ক্রীড়া ডেস্ক
গত আগস্টেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের দুটি মাসকট উন্মোচন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা মাসকট দুটির নাম দেয়নি। জানিয়েছিল, বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের ভোটেই নির্বাচিত হবে মাসকট দুটির নাম। আজ আইসিসি মাসকট দুটির নাম প্রকাশ করেছে। একটির নাম ব্লেজ, আরেকটির নাম টঙ্ক।
এক বিশ্বকাপে সাধারণত মাসকট থাকে একটিই। কিন্তু লৈঙ্গিক সমতার কথা বিবেচনায় রেখে আইসিসি নিয়ে এসেছে দুটি মাসকট। একটি নারী ও আরেকটি পুরুষ। নারী মাসকটটির নাম ব্লেজ, পুরুষটির নাম টঙ্ক। ক্রিকেট ইউটোপিয়া থেকে আসা ব্লেজ ও টঙ্ক আলাদা আলাদা বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। এটা যেমন লৈঙ্গিক সমতার প্রতীক, তেমনি বৈচিত্র্যেরও।
লাল রঙের পোশাক পরিহিত মাসকটটিই ব্লেজ। তার কোমরে থাকা বেল্টের সঙ্গে বাঁধা বল আকৃতির বস্তুগুলো ব্যাপক ক্ষমতাসম্পন্ন। টার্বুনেটরের মতো গতি তার। হাত ঘোরালেই বেরিয়ে আসে ফায়ারবল।
আর নীল পোশাক পরিহিত হিমশীতল স্বভাবের টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। টঙ্ক ঠান্ডা মাথার অসীম ক্ষমতাধর ব্যাটার। শট খেললেই বল আছড়ে পড়ে গ্যালারিতে।
গত আগস্টেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের দুটি মাসকট উন্মোচন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা মাসকট দুটির নাম দেয়নি। জানিয়েছিল, বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের ভোটেই নির্বাচিত হবে মাসকট দুটির নাম। আজ আইসিসি মাসকট দুটির নাম প্রকাশ করেছে। একটির নাম ব্লেজ, আরেকটির নাম টঙ্ক।
এক বিশ্বকাপে সাধারণত মাসকট থাকে একটিই। কিন্তু লৈঙ্গিক সমতার কথা বিবেচনায় রেখে আইসিসি নিয়ে এসেছে দুটি মাসকট। একটি নারী ও আরেকটি পুরুষ। নারী মাসকটটির নাম ব্লেজ, পুরুষটির নাম টঙ্ক। ক্রিকেট ইউটোপিয়া থেকে আসা ব্লেজ ও টঙ্ক আলাদা আলাদা বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। এটা যেমন লৈঙ্গিক সমতার প্রতীক, তেমনি বৈচিত্র্যেরও।
লাল রঙের পোশাক পরিহিত মাসকটটিই ব্লেজ। তার কোমরে থাকা বেল্টের সঙ্গে বাঁধা বল আকৃতির বস্তুগুলো ব্যাপক ক্ষমতাসম্পন্ন। টার্বুনেটরের মতো গতি তার। হাত ঘোরালেই বেরিয়ে আসে ফায়ারবল।
আর নীল পোশাক পরিহিত হিমশীতল স্বভাবের টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। টঙ্ক ঠান্ডা মাথার অসীম ক্ষমতাধর ব্যাটার। শট খেললেই বল আছড়ে পড়ে গ্যালারিতে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে