Ajker Patrika

পাকিস্তান লিগে ম্যাচের আগে উইলিয়ামসনকে নিয়ে কী বললেন রিশাদ

ক্রীড়া ডেস্ক    
কেইন উইলিয়ামসনের সঙ্গে ছবি তুলেছেন রিশাদ হোসেন। ছবি: রিশাদের ফেসবুক পেজ
কেইন উইলিয়ামসনের সঙ্গে ছবি তুলেছেন রিশাদ হোসেন। ছবি: রিশাদের ফেসবুক পেজ

রিশাদ হোসেন ও কেইন উইলিয়ামসন—কারোরই এখন নেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। দুজনেই এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। সেই সুযোগে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের সঙ্গে কিছুটা সময় কাটানোর ফুরসত মিলেছে রিশাদের।

উইলিয়ামসনের সঙ্গে ছবি তুলে আজ সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন রিশাদ। সকালে ফেসবুকে পোস্ট করলেও ছবি দেখে ধারণা করা হচ্ছে, এটা রাতেই তোলা। এদিকে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স-করাচি কিংস। দুজনেই যাঁর যাঁর দলের জার্সি পরে একসঙ্গে ছবি তুলেছেন। রিশাদ ক্যাপশন দিয়েছেন, ‘আমার আদর্শ কেইন উইলিয়ামসনের সঙ্গে দাঁড়িয়ে আছি। দুজনেই ২২ নম্বর জার্সি পরেছি। ব্যাটার হিসেবে সে আমার অনুপ্রেরণা। তার সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করা সত্যিই অবিস্মরণীয়।’

উইলিয়ামসনের সঙ্গে কী কথা হয়েছে, সেটা অবশ্য রিশাদ জানাননি। তবে যেভাবে ক্যাপশন রিশাদ দিয়েছেন, তাতে ধারণা করা হচ্ছে তিনি ব্যাটিং টিপস নিয়েছেন উইলিয়ামসনের থেকে। কারণ, মূলত বোলার হলেও ব্যাটিংয়ে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ। বাংলাদেশের তরুণ এই লেগস্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটি রয়েছে।

এবারের পিএসএলে রিশাদকে ড্রাফট থেকে নিয়েছে লাহোর কালান্দার্স। অন্যদিকে উইলিয়ামসন শুরুতে অবিক্রীত ছিলেন। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে পরে নিয়েছে করাচি কিংস। এই করাচিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত ২০২৫ পিএসএলে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি উইলিয়ামসন। অন্যদিকে এবারই পিএসএলে অভিষেক হয়েছে রিশাদের। ৪ ম্যাচে ৮.৫৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। তবে লাহোরের সবশেষ তিন ম্যাচে একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশি এই লেগস্পিনারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত