মাঠে কিংবা মাঠের বাইরে কোথাও স্বাচ্ছন্দ্যে নেই পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই বাদ পড়ার পর সমালোচনার তিরে ক্রমাগত বিদ্ধ হচ্ছেন তাঁরা। একটু ছুতো পেলেই বাবর আজম, হারিস রউফদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সমর্থকেরা।
এই যেমন এখন বাবরদের সমালোচনা হচ্ছে বিশ্বকাপের দেশে পরিবারকে নিয়ে যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ সফরে পাকিস্তান দলের কিছু ক্রিকেটার পরিবারকে সঙ্গে নিয়ে যায়। এতে ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে বলে সমালোচনা করা হচ্ছে ক্রিকেটারদের। পাকিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দলের ৩৪ জন ক্রিকেটার-কর্মী ছাড়াও ক্রিকেটারদের পরিবারের ২৬-২৮ জন সদস্যের অবস্থান ছিল টিম হোটেলেই। দলের ক্রিকেটাররা যে হোটেলে থাকতেন, সেখানে ৬০টি রুম ভাড়া করা হয়। ফলে হোটেলে বাইরের লোকদেরও যাতায়াত ছিল। ক্রিকেটাররা পরিবার নিয়ে নৈশভোজে কিংবা বাইরে ঘুরতে যাওয়াটাকে রীতিমতো নিয়ম বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ উঠেছে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে।
পাকিস্তান সংবাদমাধ্যমের তথ্য, বাবর আজম, হারিস রউফ, শাদাব খান, ফখর জামানের ও মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটাররা সফরে পরিবারকে সঙ্গে নিয়ে যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ক্রিকেটারদের এমন জমায়েতের সম্মতি দেওয়া উচিত নয় বলে মনে করেন অনেকেই। এই ‘অনেকের’ মধ্যে আছেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার আতিকুজ্জামান, ‘বিশ্বকাপে ক্রিকেটারদের খেলায় মনোযোগ রাখতে পরিবারদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া উচিত নয়। ক্রিকেটারদের সঙ্গে যখন পরিবার থাকে, তখন ক্রিকেট থেকে তাদের সময় এবং মনোযোগ সরে যায়।’
মাঠে কিংবা মাঠের বাইরে কোথাও স্বাচ্ছন্দ্যে নেই পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই বাদ পড়ার পর সমালোচনার তিরে ক্রমাগত বিদ্ধ হচ্ছেন তাঁরা। একটু ছুতো পেলেই বাবর আজম, হারিস রউফদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সমর্থকেরা।
এই যেমন এখন বাবরদের সমালোচনা হচ্ছে বিশ্বকাপের দেশে পরিবারকে নিয়ে যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ সফরে পাকিস্তান দলের কিছু ক্রিকেটার পরিবারকে সঙ্গে নিয়ে যায়। এতে ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে বলে সমালোচনা করা হচ্ছে ক্রিকেটারদের। পাকিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দলের ৩৪ জন ক্রিকেটার-কর্মী ছাড়াও ক্রিকেটারদের পরিবারের ২৬-২৮ জন সদস্যের অবস্থান ছিল টিম হোটেলেই। দলের ক্রিকেটাররা যে হোটেলে থাকতেন, সেখানে ৬০টি রুম ভাড়া করা হয়। ফলে হোটেলে বাইরের লোকদেরও যাতায়াত ছিল। ক্রিকেটাররা পরিবার নিয়ে নৈশভোজে কিংবা বাইরে ঘুরতে যাওয়াটাকে রীতিমতো নিয়ম বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ উঠেছে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে।
পাকিস্তান সংবাদমাধ্যমের তথ্য, বাবর আজম, হারিস রউফ, শাদাব খান, ফখর জামানের ও মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটাররা সফরে পরিবারকে সঙ্গে নিয়ে যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ক্রিকেটারদের এমন জমায়েতের সম্মতি দেওয়া উচিত নয় বলে মনে করেন অনেকেই। এই ‘অনেকের’ মধ্যে আছেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার আতিকুজ্জামান, ‘বিশ্বকাপে ক্রিকেটারদের খেলায় মনোযোগ রাখতে পরিবারদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া উচিত নয়। ক্রিকেটারদের সঙ্গে যখন পরিবার থাকে, তখন ক্রিকেট থেকে তাদের সময় এবং মনোযোগ সরে যায়।’
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
১৯ মিনিট আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
২ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৩ ঘণ্টা আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে