অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় নিশ্চয়ই ড্যারেন ব্রাভোর কথা মনে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের (সিডব্লুআই)? গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে অবসর না নিলে তাঁকে হয়তো রাখতে পারতে অস্ট্রেলিয়া সফরে।
সেদিন ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায় অভিমানে বিরতি নেন ড্যারেন। যদিও ২০২০ সালের পর থেকে টেস্ট খেলেননি তিনি। তাঁর মতো অবসর না নিলেও কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান। সঙ্গে অলরাউন্ডার কাইল মায়ার্সও চুক্তি করেননি।
এতে করে টেস্ট দল ঘোষণা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিডব্লিউআই। অস্ট্রেলিয়ায় আনকোরা এক দল পাঠাতে হচ্ছে তাদের। আজ দুই টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তার মধ্যে সাত জনই নতুন। জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান ও শামার জোসেফের কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই-একজনের অন্য সংস্করণে খেলার অভিজ্ঞতা থাকলেও অধিকাংশর কোনো সংস্করণে খেলার অভিজ্ঞতা নেই।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলবেন বলেই এই সফরে যেতে রাজি হননি হোল্ডার ও মায়ার্স। তাঁদের মতো যাচ্ছেন না চোটে পড়া উদীয়মান পেসার জেডন সিলস। তাঁরা যেতে না পারায় অনভিজ্ঞদের নিয়েই দল সাজাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাঁদের প্রভাব যে দলে পড়েছে, তা স্বীকার করে নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্কোয়াড প্রভাবিত হয়েছে।’
অথচ, এবারের সফরে নিজেদের শক্তিশালী দলই ঘোষণা করা উচিত ছিল ক্যারিবিয়ানদের। কেননা, দীর্ঘ ২৬ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় পায় না তারা। ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে ১৪টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ অপেক্ষা ফুরাতে হলে নিশ্চিতভাবেই বাড়তি কিছু করতে হবে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল ও অভিজ্ঞ পেসার কেমার রোচদের।
দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রথম টেস্ট ১৭ জানুয়ারি অ্যাডিলেডে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ২৫ জানুয়ারি। টেস্ট শেষে সমান ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল, কেমার রোচ, জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, শামার জোসেফ, ক্রিক ম্যাকেনজি, আলিচ অ্যাথানজি, জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় নিশ্চয়ই ড্যারেন ব্রাভোর কথা মনে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের (সিডব্লুআই)? গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে অবসর না নিলে তাঁকে হয়তো রাখতে পারতে অস্ট্রেলিয়া সফরে।
সেদিন ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায় অভিমানে বিরতি নেন ড্যারেন। যদিও ২০২০ সালের পর থেকে টেস্ট খেলেননি তিনি। তাঁর মতো অবসর না নিলেও কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান। সঙ্গে অলরাউন্ডার কাইল মায়ার্সও চুক্তি করেননি।
এতে করে টেস্ট দল ঘোষণা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিডব্লিউআই। অস্ট্রেলিয়ায় আনকোরা এক দল পাঠাতে হচ্ছে তাদের। আজ দুই টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তার মধ্যে সাত জনই নতুন। জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান ও শামার জোসেফের কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই-একজনের অন্য সংস্করণে খেলার অভিজ্ঞতা থাকলেও অধিকাংশর কোনো সংস্করণে খেলার অভিজ্ঞতা নেই।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলবেন বলেই এই সফরে যেতে রাজি হননি হোল্ডার ও মায়ার্স। তাঁদের মতো যাচ্ছেন না চোটে পড়া উদীয়মান পেসার জেডন সিলস। তাঁরা যেতে না পারায় অনভিজ্ঞদের নিয়েই দল সাজাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাঁদের প্রভাব যে দলে পড়েছে, তা স্বীকার করে নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্কোয়াড প্রভাবিত হয়েছে।’
অথচ, এবারের সফরে নিজেদের শক্তিশালী দলই ঘোষণা করা উচিত ছিল ক্যারিবিয়ানদের। কেননা, দীর্ঘ ২৬ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় পায় না তারা। ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে ১৪টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ অপেক্ষা ফুরাতে হলে নিশ্চিতভাবেই বাড়তি কিছু করতে হবে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল ও অভিজ্ঞ পেসার কেমার রোচদের।
দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রথম টেস্ট ১৭ জানুয়ারি অ্যাডিলেডে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ২৫ জানুয়ারি। টেস্ট শেষে সমান ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে দুই দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল, কেমার রোচ, জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, শামার জোসেফ, ক্রিক ম্যাকেনজি, আলিচ অ্যাথানজি, জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতি।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৪ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৬ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৬ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৭ ঘণ্টা আগে