Ajker Patrika

মাশরাফির চোখে এখনো গার্দিওলাই সেরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ মে ২০২১, ১৬: ২০
মাশরাফির চোখে এখনো গার্দিওলাই সেরা


ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই থেকে গেল ম্যানচেস্টার সিটির। কাল রাতে চেলসির কাছে ১–০ গোলে হেরে স্বপ্নপূরণ হলো না পেপ গার্দিওয়ালার দলের। এই হারের পেছনে কাতালান কোচের কৌশল নিয়েও কম আলোচনা হচ্ছে না। দলের ব্যর্থতার দায় অনেকেই তুলে দিচ্ছেন গার্দিওলার কাঁধে। তবে মাশরাফি বিন মতুর্জার চোখে গার্দিওয়ালা এখনো সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইনাল নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন এই কথা।

ফাইনাল শেষে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘পেপ স্টিল দ্য বেস্ট অব দ্য বেস্ট’। তবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া কোচ টমাস টুখেলকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি মাশরাফি, ‘টমাস আজ পেপের চেয়ে একটু বেশি সেরাটা দেখিয়েছেন। হয়তো ভাগ্যবানও ছিলেন।’

একাদশ নির্বাচন নিয়ে সমালোচকেরা বিদ্ধ করছেন গার্দিওয়ালাকে। অবশ্য সমালোচনা করার সুযোগটা গার্দিওলা নিজেই করে দিয়েছেন। শুরুর একাদশে ছিলেন না রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও কানসেলোর কেউ। অতিরিক্ত আক্রমণনির্ভর একাদশ সাজাতে গিয়ে মার খেয়েছেন গার্দিওলা। ফাইনাল নিয়ে এ মৌসুমে টানা তিনবার টুখেলের কাছে হার মেনেছেন গার্দিওলা।

পুরো খেলায় একবারই বল জালে জড়িয়েছে, সেটিই নির্ধারণ করে দিয়েছে ফাইনালের ভাগ্য। মাশরাফি তাই লিখেছেন, ‘শেষ ৫ ম্যাচে ১২ গোল করেছে ম্যানসিটি। আবার খেয়েছে ৯ গোল। গোল খাওয়া ও দেওয়ার মাঝে সবচেয়ে ব্যয়বহুল গোলটা আজই খেল ম্যনসিটি।’

ম্যানসিটি আসলে কোন জায়গায় পিছিয়ে পড়েছিল চেলসির কাছে, সেই বিশ্লেষণও করেছেন মাশরাফি। সাবেক বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘চেলসির রক্ষণভাগই ম্যানসিটির আক্রমণকে মাটিতে নামিয়ে এনেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত