণ। এটা আমার কাছে অনেক কিছু। অনেক কঠোর পরিশ্রম করেছি দেখে নিজের ওপর বিশ্বাস ছিল এবং সেভাবেই ব্যাটিং করতে চেয়েছি। ১৭৭ রানের ইনিংসটি আমার কাছে বিশেষ কিছু।’
ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। লাহোরে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারিয়েছিল আফগানিস্তান। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে ‘রূপকথার গল্পে’র মতো সেমিফাইনালের টিকিট কেটেছিল আফগানিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছিল আফগানিস্তান। এই আফগানরা এরপর টানা দুই ওয়ানডে জিতেছে ইংলিশদের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সবশেষ জয়টা এসেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দিল্লিতে ১৬ মাস আগে সেই ম্যাচে আফগানরা জিতেছিল ৬৯ রানে।
আয়োজক পাকিস্তানের মতো বাংলাদেশও চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে আগেভাগেই। রাওয়ালপিন্ডিতে আজ তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩৫ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফি থেকে এবার দ্রুতই ছিটকে গেল পাকিস্তান। সেটারও আগে ফখর জামানের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। রাওয়ালপিন্ডিতে আজ তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। নিয়ম রক্ষার ম্যাচের আগে রহস্যময় কথা বলেছেন ফখর।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা একে একে যোগ দিচ্ছেন অনুশীলনে।
২ ঘণ্টা আগেচন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ দলের নতুন প্রধান কোচের নাম চূড়ান্ত করে রেখেছিলেন। গত অক্টোবরে ফিল সিমন্স বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন পাঁচ মাসের মেয়াদে, যা শেষ হচ্ছে আজকের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে।
২ ঘণ্টা আগে