Ajker Patrika

বাংলাদেশ-আমিরাত সিরিজের সূচি প্রকাশ, খেলা কবে

ক্রীড়া ডেস্ক    
মে মাসে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো
মে মাসে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের আগামী এক মাস ব্যস্ত থাকবে সীমিত ওভারের ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সেই শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।

আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এক বিবৃতিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ১৭ মে শারজায় হবে বাংলাদেশ-আমিরাত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে হবে ১৯ মে। দুটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলকে এরপর পাকিস্তানের বিমান ধরতে হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা শান্ত-মেহেদী হাসান মিরাজদের। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে, ১ জুন ও ৩ জুন হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল পরশু। সেদিনই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেষ হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। মাত্র তিন দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ জেতে ইনিংস ও ১০৬ রানে। আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাও জানা যায় এই রাতে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রামে থাকছেন মিরাজরা। ৫ মে দেশে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ১৪ মে আমিরাতে রওনা দেবেন লিটন-মিরাজরা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আমিরাত মুখোমুখি হয়েছে ৩ ম্যাচে। তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালে আমিরাতে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

তারিখ ভেন্যু

প্রথম টি-টোয়েন্টি ১৭ মে শারজা

দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯ মে শারজা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত