Ajker Patrika

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৫, ১৭: ৪৯
শান্তর জায়গা হলেও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মিরাজের। ছবি: বিসিবি
শান্তর জায়গা হলেও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মিরাজের। ছবি: বিসিবি

টি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।

নাজমুল হোসেন শান্ত সবশেষ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকায় টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছিলেন লিটন। সেবার ভারপ্রাপ্ত হলেও এবার আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের দায়িত্বটা লিটন পেয়ে গেছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার কথা আজ মিরপুরে সাংবাদিকদের বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। আর লিটনের নেতৃত্বাধীন দলে পাকিস্তান-আরব আমিরাত সিরিজে শান্ত আছেন শান্ত। সবশেষ বাংলাদেশের জার্সিতে লিটন টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে। শান্ত অবশ্য টি-টোয়েন্টি সংস্করণে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ছিলেন না। সবশেষ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নিয়মিত একাদশেই জায়গা পাননি তিনি।

বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মতে, অভিজ্ঞতার কারণে শান্তকে পাকিস্তান-আরব আমিরাত সিরিজে নেওয়া হয়েছে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে লিপু বলেন,‘শান্ত আমাদের সাবেক অধিনায়ক ছিলেন। আপনি দলটার দিকে তাকিয়ে দেখুন। আপনার অভিজ্ঞতাও দরকার। ওপরে আমাদের সৌম্য আছেন। ৯০-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন। লিটন দাস আছেন। এরপর আপনি তাকান, তাহলে দেখবেন যে বিস্তর ফারাক হয়েছে। শান্তর ৫০ হয়নি। ৪০-এর আশেপাশে ম্যাচ। তাই কিছু অভিজ্ঞ খেলোয়াড় দলের সঙ্গে আপনার নিতে হবে।’

মে ও জুন মাসে আরব আমিরাত-পাকিস্তান সিরিজে সাত টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন না এই দুই সিরিজে। লিপু বলেন, ‘মিরাজ আমাদের জাতীয় দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেটার প্রতিফলন হয়েছে। শুধু জাতীয় দলে না। এরই মধ্যে বিশ্বকাপে আপনারা দেখবেন যে একটু পিছিয়ে রেখেছিলাম মিরাজকে। একজন ক্রিকেটার যদি চোটে পড়ে যান, তিন সংস্করণের জন্যই তিনি পিছিয়ে পড়েন। এখানে যে পাঁচ বোলার থাকবে, সবাইকে চার ওভার করে বোলিং করতে হবে। সেক্ষেত্রে শেখ মেহেদী কিছুটা এগিয়ে আছেন।’

বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে গত বছরের ডিসেম্বরে, সেই একাদশে ছিলেন মিরাজ। পরবর্তীতে ২০২৫ বিপিএলে তাঁর নেতৃত্বে খুলনা টাইগার্স খেলেছে দ্বিতীয় কোয়ালিফায়ার। ব্যাটিং, বোলিংয়ে অসাধারণ পারফর্ম করেছেন এই তারকা অলরাউন্ডার। অথচ এই মিরাজই কিনা বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পান না। লিপু বলেন, ‘তিনি (মিরাজ) আমাদের টি-টোয়েন্টির পরিকল্পনায় একটু পেছন দিকে আছেন। কিন্তু তিনি যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য চমৎকার ক্রিকেটার। তাকেও আমরা খেলার মধ্যে রাখব। যাতে তিনি টি-টোয়েন্টি সংস্করণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে না থাকেন।’

মিরাজকে না নিতে পারার ব্যাখ্যায় দলের সমন্বয়ের কথাও উল্লেখ করেছেন লিপু। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘একই সঙ্গে আমাদের হাতে যদি সুযোগ থাকত যে নাহিদ রানা যথারীতি আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু পাঁচ সিমারের জায়গায় চার পেসার নিতে পারতাম। সেখানে একজন ব্যাটার বাড়াতে পারতাম। সেই সুযোগটা আমাদের কাছে ছিল না। আমরা সবাইকে জায়গা দিতে পারব না। লিটন দাস যদি তিন নম্বরে থাকেন, তাহলে মিডল অর্ডারে খেলার জন্য তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও অনিক আছেন। তার পাশাপাশি শান্তর নামটাও সেখানে আছে। তাই আরেকটা নাম জায়গা দেওয়ার সুযোগ আমাদের ছিল না।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত