Ajker Patrika

ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স

ক্রীড়া ডেস্ক    
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স। ছবি: সংগৃহীত
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স। ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে নতুন এক টাস্ক ফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার নেতৃত্ব আছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। ২০২৮ অলিম্পিক গেমসের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে এই টাস্ক ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রিপাবলিকানদের।

ডোমোক্র্যাট অধ্যুষিত শহর লস অ্যাঞ্জেলেস। যেখানে প্রায়শই হয়েছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ। কখনো কখনো সরকারি নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষও। তাই এই শহরে হতে যাওয়া অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রাম্পের টাস্ক ফোর্ড গঠন। যার চেয়ারম্যান ট্রাম্প এবং ভাইস চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

স্থানীয় সময় মঙ্গলবার এ সম্পর্কিত এক আদেশে সই করেন ট্রাম্প। পরে তিনি বলেন, ‘অলিম্পিক গেমসকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সবকিছুই করব আমরা।’ প্রয়োজন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল গার্ড’ বা সামরিক বাহিনী মোতায়েনের কথাও বলেন ট্রাম্প।

গত জুন মাসে গভর্নর গ্যাভিন নিউসমের ইচ্ছার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। যা লস অ্যাঞ্জেলেস ও রাজ্য কর্মকর্তাদের ক্ষুব্ধ করে তোলো। ট্রাম্প দাবি করেন, লস অ্যাঞ্জেলেসে ফেডারেল অভিবাসন অভিযানের বিরুদ্ধে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা দমন করার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রয়োজন ছিল।

ডোনাল্ড ট্রাম্পের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান। তিনি ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সোনা, রুপা ও ব্রোঞ্জ পদকের নমুনাও দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। তাঁকে অলিম্পিক মশাল বহনের সুযোগ গ্রহণের আহ্বানও জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত