হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি আফগানরা। ১৩২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা করল লঙ্কানরা।
৩২৪ এর লক্ষ্যে আজও দ্রুত আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজের উইকেট নেন দুষ্মন্ত চামিরা। ১২ বলে ২ রান করেন গুরবাজ। আফগানদের স্কোর তখন ১ উইকেটে ১১ রান। গুরবাজের পর উইকেটে আসেন রহমত শাহ। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ইব্রাহিম জাদরান-রহমত মিলে ৭৪ বলে ৫১ রানের জুটি গড়েন। ৪২ বলে ৩৬ রান করা রহমতকে ফিরিয়ে জুটি ভাঙেন দাসুন শানাকা।
রহমতের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তৃতীয় উইকেটে শাহীদিকে নিয়ে ৮৮ বলে ৮৪ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। আজও ফিফটি পেয়েছেন ইব্রাহিম। আফগান এই ওপেনার করেন ৭৫ বলে ৫৪ রান। ইব্রাহিমকে ফিরিয়েই আফগানদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন ধনঞ্জয় ডি সিলভা। ৪৫ রানে শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা। ৪২.১ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় শাহীদির দল। ইনিংস সর্বোচ্চ ৬২ বলে ৫৭ রান করেছেন শাহীদি। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ম্যাচসেরা হয়েছেন ডি সিলভা। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ৩৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা করে ৩২৩ রান। স্বাগতিকদের ৩০০ এর ওপর স্কোরেও কোনো সেঞ্চুরি হয়নি। সর্বোচ্চ ৭৮ রান করেছেন কুশল মেন্ডিস। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী ও ফরিদ আহমদ। একটি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও নুর আহমাদ।
হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি আফগানরা। ১৩২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা করল লঙ্কানরা।
৩২৪ এর লক্ষ্যে আজও দ্রুত আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজের উইকেট নেন দুষ্মন্ত চামিরা। ১২ বলে ২ রান করেন গুরবাজ। আফগানদের স্কোর তখন ১ উইকেটে ১১ রান। গুরবাজের পর উইকেটে আসেন রহমত শাহ। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ইব্রাহিম জাদরান-রহমত মিলে ৭৪ বলে ৫১ রানের জুটি গড়েন। ৪২ বলে ৩৬ রান করা রহমতকে ফিরিয়ে জুটি ভাঙেন দাসুন শানাকা।
রহমতের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তৃতীয় উইকেটে শাহীদিকে নিয়ে ৮৮ বলে ৮৪ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। আজও ফিফটি পেয়েছেন ইব্রাহিম। আফগান এই ওপেনার করেন ৭৫ বলে ৫৪ রান। ইব্রাহিমকে ফিরিয়েই আফগানদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন ধনঞ্জয় ডি সিলভা। ৪৫ রানে শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা। ৪২.১ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় শাহীদির দল। ইনিংস সর্বোচ্চ ৬২ বলে ৫৭ রান করেছেন শাহীদি। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ম্যাচসেরা হয়েছেন ডি সিলভা। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ৩৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা করে ৩২৩ রান। স্বাগতিকদের ৩০০ এর ওপর স্কোরেও কোনো সেঞ্চুরি হয়নি। সর্বোচ্চ ৭৮ রান করেছেন কুশল মেন্ডিস। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী ও ফরিদ আহমদ। একটি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও নুর আহমাদ।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৫ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
৬ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৭ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৮ ঘণ্টা আগে