ক্রীড়া ডেস্ক
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আজ কানায়-কানায় পূর্ণ। দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। যা এক অর্থে অকল্পনীয়। ভক্ত-সমর্থকদের এত ভিড়ের কারণ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির ফেরা।
রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েজ ম্যাচ আজ শুরু হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির রঞ্জিতে ফেরা নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কতটা, সেটা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা যাবে। ইন্ডিয়া টুডের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ৩টা থেকে জেটলি স্টেডিয়ামের সামনে দর্শকেরা ভিড় করতে থাকেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে ২ কিলোমিটারের মতো লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে সেখানে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রঞ্জিতে কোহলির ফেরার দিনে ভক্ত-সমর্থকদের এত সমাগম দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করেছে। স্টেডিয়ামের বাইরে ভক্ত-সমর্থকেরা কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নামে অবিরাম স্লোগান দিচ্ছিলেন, তাতে ১৬,১৭ নম্বর গেটের পর ১৮ নম্বর গেটও খুলতে হয়েছে। ডিডিসিএ’র সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে।
কোহলি সর্বশেষ রঞ্জিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। সেবারও তিনি দিল্লির হয়ে খেলেছিলেন। ১২ ম্যাচের আগে সেই ম্যাচে উত্তর প্রদেশ জিতেছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: ১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আজ কানায়-কানায় পূর্ণ। দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। যা এক অর্থে অকল্পনীয়। ভক্ত-সমর্থকদের এত ভিড়ের কারণ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির ফেরা।
রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েজ ম্যাচ আজ শুরু হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির রঞ্জিতে ফেরা নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কতটা, সেটা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা যাবে। ইন্ডিয়া টুডের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ৩টা থেকে জেটলি স্টেডিয়ামের সামনে দর্শকেরা ভিড় করতে থাকেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে ২ কিলোমিটারের মতো লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে সেখানে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রঞ্জিতে কোহলির ফেরার দিনে ভক্ত-সমর্থকদের এত সমাগম দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করেছে। স্টেডিয়ামের বাইরে ভক্ত-সমর্থকেরা কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নামে অবিরাম স্লোগান দিচ্ছিলেন, তাতে ১৬,১৭ নম্বর গেটের পর ১৮ নম্বর গেটও খুলতে হয়েছে। ডিডিসিএ’র সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে।
কোহলি সর্বশেষ রঞ্জিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। সেবারও তিনি দিল্লির হয়ে খেলেছিলেন। ১২ ম্যাচের আগে সেই ম্যাচে উত্তর প্রদেশ জিতেছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: ১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৩৬ মিনিট আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে