ক্রীড়া ডেস্ক
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা। পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও নিজেদের দেশে ব্লক করে দিয়েছে ভারত সরকার। এ তালিকায় আছেন ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, হালের বাবর আজম-শাহিন আফ্রিদিরাও।
এমন বৈরী সম্পর্কের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে এশিয়া কাপে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এশিয়া কাপ হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো একটি দল নাও থাকতে পারে। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার জানিয়েছেন, এ বছর এশিয়া কাপ নিয়ে সংশয় আছে। তিনি আশঙ্কা করছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙেও যেতে পারে। আগামী এশিয়া কাপ পাকিস্তানকে ছাড়াই হতে পারে বলে মনে করছেন তিনি। স্পোর্টস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘ভারত সরকার যা বলে, তা-ই করে বিসিসিআই। আসন্ন এশিয়া কাপেও কোনো পার্থক্য দেখছি না। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। সব নির্ভর করছে সামনে বিষয়গুলোর পরিবর্তন হয় কি না। যদি কোনো ধরনের পরিবর্তন না আসে, তাহলে এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না। যেহেতু ভারত এবারের আয়োজক।’
এসিসিরও উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন না গাভাস্কার, ‘জানি না, সামনে কী হবে। তবে মনে হচ্ছে, সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যেতে পারে। টুর্নামেন্ট তিন বা চার দলের হতে পারে। সে ক্ষেত্রে হংকং বা সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে সবকিছু নির্ভর করবে আগামী কয়েক মাস কী ঘটতে যাচ্ছে।’
এসিসি থেকে ভারতের বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গাভাস্কার, এমনও হতে পারে, এসিসি থেকে ভারত বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। চার বা পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট হলো। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে অন্য কোনো দলকে আমন্ত্রণ জানানো হলো। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা এবারের আয়োজক হলে ভিন্ন কিছু হতে পারত। কিন্তু এবারের আয়োজক যেহেতু ভারত, তাই ভারতই আয়োজন করবে।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা। পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও নিজেদের দেশে ব্লক করে দিয়েছে ভারত সরকার। এ তালিকায় আছেন ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, হালের বাবর আজম-শাহিন আফ্রিদিরাও।
এমন বৈরী সম্পর্কের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে এশিয়া কাপে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এশিয়া কাপ হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো একটি দল নাও থাকতে পারে। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার জানিয়েছেন, এ বছর এশিয়া কাপ নিয়ে সংশয় আছে। তিনি আশঙ্কা করছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙেও যেতে পারে। আগামী এশিয়া কাপ পাকিস্তানকে ছাড়াই হতে পারে বলে মনে করছেন তিনি। স্পোর্টস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘ভারত সরকার যা বলে, তা-ই করে বিসিসিআই। আসন্ন এশিয়া কাপেও কোনো পার্থক্য দেখছি না। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। সব নির্ভর করছে সামনে বিষয়গুলোর পরিবর্তন হয় কি না। যদি কোনো ধরনের পরিবর্তন না আসে, তাহলে এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না। যেহেতু ভারত এবারের আয়োজক।’
এসিসিরও উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন না গাভাস্কার, ‘জানি না, সামনে কী হবে। তবে মনে হচ্ছে, সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যেতে পারে। টুর্নামেন্ট তিন বা চার দলের হতে পারে। সে ক্ষেত্রে হংকং বা সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে সবকিছু নির্ভর করবে আগামী কয়েক মাস কী ঘটতে যাচ্ছে।’
এসিসি থেকে ভারতের বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গাভাস্কার, এমনও হতে পারে, এসিসি থেকে ভারত বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। চার বা পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট হলো। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে অন্য কোনো দলকে আমন্ত্রণ জানানো হলো। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা এবারের আয়োজক হলে ভিন্ন কিছু হতে পারত। কিন্তু এবারের আয়োজক যেহেতু ভারত, তাই ভারতই আয়োজন করবে।
লঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১১ মিনিট আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
৩৫ মিনিট আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
১ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে।
২ ঘণ্টা আগে