নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোস্তাফিজুর রহমানের করা শেষ বলটা মিচেল স্টার্কের স্টাম্প ছুঁয়ে পৌঁছে গেছে সীমানার বাইরে। থার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করা শরিফুল ইসলাম বুঝে উঠতে পারলেন না কি করবেন? বলটা কুড়িয়ে আনবেন, না দলের বিজয়োৎসবে যোগ দেবেন? উৎসবে যোগ দিতে গিয়েও ফিরে এসে বাঁহাতি পেসার বলটা কুড়িয়ে তুলে দিলেন আম্পায়ারের হাতে।
অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী ক্রিকেটার ও আম্পায়াররা ছাড়া বল ছুঁতে পারবেন না কেউ। বল গ্যালারিতে গেলে তো ফিরিয়েও আনা যাবে না। মাঠকর্মীদের বল ছোঁয়া নিষিদ্ধের সেই শর্ত মনে করেই কিনা উৎসব ঠেলে শরিফুল বলটা কুড়িয়ে আনলেন!
ম্যাচ শেষে ম্যাথু ওয়েডরা হাত মেলাবেন না আগেই জানা ছিল। সাকিব–মাহমুদউল্লাহরা তাই অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান মিচেল স্টার্ক আর হ্যাজলউডদের কাছাকাছিও গেলেন না। হাত না মেলালেও অবশ্য বাংলাদেশ দল পেল অস্ট্রেলিয়া দলের শুভেচ্ছাবার্তা। মাঠ থেকে বাংলাদেশ দল তখন উৎসব করতে করতে ফিরছিলেন সাজঘরের দিকে। তখন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ দলের সাজঘরের কাছাকাছি এসে বেশ কিছুক্ষণ ধরে দিলেন হাততালি।
এই সিরিজের আগের চার সাক্ষাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। আজ পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম প্রথম ম্যাচেই সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ উড়িয়ে দিল ২৩ রান। মাত্র ১৩১ রান করেও পাওয়া এই ঐতিহাসিক জয়—নিশ্চয় আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে মাহমুদউল্লাহর দলকেই অনেকটাই এগিয়ে রাখবে।
মোস্তাফিজুর রহমানের করা শেষ বলটা মিচেল স্টার্কের স্টাম্প ছুঁয়ে পৌঁছে গেছে সীমানার বাইরে। থার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করা শরিফুল ইসলাম বুঝে উঠতে পারলেন না কি করবেন? বলটা কুড়িয়ে আনবেন, না দলের বিজয়োৎসবে যোগ দেবেন? উৎসবে যোগ দিতে গিয়েও ফিরে এসে বাঁহাতি পেসার বলটা কুড়িয়ে তুলে দিলেন আম্পায়ারের হাতে।
অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী ক্রিকেটার ও আম্পায়াররা ছাড়া বল ছুঁতে পারবেন না কেউ। বল গ্যালারিতে গেলে তো ফিরিয়েও আনা যাবে না। মাঠকর্মীদের বল ছোঁয়া নিষিদ্ধের সেই শর্ত মনে করেই কিনা উৎসব ঠেলে শরিফুল বলটা কুড়িয়ে আনলেন!
ম্যাচ শেষে ম্যাথু ওয়েডরা হাত মেলাবেন না আগেই জানা ছিল। সাকিব–মাহমুদউল্লাহরা তাই অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান মিচেল স্টার্ক আর হ্যাজলউডদের কাছাকাছিও গেলেন না। হাত না মেলালেও অবশ্য বাংলাদেশ দল পেল অস্ট্রেলিয়া দলের শুভেচ্ছাবার্তা। মাঠ থেকে বাংলাদেশ দল তখন উৎসব করতে করতে ফিরছিলেন সাজঘরের দিকে। তখন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ দলের সাজঘরের কাছাকাছি এসে বেশ কিছুক্ষণ ধরে দিলেন হাততালি।
এই সিরিজের আগের চার সাক্ষাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। আজ পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম প্রথম ম্যাচেই সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ উড়িয়ে দিল ২৩ রান। মাত্র ১৩১ রান করেও পাওয়া এই ঐতিহাসিক জয়—নিশ্চয় আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে মাহমুদউল্লাহর দলকেই অনেকটাই এগিয়ে রাখবে।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে