সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দুনিয়ায় খুব বড় দল নয়। খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলারও সুযোগ তাদের হয় না। তবে দেশটির একটি স্টেডিয়াম ক্রিকেট বিশ্বে নতুন মাইলফলক গড়তে যাচ্ছে। লর্ডস, মেলবোর্ন, সিডনি, ওয়াংখেড়ে বা ইডেন গার্ডেনসের মতন জনপ্রিয় মাঠের কপালে এখনো যে কীর্তি গড়ার সুযোগ হয়নি সেটিই করতে যাচ্ছে শারজা ক্রিকেট গ্রাউন্ড।
সবার আগে ৩০০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দ্বারপ্রান্তে স্টেডিয়ামটি। আর সেটি হচ্ছে আগামীকাল। বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে। সিরিজের বাকি দুই ম্যাচও হবে এই ভেন্যুতে। এখন পর্যন্ত ২৯৯টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে শারজায়। সবচেয়ে বেশি হয়েছে ওয়ানডে ম্যাচ—২৫২টি। টেস্ট ৯টি ও টি-টোয়েন্টি ৩৮। সবচেয়ে ওয়ানডে ম্যাচও হয়েছে এই মাঠে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তর দুবাইয়ে। দুবাইয়ের পাশের শহর শারজা। সে সময় একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা বিবেচনা করে ১৯৮৪ সালে নির্মাণ করা হয় শারজা ক্রিকেট গ্রাউন্ড। আর সেই মাঠই আরেকটি ওয়ানডে ম্যাচ দিয়ে স্থান করে নিতে যাচ্ছে ইতিহাসের পাতায়। সেই ইতিহাসের সঙ্গে যে জড়িয়ে থাকবে বাংলাদেশের নামও!
এক মাঠে বেশি ম্যাচ
শারজা ক্রিকেট গ্রাউন্ড ২৯৯ ৯ ২৫২ ৩৮
সিডনি ক্রিকেট গ্রাউন্ড ২৯১ ১১২ ১৬১ ১৮
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ২৮৭ ১১৬ ১৫২ ১৯
হারারে স্পোর্টস ক্লাব ২৬৭ ৩৯ ১৮২ ৪৬
লর্ডস, লন্ডন ২৭৭ ১৪৭ ৭০ ১০
শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ২১১ ২৮ ১২০ ৬৩
সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দুনিয়ায় খুব বড় দল নয়। খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলারও সুযোগ তাদের হয় না। তবে দেশটির একটি স্টেডিয়াম ক্রিকেট বিশ্বে নতুন মাইলফলক গড়তে যাচ্ছে। লর্ডস, মেলবোর্ন, সিডনি, ওয়াংখেড়ে বা ইডেন গার্ডেনসের মতন জনপ্রিয় মাঠের কপালে এখনো যে কীর্তি গড়ার সুযোগ হয়নি সেটিই করতে যাচ্ছে শারজা ক্রিকেট গ্রাউন্ড।
সবার আগে ৩০০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দ্বারপ্রান্তে স্টেডিয়ামটি। আর সেটি হচ্ছে আগামীকাল। বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে। সিরিজের বাকি দুই ম্যাচও হবে এই ভেন্যুতে। এখন পর্যন্ত ২৯৯টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে শারজায়। সবচেয়ে বেশি হয়েছে ওয়ানডে ম্যাচ—২৫২টি। টেস্ট ৯টি ও টি-টোয়েন্টি ৩৮। সবচেয়ে ওয়ানডে ম্যাচও হয়েছে এই মাঠে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তর দুবাইয়ে। দুবাইয়ের পাশের শহর শারজা। সে সময় একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা বিবেচনা করে ১৯৮৪ সালে নির্মাণ করা হয় শারজা ক্রিকেট গ্রাউন্ড। আর সেই মাঠই আরেকটি ওয়ানডে ম্যাচ দিয়ে স্থান করে নিতে যাচ্ছে ইতিহাসের পাতায়। সেই ইতিহাসের সঙ্গে যে জড়িয়ে থাকবে বাংলাদেশের নামও!
এক মাঠে বেশি ম্যাচ
শারজা ক্রিকেট গ্রাউন্ড ২৯৯ ৯ ২৫২ ৩৮
সিডনি ক্রিকেট গ্রাউন্ড ২৯১ ১১২ ১৬১ ১৮
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ২৮৭ ১১৬ ১৫২ ১৯
হারারে স্পোর্টস ক্লাব ২৬৭ ৩৯ ১৮২ ৪৬
লর্ডস, লন্ডন ২৭৭ ১৪৭ ৭০ ১০
শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ২১১ ২৮ ১২০ ৬৩
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৩৭ মিনিট আগেভিলা বেলমিরো মাঠে নেইমার ঠায় বসে রইলেন। চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। হবে না-ই বা কেন! চোটের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের এই ফুটবলার। ম্যাচের অর্ধেক সময়ও তিনি খেলতে পারেননি।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার অর্ধেক কাজ প্রথম লেগেই সেরে রাখে আর্সেনাল। রিয়াল মাদ্রিদকে তখন হারিয়েছিল ৩-০ গোলে। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচটা যখন রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, তখন আগে থেকেই ম্যাচের ফল বলে দেওয়া কঠিন।
২ ঘণ্টা আগেপ্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
৩ ঘণ্টা আগে