Ajker Patrika

পাকিস্তানের জন্য কঠিন দল দিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানের জন্য কঠিন ওয়ানডে দল দিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইল ছবি
পাকিস্তানের জন্য কঠিন ওয়ানডে দল দিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইল ছবি

টি-টোয়েন্টি সিরিজে না থাকার পর ওয়ানডে সিরিজেও শিমরন হেটমায়ারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে কঠিন দল দিল ওয়েস্ট ইন্ডিজ।

আজ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল থেকেই বেশির ভাগ খেলোয়াড়কে ধরে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে সেই সফরের দলে থাকলেও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কারণে ওয়ানডে দলে ছিলেন না শেফার্ড। এবার আবার সুযোগ পেয়েছেন মূল দলে। তাঁর বদলি হিসেবে ডাক পাওয়া তরুণ জেডাইয়া ব্লেডসও জায়গা ধরে রেখেছেন।

টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত পেসার আলজারি জোসেফকে। অন্যদিকে চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ মিস করা ওপেনার ব্রেন্ডন কিং ওয়ানডে দলে ফিরেছেন।

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবীয়রা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগামী শুক্রবার রাত ১২টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল:

শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেডন সিলস, রোমারিও শেফার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত