ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারে বেশির ভাগ সময় নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। প্রতিযোগিতামূলক ফুটবলে চোটে পড়ে কত ম্যাচ তিনি মিস করেছেন, সেটার হিসেব নেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে এবার আক্রমণ করল করোনা।
নেইমারের করোনা আক্রান্ত হওয়ার কথা সান্তোস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ব্রাজিলিয়ান ক্লাবটি লিখেছে, ‘বৃহস্পতিবার ৫ জুন থেকে সে (নেইমার) ভাইরাসে আক্রান্ত। নেইমার জুনিয়রের পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। সান্তোস ফুটবল ক্লাবের মেডিকেল বিভাগ ফল যাচাই করে জানতে পেরেছে, সে কোভিড নাইন্টিন পজেটিভ। উপসর্গ দেখা দেওয়ার পর থেকে সে ফুটবলের কার্যক্রম থেকে বাইরে। বাড়িতে বিশ্রাম নিচ্ছে।’ কত দিনের জন্য নেইমার ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। রোমানো লিখেছেন, ‘সোমবার (আগামীকাল) পরীক্ষানিরীক্ষা করা হবে।’
সান্তোসের পরের ম্যাচ ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে ফোর্তালেজার বিপক্ষে। বাংলাদেশ সময় ১২ জুন মাঝরাতে অ্যারেনা কাস্তেয়াও স্টেডিয়ামে হবে সান্তোস-ফোর্তালেজা ম্যাচ। অসুস্থ থাকার কারণে যে তিনি ম্যাচ মিস করছেন, ব্যাপারটা তা নয়। নেইমারের ওপর এমনিই চলছে নিষেধাজ্ঞা।
২০২৩-এর আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যান আল হিলালে। তবে আল হিলালে থাকা অবস্থায় চোটে পড়ে বেশির ভাগ সময় ডাগআউটে থাকতে হয়েছে। এমনকি চুক্তি পুরো ২ বছর হওয়ার আগেই এ বছরের জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। আল হিলালের জার্সিতে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। পরবর্তীতে নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। সিরি ‘আ’ তে সান্তোস অবনমনের পর্যায়ে আছে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে এখন নেইমারের ক্লাব।
ক্যারিয়ারে বেশির ভাগ সময় নেইমার লড়াই করেছেন চোটের সঙ্গে। প্রতিযোগিতামূলক ফুটবলে চোটে পড়ে কত ম্যাচ তিনি মিস করেছেন, সেটার হিসেব নেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে এবার আক্রমণ করল করোনা।
নেইমারের করোনা আক্রান্ত হওয়ার কথা সান্তোস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ব্রাজিলিয়ান ক্লাবটি লিখেছে, ‘বৃহস্পতিবার ৫ জুন থেকে সে (নেইমার) ভাইরাসে আক্রান্ত। নেইমার জুনিয়রের পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। সান্তোস ফুটবল ক্লাবের মেডিকেল বিভাগ ফল যাচাই করে জানতে পেরেছে, সে কোভিড নাইন্টিন পজেটিভ। উপসর্গ দেখা দেওয়ার পর থেকে সে ফুটবলের কার্যক্রম থেকে বাইরে। বাড়িতে বিশ্রাম নিচ্ছে।’ কত দিনের জন্য নেইমার ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। রোমানো লিখেছেন, ‘সোমবার (আগামীকাল) পরীক্ষানিরীক্ষা করা হবে।’
সান্তোসের পরের ম্যাচ ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে ফোর্তালেজার বিপক্ষে। বাংলাদেশ সময় ১২ জুন মাঝরাতে অ্যারেনা কাস্তেয়াও স্টেডিয়ামে হবে সান্তোস-ফোর্তালেজা ম্যাচ। অসুস্থ থাকার কারণে যে তিনি ম্যাচ মিস করছেন, ব্যাপারটা তা নয়। নেইমারের ওপর এমনিই চলছে নিষেধাজ্ঞা।
২০২৩-এর আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যান আল হিলালে। তবে আল হিলালে থাকা অবস্থায় চোটে পড়ে বেশির ভাগ সময় ডাগআউটে থাকতে হয়েছে। এমনকি চুক্তি পুরো ২ বছর হওয়ার আগেই এ বছরের জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। আল হিলালের জার্সিতে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। পরবর্তীতে নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। সিরি ‘আ’ তে সান্তোস অবনমনের পর্যায়ে আছে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে এখন নেইমারের ক্লাব।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে