Ajker Patrika

আফগানদের বিধ্বস্ত করে সমতায় ফিরল লঙ্কানরা 

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯: ৫১
আফগানদের বিধ্বস্ত করে সমতায় ফিরল লঙ্কানরা 

হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি আফগানরা। ১৩২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা করল লঙ্কানরা। 

৩২৪ এর লক্ষ্যে আজও দ্রুত আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজের উইকেট নেন দুষ্মন্ত চামিরা। ১২ বলে ২ রান করেন গুরবাজ। আফগানদের স্কোর তখন ১ উইকেটে ১১ রান। গুরবাজের পর উইকেটে আসেন রহমত শাহ। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ইব্রাহিম জাদরান-রহমত মিলে ৭৪ বলে ৫১ রানের জুটি গড়েন। ৪২ বলে ৩৬ রান করা রহমতকে ফিরিয়ে জুটি ভাঙেন দাসুন শানাকা। 

রহমতের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তৃতীয় উইকেটে শাহীদিকে নিয়ে ৮৮ বলে ৮৪ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। আজও ফিফটি পেয়েছেন ইব্রাহিম। আফগান এই ওপেনার করেন ৭৫ বলে ৫৪ রান। ইব্রাহিমকে ফিরিয়েই আফগানদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন ধনঞ্জয় ডি সিলভা। ৪৫ রানে শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা। ৪২.১ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় শাহীদির দল। ইনিংস সর্বোচ্চ ৬২ বলে ৫৭ রান করেছেন শাহীদি। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

ম্যাচসেরা হয়েছেন ডি সিলভা। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ৩৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা করে ৩২৩ রান। স্বাগতিকদের ৩০০ এর ওপর স্কোরেও কোনো সেঞ্চুরি হয়নি। সর্বোচ্চ ৭৮ রান করেছেন কুশল মেন্ডিস। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী ও ফরিদ আহমদ। একটি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও নুর আহমাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত