Ajker Patrika

এশিয়া কাপ নিয়ে সংশয়, ভাঙতে পারে এসিসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ মে ২০২৫, ২২: ০৯
এশিয়া কাপ নিয়ে সংশয় দেখছেন সুনীল গাভাস্কার। ছবি: এএফপি
এশিয়া কাপ নিয়ে সংশয় দেখছেন সুনীল গাভাস্কার। ছবি: এএফপি

ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা। পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও নিজেদের দেশে ব্লক করে দিয়েছে ভারত সরকার। এ তালিকায় আছেন ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, হালের বাবর আজম-শাহিন আফ্রিদিরাও।

এমন বৈরী সম্পর্কের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে এশিয়া কাপে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এশিয়া কাপ হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো একটি দল নাও থাকতে পারে। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার জানিয়েছেন, এ বছর এশিয়া কাপ নিয়ে সংশয় আছে। তিনি আশঙ্কা করছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙেও যেতে পারে। আগামী এশিয়া কাপ পাকিস্তানকে ছাড়াই হতে পারে বলে মনে করছেন তিনি। স্পোর্টস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘ভারত সরকার যা বলে, তা-ই করে বিসিসিআই। আসন্ন এশিয়া কাপেও কোনো পার্থক্য দেখছি না। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। সব নির্ভর করছে সামনে বিষয়গুলোর পরিবর্তন হয় কি না। যদি কোনো ধরনের পরিবর্তন না আসে, তাহলে এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না। যেহেতু ভারত এবারের আয়োজক।’

এসিসিরও উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন না গাভাস্কার, ‘জানি না, সামনে কী হবে। তবে মনে হচ্ছে, সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যেতে পারে। টুর্নামেন্ট তিন বা চার দলের হতে পারে। সে ক্ষেত্রে হংকং বা সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে সবকিছু নির্ভর করবে আগামী কয়েক মাস কী ঘটতে যাচ্ছে।’

এসিসি থেকে ভারতের বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গাভাস্কার, এমনও হতে পারে, এসিসি থেকে ভারত বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। চার বা পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট হলো। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে অন্য কোনো দলকে আমন্ত্রণ জানানো হলো। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা এবারের আয়োজক হলে ভিন্ন কিছু হতে পারত। কিন্তু এবারের আয়োজক যেহেতু ভারত, তাই ভারতই আয়োজন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত