ক্রীড়া ডেস্ক
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আজ কানায়-কানায় পূর্ণ। দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। যা এক অর্থে অকল্পনীয়। ভক্ত-সমর্থকদের এত ভিড়ের কারণ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির ফেরা।
রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েজ ম্যাচ আজ শুরু হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির রঞ্জিতে ফেরা নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কতটা, সেটা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা যাবে। ইন্ডিয়া টুডের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ৩টা থেকে জেটলি স্টেডিয়ামের সামনে দর্শকেরা ভিড় করতে থাকেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে ২ কিলোমিটারের মতো লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে সেখানে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রঞ্জিতে কোহলির ফেরার দিনে ভক্ত-সমর্থকদের এত সমাগম দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করেছে। স্টেডিয়ামের বাইরে ভক্ত-সমর্থকেরা কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নামে অবিরাম স্লোগান দিচ্ছিলেন, তাতে ১৬,১৭ নম্বর গেটের পর ১৮ নম্বর গেটও খুলতে হয়েছে। ডিডিসিএ’র সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে।
কোহলি সর্বশেষ রঞ্জিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। সেবারও তিনি দিল্লির হয়ে খেলেছিলেন। ১২ ম্যাচের আগে সেই ম্যাচে উত্তর প্রদেশ জিতেছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: ১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আজ কানায়-কানায় পূর্ণ। দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। যা এক অর্থে অকল্পনীয়। ভক্ত-সমর্থকদের এত ভিড়ের কারণ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির ফেরা।
রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েজ ম্যাচ আজ শুরু হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির রঞ্জিতে ফেরা নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কতটা, সেটা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা যাবে। ইন্ডিয়া টুডের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ৩টা থেকে জেটলি স্টেডিয়ামের সামনে দর্শকেরা ভিড় করতে থাকেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে ২ কিলোমিটারের মতো লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে সেখানে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রঞ্জিতে কোহলির ফেরার দিনে ভক্ত-সমর্থকদের এত সমাগম দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করেছে। স্টেডিয়ামের বাইরে ভক্ত-সমর্থকেরা কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নামে অবিরাম স্লোগান দিচ্ছিলেন, তাতে ১৬,১৭ নম্বর গেটের পর ১৮ নম্বর গেটও খুলতে হয়েছে। ডিডিসিএ’র সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে।
কোহলি সর্বশেষ রঞ্জিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। সেবারও তিনি দিল্লির হয়ে খেলেছিলেন। ১২ ম্যাচের আগে সেই ম্যাচে উত্তর প্রদেশ জিতেছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: ১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১২ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে