Ajker Patrika

চেনা মিরপুরে, ‘বাংলাদেশ-বাংলাদেশ’ গর্জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬: ০১
চেনা মিরপুরে, ‘বাংলাদেশ-বাংলাদেশ’ গর্জন

দর্শকের উল্লাসে মেতে ওঠা গ্যালারি বহুদিন দেখা মেলেনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সেই চেনা দৃশ্যের দেখা মিলেছে। দুই বছর পর গ্যালারিভর্তি দর্শক নিয়েই শুরু হয়েছে ২০ ওভারের সিরিজ। আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই গ্যালারি ভরে উঠেছে দর্শকের উপস্থিতিতে।

প্রথম টি-টোয়েন্টি উপলক্ষে মাঠে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ২০ হাজারের বেশি দর্শক। টিকিট বিক্রির প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত দর্শকদের উপচে পড়া ভিড় ছিল ইনডোর স্টেডিয়ামে। সেখান থেকে টিকিট সংগ্রহ করে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেছেন দর্শক। আবার অনেকে কালোবাজারি থেকেও টিকিট সংগ্রহ করে মাঠে এসেছেন।

প্রথমবার দর্শক ফেরার দিনে সীমানার কাছে বসে কাজ করার সুযোগ পেয়েছেন আলোকচিত্রীরাও। এই দৃশ্য মিরপুরে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ে সিরিজে। এরপর করোনা এসে সব ওলটপালট করে দিয়েছে। করোনার ধাক্কা সামলে মাঠে ক্রিকেট ফিরলেও কঠিন জৈব সুরক্ষাবলয়ে খেলা আয়োজন করতে গিয়ে গ্যালারি রাখতে হয়েছে দর্শকশূন্য। পরে কিছু সিরিজ-টুর্নামেন্টে বিসিবি অবশ্য ধীরে ধীরে নির্দিষ্টসংখ্যক দর্শক ফেরালেও এবার শতভাগ দর্শক ফিরেছে গ্যালারিতে।

শতভাগ দর্শক ফেরায় মাঠের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে শেরেবাংলায়। আগের চেয়ে বেশি সংখ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। স্টেডিয়ামের ভেতর থেকে শুরু করে চারপাশে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত