ক্রীড়া ডেস্ক
রিশাদ হোসেন ও কেইন উইলিয়ামসন—কারোরই এখন নেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। দুজনেই এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। সেই সুযোগে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের সঙ্গে কিছুটা সময় কাটানোর ফুরসত মিলেছে রিশাদের।
উইলিয়ামসনের সঙ্গে ছবি তুলে আজ সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন রিশাদ। সকালে ফেসবুকে পোস্ট করলেও ছবি দেখে ধারণা করা হচ্ছে, এটা রাতেই তোলা। এদিকে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স-করাচি কিংস। দুজনেই যাঁর যাঁর দলের জার্সি পরে একসঙ্গে ছবি তুলেছেন। রিশাদ ক্যাপশন দিয়েছেন, ‘আমার আদর্শ কেইন উইলিয়ামসনের সঙ্গে দাঁড়িয়ে আছি। দুজনেই ২২ নম্বর জার্সি পরেছি। ব্যাটার হিসেবে সে আমার অনুপ্রেরণা। তার সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করা সত্যিই অবিস্মরণীয়।’
উইলিয়ামসনের সঙ্গে কী কথা হয়েছে, সেটা অবশ্য রিশাদ জানাননি। তবে যেভাবে ক্যাপশন রিশাদ দিয়েছেন, তাতে ধারণা করা হচ্ছে তিনি ব্যাটিং টিপস নিয়েছেন উইলিয়ামসনের থেকে। কারণ, মূলত বোলার হলেও ব্যাটিংয়ে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ। বাংলাদেশের তরুণ এই লেগস্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটি রয়েছে।
এবারের পিএসএলে রিশাদকে ড্রাফট থেকে নিয়েছে লাহোর কালান্দার্স। অন্যদিকে উইলিয়ামসন শুরুতে অবিক্রীত ছিলেন। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে পরে নিয়েছে করাচি কিংস। এই করাচিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত ২০২৫ পিএসএলে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি উইলিয়ামসন। অন্যদিকে এবারই পিএসএলে অভিষেক হয়েছে রিশাদের। ৪ ম্যাচে ৮.৫৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। তবে লাহোরের সবশেষ তিন ম্যাচে একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশি এই লেগস্পিনারের।
রিশাদ হোসেন ও কেইন উইলিয়ামসন—কারোরই এখন নেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। দুজনেই এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। সেই সুযোগে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের সঙ্গে কিছুটা সময় কাটানোর ফুরসত মিলেছে রিশাদের।
উইলিয়ামসনের সঙ্গে ছবি তুলে আজ সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন রিশাদ। সকালে ফেসবুকে পোস্ট করলেও ছবি দেখে ধারণা করা হচ্ছে, এটা রাতেই তোলা। এদিকে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স-করাচি কিংস। দুজনেই যাঁর যাঁর দলের জার্সি পরে একসঙ্গে ছবি তুলেছেন। রিশাদ ক্যাপশন দিয়েছেন, ‘আমার আদর্শ কেইন উইলিয়ামসনের সঙ্গে দাঁড়িয়ে আছি। দুজনেই ২২ নম্বর জার্সি পরেছি। ব্যাটার হিসেবে সে আমার অনুপ্রেরণা। তার সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করা সত্যিই অবিস্মরণীয়।’
উইলিয়ামসনের সঙ্গে কী কথা হয়েছে, সেটা অবশ্য রিশাদ জানাননি। তবে যেভাবে ক্যাপশন রিশাদ দিয়েছেন, তাতে ধারণা করা হচ্ছে তিনি ব্যাটিং টিপস নিয়েছেন উইলিয়ামসনের থেকে। কারণ, মূলত বোলার হলেও ব্যাটিংয়ে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ। বাংলাদেশের তরুণ এই লেগস্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটি রয়েছে।
এবারের পিএসএলে রিশাদকে ড্রাফট থেকে নিয়েছে লাহোর কালান্দার্স। অন্যদিকে উইলিয়ামসন শুরুতে অবিক্রীত ছিলেন। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে পরে নিয়েছে করাচি কিংস। এই করাচিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত ২০২৫ পিএসএলে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি উইলিয়ামসন। অন্যদিকে এবারই পিএসএলে অভিষেক হয়েছে রিশাদের। ৪ ম্যাচে ৮.৫৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। তবে লাহোরের সবশেষ তিন ম্যাচে একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশি এই লেগস্পিনারের।
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৩ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৫ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৫ ঘণ্টা আগে