Ajker Patrika

হ্যাজলউড ইংল্যান্ডের বিদায় চাওয়ায় কী বললেন ইংল্যান্ড কোচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ জুন ২০২৪, ২১: ৩৪
Thumbnail image

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে গ্রুপ পর্বেই বিদায় করে দিতে চাওয়ার কথা জানিয়েছেন জশ হ্যাজলউড। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আর কোনো ম্যাচ না থাকলেও এই কাজটা তিনি করতে চান সতীর্থদের নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ক্লোজ ব্যবধানের ম্যাচ জিতে।

নামিবিয়ার বিপক্ষে আজ ৯ উইকেটের জয়ের পর এমন ইচ্ছার কথাই জানিয়েছেন হ্যাজলউড। তবে সুপার এইট নিশ্চিত করা অস্ট্রেলিয়া এমনটা স্কটল্যান্ডের বিপক্ষে করবে না বলে মনে করছেন ইংল্যান্ডের কোচ ম্যাথিউ মট। সঙ্গে তিনি এমনও জানিয়েছেন যে, হ্যাজলউড হয়তো মজা করে মন্তব্যটা করেছেন।

মটের এই বিশ্বাস একজন অস্ট্রেলিয়ান নাগরিক হওয়ায়। বিবিসিকে ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছি এবং দলটির (অস্ট্রেলিয়া) প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা থাকায় আমি নিশ্চিত তারা সামনে এগিয়ে আসবেই। আমি খুব করে আশা করছি একজন ভালো মানুষ কথাচ্ছলে এটা বলেছে, যে আসলে মজা করছিল।’

গ্রুপ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও সামনে যেন তাদের মুখোমুখি হতে না হয় সেটা নিশ্চিত করতেই কৌশলের পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন হ্যাজলউড। অস্ট্রেলিয়ান পেসার বলেছেন, ‘ইংল্যান্ড যদি টিকে যায় টুর্নামেন্টে হয়তো আবার তাদের সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। শীর্ষ কয়েক দলের মধ্যে তারা অন্যতম। টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে দুর্দান্ত কিছু লড়াইও হয়েছে। তাই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারলে আমাদের বৃহত্তম স্বার্থের সঙ্গে সম্ভবত অন্যদেরও লাভ হবে। এটা করতে পারলে দারুণ হবে।’

ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা থামাতে হলে শেষ ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে কম ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে। শেষে যেন স্কটল্যান্ড-ইংল্যান্ডের পয়েন্ট সমান ৫ হলেও রানরেটে এগিয়ে থাকে স্কটিশরা। কারণ বর্তমানে ১ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের দুটি ম্যাচ বাকি রয়েছে। শেষ দুটি জিতলে তাদের পয়েন্ট হবে স্কটল্যান্ডের সমান ৫। স্কটল্যান্ডের শেষ ম্যাচ যেহেতু নিজেদের বিপক্ষেই তাই নিশ্চিতভাবে ম্যাচ হেরে অঘটনের শিকার হতে চাইবেন না হ্যাজলউডরা।

সেটা নিশ্চিতও করেছেন হ্যাজলউড। তিনি জানিয়েছেন, স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় তারা। তবে প্রতিপক্ষকে কম ব্যবধানে হারানোর লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা প্রতিপক্ষের (স্কটল্যান্ড) বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসেই নামব। তবে তাদের (ইংল্যান্ডের পরের রাউন্ডে যাওয়া) দিক থেকে অনেক সুযোগ রয়েছে। তাই আমি মনে করি বিষয়টা (ইংল্যান্ডের বিদায়) নিশ্চিত করতে আমরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ক্লোজ ব্যবধানে শেষ করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত