ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না ভারতের। নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। যেখানে ভারত তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলেও।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স কতটা হতশ্রী ছিল, সেটা বোঝাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টের স্কোরকার্ডই স্পষ্ট। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দল গুটিয়ে গেছে ১২১ রানে। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেল ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৮.৩৩। তারা এই চক্রে খেলেছে ১৪ টেস্ট। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৭৪.২৪ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে ছিল ভারত।
ভারতের হারানো সিংহাসন এখন অস্ট্রেলিয়ার দখলে। ১২ ম্যাচ খেলা অজিদের সফলতার হার ৬২.৫। এই দুটি দলই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে এ মাসের শেষে। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। উড়তে থাকা ভারতের জন্য ফাইনাল খেলা অনেকটা শঙ্কার মুখেই পড়েছে। কারণ ভারতের কাছে এই পাঁচ ম্যাচই শেষ সুযোগ ফাইনালে উঠতে।
ভারতের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। পাঁচ থেকে চারে উঠেছে ব্ল্যাকক্যাপসরা। কিউইদের সফলতার হার এখন ৫৪.৫৫। টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড এবারই ভারতকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। কিউইরা এগিয়ে যাওয়ায় পেছাল দক্ষিণ আফ্রিকা। চার থেকে পাঁচে নেমে যাওয়া প্রোটিয়াদের সফলতার হার এখন ৫৪.১৯।
পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দলের মধ্যে এখন ফাইনালে ওঠার প্রতিযোগিতা জমে উঠেছে। শ্রীলঙ্কার এখনো বাকি চার ম্যাচ। যার মধ্যে দুটি খেলবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাকি দুই ম্যাচ লঙ্কানরা খেলবে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ডের হাতে বাকি রয়েছে ৩ ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।
দক্ষিণ আফ্রিকার হাতে থাকা ৪ ম্যাচের ৪টি খেলবে ঘরের মাঠে। শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলের বিপক্ষেই দুটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাকি থাকল ৭ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ।
সময়টা ভালো যাচ্ছে না ভারতের। নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। যেখানে ভারত তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলেও।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স কতটা হতশ্রী ছিল, সেটা বোঝাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টের স্কোরকার্ডই স্পষ্ট। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দল গুটিয়ে গেছে ১২১ রানে। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেল ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৮.৩৩। তারা এই চক্রে খেলেছে ১৪ টেস্ট। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৭৪.২৪ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে ছিল ভারত।
ভারতের হারানো সিংহাসন এখন অস্ট্রেলিয়ার দখলে। ১২ ম্যাচ খেলা অজিদের সফলতার হার ৬২.৫। এই দুটি দলই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে এ মাসের শেষে। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। উড়তে থাকা ভারতের জন্য ফাইনাল খেলা অনেকটা শঙ্কার মুখেই পড়েছে। কারণ ভারতের কাছে এই পাঁচ ম্যাচই শেষ সুযোগ ফাইনালে উঠতে।
ভারতের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। পাঁচ থেকে চারে উঠেছে ব্ল্যাকক্যাপসরা। কিউইদের সফলতার হার এখন ৫৪.৫৫। টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড এবারই ভারতকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। কিউইরা এগিয়ে যাওয়ায় পেছাল দক্ষিণ আফ্রিকা। চার থেকে পাঁচে নেমে যাওয়া প্রোটিয়াদের সফলতার হার এখন ৫৪.১৯।
পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দলের মধ্যে এখন ফাইনালে ওঠার প্রতিযোগিতা জমে উঠেছে। শ্রীলঙ্কার এখনো বাকি চার ম্যাচ। যার মধ্যে দুটি খেলবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাকি দুই ম্যাচ লঙ্কানরা খেলবে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ডের হাতে বাকি রয়েছে ৩ ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।
দক্ষিণ আফ্রিকার হাতে থাকা ৪ ম্যাচের ৪টি খেলবে ঘরের মাঠে। শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলের বিপক্ষেই দুটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাকি থাকল ৭ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে