Ajker Patrika

বাবরের ফিফটিতে সহজ জয় পেল পাকিস্তান

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৭: ০৪
বাবরের ফিফটিতে সহজ জয় পেল পাকিস্তান

বোলিংয়ে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে বাকি কাজটুকু সম্পন্ন করেন বাবর আজম।  অধিনায়কের অপরাজিত ফিফটিতে  ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।  তাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পথ কিছুটা সহজ হলো পাকিস্তানের।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। প্রথম পাওয়ারপ্লের মধ্যে ৩৭ রানে হারায় ২ উইকেট । এরপর ৪ নম্বরে ব্যাটিং করতে নামেন শাদাব খান। বাবরের সঙ্গে তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন শাদাব। শাদাব ২২ বলে ৩২ রান করে আউট হলেও পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন  বাবর।  বাবর  তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম ফিফটি। ৫৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন পাকিস্তানি অধিনায়ক। কিউই বোলারদের মধ্যে ব্লেয়ার টিকনার ২টি, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি ১টি করে উইকেট শিকার করেন। এই ম্যাচ জিতে কিউইদের বিপক্ষে ২৭  ম্যাচে ১৬তম জয় পেল পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে কিউইরা।  স্বাগতিকদের কোনো ব্যাটারই ফিফটির ঘরে পৌঁছাতে পারেননি।  সর্বোচ্চ ৩৬ রান করেন ডেভন কনওয়ে। পাকিস্তানের হয়ে  সর্বোচ্চ ৩ উইকেট নেন হারিস রউফ, ওয়াসিম ও নওয়াজ ২টি করে এবং শাহনেওয়াজ দাহানি নেন ১ উইকেট।  আগামীকাল একই ভেন্যুতে দুপুর ১২টায় বাংলাদেশের বিপক্ষ খেলতে নামবে নিউজিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত