ক্রীড়া ডেস্ক
দারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
ওসেমিনের সঙ্গে চুক্তি মূল্য দলবদলের বাজারে গড়েছে ইতিহাস। ওসিমেনকে কিনতে গালাতাসারায়ের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। তুর্কি লিগে ওসিমেন এখন সবচেয়ে বেশি দামি খেলোয়াড়। তাঁর আগে সর্বোচ্চ দামে কেনা ফুটবলারের তিন গুনেরও বেশি। মরক্কান স্ট্রাইকার ইউসুফ এন নাসরিকে গত মৌসুমে সেভিয়া থেকে ২০ মিলিয়ন ইউরোয় কিনেছিল ফেনারবাচে। এত দিন এটি ছিল তুর্কি দলবদলের বাজারের সর্বোচ্চ দাম।
এক মৌসুম আগেও এই ওসিমেনের দাম ছিল ১৫০ মিলিয়ন ইউরো। চেলসি, পিএসজি ও ম্যানইউর মতো ক্লাব তাঁকে দলে ভেড়াতে চেয়েছিল। ২০২২-২৩ মৌসুমে নাপোলিতে দুর্দান্ত ছন্দে ছিলেন ওসিমেন। গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে কিনতে উঠেপড়ে লেগেছিল ইউরোপের জায়ান্টরা। কিন্তু তিনি নাপোলিতে থাকতে চেয়েছিলেন। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে ওসিমেন আবার ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন। ওসিমেন যে ক্লাবে যেতে চেয়েছিলেন তাদের সঙ্গে নাপোলির সমঝোতা হয়নি। ক্ষোভে ওসিমেনও নাপোলি থাকতে চাননি। যে কারণে ইউরোপের সেরা পাঁচ ক্লাবের দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় নাইজেরিয়ান স্ট্রাইকারকে ধারে গালাতাসারায়ে পাঠিয়ে দেয় নাপোলি।
ফরাসি ক্লাব লিল থেকে ২০২০ সালে নাপোলিতে যোগ দেন ওসিমেন। ২০২২-২৩ মৌসুমে নাপোলির অবিস্মরণীয় সিরি-আ জয়ে দুর্দান্ত পারফর্ম করে তিনি নজর কাড়েন ফুটবল বিশ্বের। দলকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানোর পথে ৩২ ম্যাচে ২৬ গোল করেন তিনি। ২০২৩ সালে নির্বাচিত হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারও।
ভবিষ্যতে তাকে অন্য কোন ক্লাবে বিক্রি করলে দামের ১০ শতাংশ দিতে হবে নাপোলিকে। তিনি গালাতাসারায়ে থেকে সাইনিং বোনাস, ইমেজ স্বত্ব ও বেতন বাবদ মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো পাবেন ওসিমেন।
দারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
ওসেমিনের সঙ্গে চুক্তি মূল্য দলবদলের বাজারে গড়েছে ইতিহাস। ওসিমেনকে কিনতে গালাতাসারায়ের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। তুর্কি লিগে ওসিমেন এখন সবচেয়ে বেশি দামি খেলোয়াড়। তাঁর আগে সর্বোচ্চ দামে কেনা ফুটবলারের তিন গুনেরও বেশি। মরক্কান স্ট্রাইকার ইউসুফ এন নাসরিকে গত মৌসুমে সেভিয়া থেকে ২০ মিলিয়ন ইউরোয় কিনেছিল ফেনারবাচে। এত দিন এটি ছিল তুর্কি দলবদলের বাজারের সর্বোচ্চ দাম।
এক মৌসুম আগেও এই ওসিমেনের দাম ছিল ১৫০ মিলিয়ন ইউরো। চেলসি, পিএসজি ও ম্যানইউর মতো ক্লাব তাঁকে দলে ভেড়াতে চেয়েছিল। ২০২২-২৩ মৌসুমে নাপোলিতে দুর্দান্ত ছন্দে ছিলেন ওসিমেন। গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে কিনতে উঠেপড়ে লেগেছিল ইউরোপের জায়ান্টরা। কিন্তু তিনি নাপোলিতে থাকতে চেয়েছিলেন। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে ওসিমেন আবার ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন। ওসিমেন যে ক্লাবে যেতে চেয়েছিলেন তাদের সঙ্গে নাপোলির সমঝোতা হয়নি। ক্ষোভে ওসিমেনও নাপোলি থাকতে চাননি। যে কারণে ইউরোপের সেরা পাঁচ ক্লাবের দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় নাইজেরিয়ান স্ট্রাইকারকে ধারে গালাতাসারায়ে পাঠিয়ে দেয় নাপোলি।
ফরাসি ক্লাব লিল থেকে ২০২০ সালে নাপোলিতে যোগ দেন ওসিমেন। ২০২২-২৩ মৌসুমে নাপোলির অবিস্মরণীয় সিরি-আ জয়ে দুর্দান্ত পারফর্ম করে তিনি নজর কাড়েন ফুটবল বিশ্বের। দলকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানোর পথে ৩২ ম্যাচে ২৬ গোল করেন তিনি। ২০২৩ সালে নির্বাচিত হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারও।
ভবিষ্যতে তাকে অন্য কোন ক্লাবে বিক্রি করলে দামের ১০ শতাংশ দিতে হবে নাপোলিকে। তিনি গালাতাসারায়ে থেকে সাইনিং বোনাস, ইমেজ স্বত্ব ও বেতন বাবদ মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো পাবেন ওসিমেন।
যা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
৯ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১০ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১১ ঘণ্টা আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
১২ ঘণ্টা আগে