নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দুরবস্থা লেগে আছে লম্বা সময় ধরে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটিং ব্যর্থতা চলমান। দলকে জেতাচ্ছেন বোলাররা। হারলেও লড়ছেন তাঁরা। সেন্ট ভিনসেন্টে আজও দেখা গেল একই দৃশ্য।
নেপালের বিপক্ষে ব্যাটাররা স্কোরে ভালো রান জমা করতে পারেননি। গোল্ডেন ডাক মেরে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ৪, লিটন দাস ১০, তাওহিদ হৃদয় ফেরেন ৯ রানে। দলের সর্বোচ্চ ইনিংস খেলা সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ২২ বলে ১৭ রান। ৩ বল বাকি থাকতে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল।
বোলারদের কল্যাণে অবশ্য ২১ রানে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে তানজিম হাসান সাকিব ৭ রান দিয়ে ৪ উইকেট, মোস্তাফিজুর রহমান ৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। দলের এই ব্যাটিং ব্যর্থতায় অসন্তোষ শান্ত। নিজেদের ব্যাটিংকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘এটা তো আসলে সম্ভব না প্রতিদিন বোলাররা ম্যাচ জেতাবে। আশা করব প্রতিদিনই তারা ম্যাচ জেতাক। ব্যাটারদের দায়িত্বও আছে। কেন হচ্ছে না, সবাই চেষ্টা করছে বের করার, কিন্তু হচ্ছে না। এটা গ্রহণযোগ্য না। সত্যি বলতে, এই উইকেট ১৪০-১৫০ রান করার মতো ছিল, আমরা করতে পারিনি। অবশ্য এটা আমাদের জন্য চিন্তার একটা করণ।’
শান্তর মতে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট ব্যাটিং সহায়ক নয়। তবে স্কোরটা ১৩০-১৪০ হতেই পারত। বললেন, ‘পুরো টুর্নামেন্টেই খুব বড় স্কোর হচ্ছে না। বেশির ভাগ ম্যাচেই এরকম কম রান হচ্ছে। ওগুলো ডিপেন্ড করছে আবার জিততেছে। আমি যেটা বললাম, কম রান হয়েছে, এত কম রানের উইকেট না। ১৩০-১৪০ রানের উইকেট ছিল। সব মলিয়ে যদি বলেন, এ টুর্নামেন্টে ভালো ফ্ল্যাট উইকেট আমি বলব না।’
বেশ কিছু ইনিংস ধরে ব্যাট হাসছে শান্তর। তামিম প্রথম বলে আউট হলে ইনিংসের দ্বিতীয় বলে নামতে হয়েছে তাঁকে। দ্বিতীয় ওভারে দীপেন্দ্র সিং আইরির বল রক্ষাণাত্মক খেলার চেষ্টা করেন। বলের সঙ্গে চোখের সংযোগ ছিল না একদমই। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল। ফেরেন ৫ বলে ৪ রান করে। এমন দৃষ্টিকটু আউট নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে শান্তর চার ইনিংস—৭, ১৪, ১ ও ৪। সব মিলিয়ে করেছেন ২৬। নিজের ব্যাটিং নিয়ে চিন্তার কথা জানালেন এই বাঁহাতি ব্যাটার। শান্ত বললেন, ‘অবশ্যই চিন্তার কারণ (নিজের ব্যাটিং)। এভাবে ব্যাটিং করলে মনে হয় না দলের জন্য ভালো কোনো দিক। ভালো শুরু পাওয়া গুরুত্বপূর্ণ, আমরা ভালো শুরু পাচ্ছি না। ব্যাটাররা ওই রকমভাবে শেষও করতে পারছে না। অবশ্যই চিন্তার কারণ। এখান থেকে আমাদেকেই বেরিয়ে আসতে হবে। কীভাবে বেরোতে হবে এটা নিয়ে অনেক পরিকল্পনা সব সময়ই হয়, কিন্তু এই ভুল বারবারই হচ্ছে। আশা করব পরের রাউন্ডে এসব ভুল যত কম করা যায়।’
বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দুরবস্থা লেগে আছে লম্বা সময় ধরে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটিং ব্যর্থতা চলমান। দলকে জেতাচ্ছেন বোলাররা। হারলেও লড়ছেন তাঁরা। সেন্ট ভিনসেন্টে আজও দেখা গেল একই দৃশ্য।
নেপালের বিপক্ষে ব্যাটাররা স্কোরে ভালো রান জমা করতে পারেননি। গোল্ডেন ডাক মেরে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ৪, লিটন দাস ১০, তাওহিদ হৃদয় ফেরেন ৯ রানে। দলের সর্বোচ্চ ইনিংস খেলা সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ২২ বলে ১৭ রান। ৩ বল বাকি থাকতে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল।
বোলারদের কল্যাণে অবশ্য ২১ রানে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে তানজিম হাসান সাকিব ৭ রান দিয়ে ৪ উইকেট, মোস্তাফিজুর রহমান ৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। দলের এই ব্যাটিং ব্যর্থতায় অসন্তোষ শান্ত। নিজেদের ব্যাটিংকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘এটা তো আসলে সম্ভব না প্রতিদিন বোলাররা ম্যাচ জেতাবে। আশা করব প্রতিদিনই তারা ম্যাচ জেতাক। ব্যাটারদের দায়িত্বও আছে। কেন হচ্ছে না, সবাই চেষ্টা করছে বের করার, কিন্তু হচ্ছে না। এটা গ্রহণযোগ্য না। সত্যি বলতে, এই উইকেট ১৪০-১৫০ রান করার মতো ছিল, আমরা করতে পারিনি। অবশ্য এটা আমাদের জন্য চিন্তার একটা করণ।’
শান্তর মতে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট ব্যাটিং সহায়ক নয়। তবে স্কোরটা ১৩০-১৪০ হতেই পারত। বললেন, ‘পুরো টুর্নামেন্টেই খুব বড় স্কোর হচ্ছে না। বেশির ভাগ ম্যাচেই এরকম কম রান হচ্ছে। ওগুলো ডিপেন্ড করছে আবার জিততেছে। আমি যেটা বললাম, কম রান হয়েছে, এত কম রানের উইকেট না। ১৩০-১৪০ রানের উইকেট ছিল। সব মলিয়ে যদি বলেন, এ টুর্নামেন্টে ভালো ফ্ল্যাট উইকেট আমি বলব না।’
বেশ কিছু ইনিংস ধরে ব্যাট হাসছে শান্তর। তামিম প্রথম বলে আউট হলে ইনিংসের দ্বিতীয় বলে নামতে হয়েছে তাঁকে। দ্বিতীয় ওভারে দীপেন্দ্র সিং আইরির বল রক্ষাণাত্মক খেলার চেষ্টা করেন। বলের সঙ্গে চোখের সংযোগ ছিল না একদমই। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল। ফেরেন ৫ বলে ৪ রান করে। এমন দৃষ্টিকটু আউট নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে শান্তর চার ইনিংস—৭, ১৪, ১ ও ৪। সব মিলিয়ে করেছেন ২৬। নিজের ব্যাটিং নিয়ে চিন্তার কথা জানালেন এই বাঁহাতি ব্যাটার। শান্ত বললেন, ‘অবশ্যই চিন্তার কারণ (নিজের ব্যাটিং)। এভাবে ব্যাটিং করলে মনে হয় না দলের জন্য ভালো কোনো দিক। ভালো শুরু পাওয়া গুরুত্বপূর্ণ, আমরা ভালো শুরু পাচ্ছি না। ব্যাটাররা ওই রকমভাবে শেষও করতে পারছে না। অবশ্যই চিন্তার কারণ। এখান থেকে আমাদেকেই বেরিয়ে আসতে হবে। কীভাবে বেরোতে হবে এটা নিয়ে অনেক পরিকল্পনা সব সময়ই হয়, কিন্তু এই ভুল বারবারই হচ্ছে। আশা করব পরের রাউন্ডে এসব ভুল যত কম করা যায়।’
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
২ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
২ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৩ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৪ ঘণ্টা আগে