এক এক করে ড্রেসিংরুমে ফিরছেন সতীর্থরা। গলে শ্রীলঙ্কার গলার ‘কাঁটা’ হয়ে থাকলেন রাচিন রবীন্দ্র। আজ চতুর্থ দিনে এল না ফল, গড়িয়েছে শেষ দিনে (আগামীকাল)। জিততে শ্রীলঙ্কার প্রয়োজন দুটি উইকেট, বিপরীতে নিউজিল্যান্ডের চাই ৬৮ রান।
২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২০৭ রান তুলেছে কিউইরা। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে রাচিন ১৫৮ বলে ৯১ ও এজাজ প্যাটেল রানের খাতা খোলার অপেক্ষায় আছেন।
রমেশ মেন্ডিস-প্রভাত জয়সুরিয়াদের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে এলোমেলো কিউই ব্যাটিং। দুই ওপেনার টম লাথাম ২৮ ও ডেভন কনওয়ে ফিরেছেন ৪ রানে। তিনে ব্যাটিংয়ে নেমে রাচিনকে নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন কেন উইলিয়ামসন। সেটিও ব্যর্থ হয়, জয়সুরিয়ার বলে ৩০ রানে ফেরেন উইলিয়ামসন।
ড্যারিল মিচেল ৮, টম ব্লান্ডেল ৩০, গ্লেন ফিলিপস ৪ মিচেল স্যান্টনার ২ ও টিম সাউদি ২ রানে আউট হলে হারের শঙ্কা জেগে ওঠে নিউজিল্যান্ডের। দুই লঙ্কান স্পিনার রমেশ ও জয়সুরিয়া ৩টি করে উইকেট নিয়েছেন।
তার আগে তৃতীয় দিনের ৪ উইকেটে ২৩৭ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। এজাজের স্পিন বিষে আজ ৭২ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় তারা। ৩৫ রানে পিছিয়ে থাকা লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩০৯ রান। লিড হয় ২৭৪ রান।
লঙ্কান অভিজ্ঞ দিমুত করুণারত্নে ৮৩, দিনেশ চান্দিমাল ৬১ ও অ্যাঞ্জেলো ম্যাথুস করেছেন ৫০)। কিউই স্পিনার এজাজ ৬টি ও পেসার উইলিয়াম রুর্কি নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করেছিল ৩০৫, নিউজিল্যান্ড করে ৩৪০ রান।
এক এক করে ড্রেসিংরুমে ফিরছেন সতীর্থরা। গলে শ্রীলঙ্কার গলার ‘কাঁটা’ হয়ে থাকলেন রাচিন রবীন্দ্র। আজ চতুর্থ দিনে এল না ফল, গড়িয়েছে শেষ দিনে (আগামীকাল)। জিততে শ্রীলঙ্কার প্রয়োজন দুটি উইকেট, বিপরীতে নিউজিল্যান্ডের চাই ৬৮ রান।
২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২০৭ রান তুলেছে কিউইরা। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে রাচিন ১৫৮ বলে ৯১ ও এজাজ প্যাটেল রানের খাতা খোলার অপেক্ষায় আছেন।
রমেশ মেন্ডিস-প্রভাত জয়সুরিয়াদের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে এলোমেলো কিউই ব্যাটিং। দুই ওপেনার টম লাথাম ২৮ ও ডেভন কনওয়ে ফিরেছেন ৪ রানে। তিনে ব্যাটিংয়ে নেমে রাচিনকে নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন কেন উইলিয়ামসন। সেটিও ব্যর্থ হয়, জয়সুরিয়ার বলে ৩০ রানে ফেরেন উইলিয়ামসন।
ড্যারিল মিচেল ৮, টম ব্লান্ডেল ৩০, গ্লেন ফিলিপস ৪ মিচেল স্যান্টনার ২ ও টিম সাউদি ২ রানে আউট হলে হারের শঙ্কা জেগে ওঠে নিউজিল্যান্ডের। দুই লঙ্কান স্পিনার রমেশ ও জয়সুরিয়া ৩টি করে উইকেট নিয়েছেন।
তার আগে তৃতীয় দিনের ৪ উইকেটে ২৩৭ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। এজাজের স্পিন বিষে আজ ৭২ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় তারা। ৩৫ রানে পিছিয়ে থাকা লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩০৯ রান। লিড হয় ২৭৪ রান।
লঙ্কান অভিজ্ঞ দিমুত করুণারত্নে ৮৩, দিনেশ চান্দিমাল ৬১ ও অ্যাঞ্জেলো ম্যাথুস করেছেন ৫০)। কিউই স্পিনার এজাজ ৬টি ও পেসার উইলিয়াম রুর্কি নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করেছিল ৩০৫, নিউজিল্যান্ড করে ৩৪০ রান।
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে