Ajker Patrika

এমবাপ্পের চোখধাঁধানো গোল, রিয়ালের কষ্টের জয়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ মে ২০২৫, ২১: ৩৩
সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করার পর কিলিয়ান এমবাপ্পের উদ্‌যাপন। ছবি: এএফপি
সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করার পর কিলিয়ান এমবাপ্পের উদ্‌যাপন। ছবি: এএফপি

আগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্লাসিকোর আগে লিগে পা হড়কাতে হয়নি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ডেডলক ভাঙতে বেশি সময় নেয়নি রিয়াল। ৩৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে রকেট গতির কোনাকুনি শটে স্বাগতিকদের এগিয়ে দেন আর্দা গুলের। ছয় মিনিট পর আরেকটি চোখধাঁধানো গোলে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। মাটিতে ভারসাম্য হারিয়ে ফেললেও তাঁর ক্ষিপ্রগতির শট কাঁপিয়েছে জাল।

বিরতির পর ৪৮ মিনিটে গুলেরের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন এমবাপ্পে। তিন গোলে এগিয়ে থেকে রিয়াল সহজ জয় পাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু সেল্টা ভিগো তখনো হাল ছাড়েনি। রিয়ালের ওপর চাপ প্রয়োগ করতে থাকে তারা; যা সামলাতে হিমশিম খেতে হচ্ছিল স্বাগতিকদের।

৬৯ মিনিটে ভিগোর হয়ে প্রথম গোলটি করেন হাভি রদ্রিগেস। ৭ মিনিট পর ব্যবধান আরও কমান উইলিয়ট সোয়েডবার্গ। এরপর রিয়ালের মাটি থেকে পয়েন্ট কুড়িয়ে নিতে বেশ কয়েকটি আক্রমণ শানায় ভিগো। সেগুলো ঠেকিয়ে হাঁপ ছেড়ে বাঁচে রিয়াল। ৩৪ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের দুইয়ে আছে কার্লো আনচেলত্তির দল। চার পয়েন্ট বেশি নিয়ে সিংহাসন দখলে রেখেছে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত