নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিটিতেই প্রধান কোচ হিসেবে রয়েছেন স্থানীয় কোচ। গতকাল একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় কোচদের তীব্র সমালোচনা করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
রকিবুল বলেছেন, দু-একজন কোচ ছাড়া কেউ ক্লাব ক্রিকেটেও সুযোগ পায় না। তাঁদের সামর্থ্য নিয়েও আছে বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটারের প্রশ্ন। তবে রকিবুলের এ সমালোচনা আমলেই নেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। তাঁর মতে বয়সের ভারে আবোল-তাবোল কথা বলছেন রকিবুল।
আজ মিরপুরে কুমিল্লার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে কোচ সালাহ উদ্দিন বলেছেন, ‘উনি (রকিবুল হাসান) মুরব্বি মানুষ। ওনার বয়সও হয়েছে। আমার মনে হয়, আবোল-তাবোল অনেক কিছু বলতে পারে। এটা হতেই পারে। এটা নিয়ে আমরা কিছু মনে করিনি। অন্যান্য কোচের সঙ্গে কথা বলেছি। আমরা এটা নিয়ে মন খারাপও করিনি, কারণ উনি মুরব্বি মানুষ, বলতেই পারেন।’
সালাহ উদ্দিনের পাল্টা প্রশ্ন, স্থানীয় কোচদের যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে তাঁরা বেড়ে উঠবেন কীভাবে। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজিরা বুঝেশুনেই দেশি কোচদের বেছে নিয়েছেন। কুমিল্লার কোচ বলেছেন, ‘একজন স্থানীয় কোচ তাহলে কীভাবে বড় হবে? সে তো অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হতে পারবে না, হাই পারফরম্যান্স কিংবা বাংলা টাইগার্সেরও প্রধান কোচ হতে পারবে না। জাতীয় দলের প্রধান কোচও হতে পারবে না। সে কোথার হেড কোচিং করবে? সারা জীবন কি আমরা সাপোর্টিং ভূমিকায় থাকব? আমাদের তো কখনো না কখনো সামনে পথ বাড়াতে হবে।’
বিপিএলকে স্থানীয় কোচদের জন্য সুযোগ কাজে লাগানোর মঞ্চ মনে করছেন সালাহ উদ্দিন। বললেন, ‘আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো সুযোগ। আমাদের ছেলেদের নিজেদের গ্রো আপ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাঁরা দেশের কোচদের ওপর বিশ্বাস রেখেছেন। সে যদি এই বছর খারাপ করেন, সামনের বছর নিশ্চয় ভালো করবেন। তাঁকে তো শিখতে হবে। আপনি যদি একেবারে এসেই জাতীয় দলের কোচ হয়ে যাব, এমন আশা করেন না। সবার তো ধাপে ধাপে এগোতে হবে। সুতরাং কে কী বলল না বলল, সেটি নিয়ে আমার মনে হয় মাথা না ঘামানো উচিত।’
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিটিতেই প্রধান কোচ হিসেবে রয়েছেন স্থানীয় কোচ। গতকাল একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় কোচদের তীব্র সমালোচনা করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
রকিবুল বলেছেন, দু-একজন কোচ ছাড়া কেউ ক্লাব ক্রিকেটেও সুযোগ পায় না। তাঁদের সামর্থ্য নিয়েও আছে বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটারের প্রশ্ন। তবে রকিবুলের এ সমালোচনা আমলেই নেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। তাঁর মতে বয়সের ভারে আবোল-তাবোল কথা বলছেন রকিবুল।
আজ মিরপুরে কুমিল্লার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে কোচ সালাহ উদ্দিন বলেছেন, ‘উনি (রকিবুল হাসান) মুরব্বি মানুষ। ওনার বয়সও হয়েছে। আমার মনে হয়, আবোল-তাবোল অনেক কিছু বলতে পারে। এটা হতেই পারে। এটা নিয়ে আমরা কিছু মনে করিনি। অন্যান্য কোচের সঙ্গে কথা বলেছি। আমরা এটা নিয়ে মন খারাপও করিনি, কারণ উনি মুরব্বি মানুষ, বলতেই পারেন।’
সালাহ উদ্দিনের পাল্টা প্রশ্ন, স্থানীয় কোচদের যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে তাঁরা বেড়ে উঠবেন কীভাবে। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজিরা বুঝেশুনেই দেশি কোচদের বেছে নিয়েছেন। কুমিল্লার কোচ বলেছেন, ‘একজন স্থানীয় কোচ তাহলে কীভাবে বড় হবে? সে তো অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হতে পারবে না, হাই পারফরম্যান্স কিংবা বাংলা টাইগার্সেরও প্রধান কোচ হতে পারবে না। জাতীয় দলের প্রধান কোচও হতে পারবে না। সে কোথার হেড কোচিং করবে? সারা জীবন কি আমরা সাপোর্টিং ভূমিকায় থাকব? আমাদের তো কখনো না কখনো সামনে পথ বাড়াতে হবে।’
বিপিএলকে স্থানীয় কোচদের জন্য সুযোগ কাজে লাগানোর মঞ্চ মনে করছেন সালাহ উদ্দিন। বললেন, ‘আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো সুযোগ। আমাদের ছেলেদের নিজেদের গ্রো আপ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাঁরা দেশের কোচদের ওপর বিশ্বাস রেখেছেন। সে যদি এই বছর খারাপ করেন, সামনের বছর নিশ্চয় ভালো করবেন। তাঁকে তো শিখতে হবে। আপনি যদি একেবারে এসেই জাতীয় দলের কোচ হয়ে যাব, এমন আশা করেন না। সবার তো ধাপে ধাপে এগোতে হবে। সুতরাং কে কী বলল না বলল, সেটি নিয়ে আমার মনে হয় মাথা না ঘামানো উচিত।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে