ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না ভারতের। নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। যেখানে ভারত তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলেও।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স কতটা হতশ্রী ছিল, সেটা বোঝাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টের স্কোরকার্ডই স্পষ্ট। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দল গুটিয়ে গেছে ১২১ রানে। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেল ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৮.৩৩। তারা এই চক্রে খেলেছে ১৪ টেস্ট। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৭৪.২৪ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে ছিল ভারত।
ভারতের হারানো সিংহাসন এখন অস্ট্রেলিয়ার দখলে। ১২ ম্যাচ খেলা অজিদের সফলতার হার ৬২.৫। এই দুটি দলই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে এ মাসের শেষে। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। উড়তে থাকা ভারতের জন্য ফাইনাল খেলা অনেকটা শঙ্কার মুখেই পড়েছে। কারণ ভারতের কাছে এই পাঁচ ম্যাচই শেষ সুযোগ ফাইনালে উঠতে।
ভারতের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। পাঁচ থেকে চারে উঠেছে ব্ল্যাকক্যাপসরা। কিউইদের সফলতার হার এখন ৫৪.৫৫। টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড এবারই ভারতকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। কিউইরা এগিয়ে যাওয়ায় পেছাল দক্ষিণ আফ্রিকা। চার থেকে পাঁচে নেমে যাওয়া প্রোটিয়াদের সফলতার হার এখন ৫৪.১৯।
পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দলের মধ্যে এখন ফাইনালে ওঠার প্রতিযোগিতা জমে উঠেছে। শ্রীলঙ্কার এখনো বাকি চার ম্যাচ। যার মধ্যে দুটি খেলবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাকি দুই ম্যাচ লঙ্কানরা খেলবে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ডের হাতে বাকি রয়েছে ৩ ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।
দক্ষিণ আফ্রিকার হাতে থাকা ৪ ম্যাচের ৪টি খেলবে ঘরের মাঠে। শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলের বিপক্ষেই দুটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাকি থাকল ৭ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ।
সময়টা ভালো যাচ্ছে না ভারতের। নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। যেখানে ভারত তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলেও।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স কতটা হতশ্রী ছিল, সেটা বোঝাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টের স্কোরকার্ডই স্পষ্ট। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দল গুটিয়ে গেছে ১২১ রানে। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেল ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৮.৩৩। তারা এই চক্রে খেলেছে ১৪ টেস্ট। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৭৪.২৪ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে ছিল ভারত।
ভারতের হারানো সিংহাসন এখন অস্ট্রেলিয়ার দখলে। ১২ ম্যাচ খেলা অজিদের সফলতার হার ৬২.৫। এই দুটি দলই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে এ মাসের শেষে। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। উড়তে থাকা ভারতের জন্য ফাইনাল খেলা অনেকটা শঙ্কার মুখেই পড়েছে। কারণ ভারতের কাছে এই পাঁচ ম্যাচই শেষ সুযোগ ফাইনালে উঠতে।
ভারতের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। পাঁচ থেকে চারে উঠেছে ব্ল্যাকক্যাপসরা। কিউইদের সফলতার হার এখন ৫৪.৫৫। টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড এবারই ভারতকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। কিউইরা এগিয়ে যাওয়ায় পেছাল দক্ষিণ আফ্রিকা। চার থেকে পাঁচে নেমে যাওয়া প্রোটিয়াদের সফলতার হার এখন ৫৪.১৯।
পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দলের মধ্যে এখন ফাইনালে ওঠার প্রতিযোগিতা জমে উঠেছে। শ্রীলঙ্কার এখনো বাকি চার ম্যাচ। যার মধ্যে দুটি খেলবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাকি দুই ম্যাচ লঙ্কানরা খেলবে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ডের হাতে বাকি রয়েছে ৩ ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।
দক্ষিণ আফ্রিকার হাতে থাকা ৪ ম্যাচের ৪টি খেলবে ঘরের মাঠে। শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলের বিপক্ষেই দুটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাকি থাকল ৭ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে