অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় নিশ্চয়ই ড্যারেন ব্রাভোর কথা মনে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের (সিডব্লুআই)? গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে অবসর না নিলে তাঁকে হয়তো রাখতে পারতে অস্ট্রেলিয়া সফরে।
সেদিন ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায় অভিমানে বিরতি নেন ড্যারেন। যদিও ২০২০ সালের পর থেকে টেস্ট খেলেননি তিনি। তাঁর মতো অবসর না নিলেও কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান। সঙ্গে অলরাউন্ডার কাইল মায়ার্সও চুক্তি করেননি।
এতে করে টেস্ট দল ঘোষণা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিডব্লিউআই। অস্ট্রেলিয়ায় আনকোরা এক দল পাঠাতে হচ্ছে তাদের। আজ দুই টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তার মধ্যে সাত জনই নতুন। জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান ও শামার জোসেফের কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই-একজনের অন্য সংস্করণে খেলার অভিজ্ঞতা থাকলেও অধিকাংশর কোনো সংস্করণে খেলার অভিজ্ঞতা নেই।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলবেন বলেই এই সফরে যেতে রাজি হননি হোল্ডার ও মায়ার্স। তাঁদের মতো যাচ্ছেন না চোটে পড়া উদীয়মান পেসার জেডন সিলস। তাঁরা যেতে না পারায় অনভিজ্ঞদের নিয়েই দল সাজাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাঁদের প্রভাব যে দলে পড়েছে, তা স্বীকার করে নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্কোয়াড প্রভাবিত হয়েছে।’
অথচ, এবারের সফরে নিজেদের শক্তিশালী দলই ঘোষণা করা উচিত ছিল ক্যারিবিয়ানদের। কেননা, দীর্ঘ ২৬ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় পায় না তারা। ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে ১৪টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ অপেক্ষা ফুরাতে হলে নিশ্চিতভাবেই বাড়তি কিছু করতে হবে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল ও অভিজ্ঞ পেসার কেমার রোচদের।
দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রথম টেস্ট ১৭ জানুয়ারি অ্যাডিলেডে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ২৫ জানুয়ারি। টেস্ট শেষে সমান ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল, কেমার রোচ, জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, শামার জোসেফ, ক্রিক ম্যাকেনজি, আলিচ অ্যাথানজি, জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় নিশ্চয়ই ড্যারেন ব্রাভোর কথা মনে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের (সিডব্লুআই)? গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে অবসর না নিলে তাঁকে হয়তো রাখতে পারতে অস্ট্রেলিয়া সফরে।
সেদিন ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায় অভিমানে বিরতি নেন ড্যারেন। যদিও ২০২০ সালের পর থেকে টেস্ট খেলেননি তিনি। তাঁর মতো অবসর না নিলেও কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান। সঙ্গে অলরাউন্ডার কাইল মায়ার্সও চুক্তি করেননি।
এতে করে টেস্ট দল ঘোষণা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিডব্লিউআই। অস্ট্রেলিয়ায় আনকোরা এক দল পাঠাতে হচ্ছে তাদের। আজ দুই টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তার মধ্যে সাত জনই নতুন। জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান ও শামার জোসেফের কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই-একজনের অন্য সংস্করণে খেলার অভিজ্ঞতা থাকলেও অধিকাংশর কোনো সংস্করণে খেলার অভিজ্ঞতা নেই।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলবেন বলেই এই সফরে যেতে রাজি হননি হোল্ডার ও মায়ার্স। তাঁদের মতো যাচ্ছেন না চোটে পড়া উদীয়মান পেসার জেডন সিলস। তাঁরা যেতে না পারায় অনভিজ্ঞদের নিয়েই দল সাজাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাঁদের প্রভাব যে দলে পড়েছে, তা স্বীকার করে নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্কোয়াড প্রভাবিত হয়েছে।’
অথচ, এবারের সফরে নিজেদের শক্তিশালী দলই ঘোষণা করা উচিত ছিল ক্যারিবিয়ানদের। কেননা, দীর্ঘ ২৬ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় পায় না তারা। ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে ১৪টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ অপেক্ষা ফুরাতে হলে নিশ্চিতভাবেই বাড়তি কিছু করতে হবে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল ও অভিজ্ঞ পেসার কেমার রোচদের।
দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রথম টেস্ট ১৭ জানুয়ারি অ্যাডিলেডে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ২৫ জানুয়ারি। টেস্ট শেষে সমান ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল, কেমার রোচ, জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, শামার জোসেফ, ক্রিক ম্যাকেনজি, আলিচ অ্যাথানজি, জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতি।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে