ক্রীড়া ডেস্ক
গ্র্যান্ড স্লামের শিরোপা কোকো গফের কাছে নতুন নয়। ২০২৩ সালে জেতেন ইউএস ওপেনের শিরোপা। রোলাঁ গারোতে গত রাতে জিতলেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্ল্যান্ড স্লাম জিতলেন। চ্যাম্পিয়ন হয়ে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না আমেরিকান টেনিস তারকা।
রোলাঁ গারোতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে গতকাল মুখোমুখি হয়েছেন আরিনা সাবালেঙ্কা ও গফ। যিনিই জিততেন, তিনিই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতেন ফ্রেঞ্চ ওপেনে। শেষ পর্যন্ত সাবালেঙ্কাকে কাঁদিয়ে ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি বনে গেলেন গফ।
চ্যাম্পিয়ন হয়ে ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেন গফ। আবেগি বার্তায় আমেরিকান নারী টেনিস তারকা লেখেন, ‘ওয়াও। এটা আমার কাছে অনেক কিছু। ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন। এই মুহূর্তটার জন্য অনেক কষ্ট করেছি। এই শিরোপা পাওয়াটা অবাক করার বিষয়ই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমি এখনো ঘোরের মধ্যে আছি।সত্যি বলতে বুঝতে পারছি না কী বলব। এখন শুধু ধন্যবাদ ছাড়া আর কিছুই বলতে পারছি না। স্বপ্ন ছুঁতে গিয়ে কখনো হাল ছাড়বে না।’
wow.
— Coco Gauff (@CocoGauff) June 7, 2025
this means so much to me truly….french open champion🥹
i worked so hard for this moment and for it to have happened is insane. thank you God ❤️ and thank you everyone. this means the world…. I ‘m still in shock honestly can’t find the words but all I can say for now is… pic.twitter.com/5rAaTrhk16
টেনিসে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাবালেঙ্কার সঙ্গে গতকাল রোলাঁ গারোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গফের। প্রাণপণে লড়েও প্রথম সেটে হেরে যান গফ। সাবালেঙ্কা এই সেটে জেতেন ৭-৬ গেমে। পিছিয়ে পড়েই ঘুরে দাঁড়ানোর গল্প লেখেন গফ। শেষ দুই সেটে ৬-২, ৬-৪ গেমে জেতেন আমেরিকান টেনিস তারকা।
শীর্ষে থাকা সাবালেঙ্কার বিপক্ষে জিততে সেরাটাই যে দিতে হবে, সেটা জানতেন গফ জিতেও। ফ্রেঞ্চ ওপেনে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে গফ বলেন,‘ছোটবেলা থেকেই এই শিরোপা জয়ের স্বপ্ন দেখেছি। আমার তাই মনে হচ্ছিল যদি এই শিরোপা না জিতি, তাহলে একটা আক্ষেপ থেকেই যাবে। আজ (গতকাল) আরিনার বিপক্ষে খেলেছি। জানতাম যে চ্যাম্পিয়ন হতে সেরাটা দিতে হবে।’
সাবালেঙ্কা ক্যারিয়ারে এখন পর্যন্ত গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনবার। ২০২৩,২০২৪ সালে টানা দুইবার জেতেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ২০২৪ সালে। তবে গতকাল প্রথমবারের মতো ফাইনালে উঠেও জিততে পারলেন না ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।
গ্র্যান্ড স্লামের শিরোপা কোকো গফের কাছে নতুন নয়। ২০২৩ সালে জেতেন ইউএস ওপেনের শিরোপা। রোলাঁ গারোতে গত রাতে জিতলেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্ল্যান্ড স্লাম জিতলেন। চ্যাম্পিয়ন হয়ে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না আমেরিকান টেনিস তারকা।
রোলাঁ গারোতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে গতকাল মুখোমুখি হয়েছেন আরিনা সাবালেঙ্কা ও গফ। যিনিই জিততেন, তিনিই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতেন ফ্রেঞ্চ ওপেনে। শেষ পর্যন্ত সাবালেঙ্কাকে কাঁদিয়ে ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি বনে গেলেন গফ।
চ্যাম্পিয়ন হয়ে ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেন গফ। আবেগি বার্তায় আমেরিকান নারী টেনিস তারকা লেখেন, ‘ওয়াও। এটা আমার কাছে অনেক কিছু। ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন। এই মুহূর্তটার জন্য অনেক কষ্ট করেছি। এই শিরোপা পাওয়াটা অবাক করার বিষয়ই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমি এখনো ঘোরের মধ্যে আছি।সত্যি বলতে বুঝতে পারছি না কী বলব। এখন শুধু ধন্যবাদ ছাড়া আর কিছুই বলতে পারছি না। স্বপ্ন ছুঁতে গিয়ে কখনো হাল ছাড়বে না।’
wow.
— Coco Gauff (@CocoGauff) June 7, 2025
this means so much to me truly….french open champion🥹
i worked so hard for this moment and for it to have happened is insane. thank you God ❤️ and thank you everyone. this means the world…. I ‘m still in shock honestly can’t find the words but all I can say for now is… pic.twitter.com/5rAaTrhk16
টেনিসে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাবালেঙ্কার সঙ্গে গতকাল রোলাঁ গারোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গফের। প্রাণপণে লড়েও প্রথম সেটে হেরে যান গফ। সাবালেঙ্কা এই সেটে জেতেন ৭-৬ গেমে। পিছিয়ে পড়েই ঘুরে দাঁড়ানোর গল্প লেখেন গফ। শেষ দুই সেটে ৬-২, ৬-৪ গেমে জেতেন আমেরিকান টেনিস তারকা।
শীর্ষে থাকা সাবালেঙ্কার বিপক্ষে জিততে সেরাটাই যে দিতে হবে, সেটা জানতেন গফ জিতেও। ফ্রেঞ্চ ওপেনে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে গফ বলেন,‘ছোটবেলা থেকেই এই শিরোপা জয়ের স্বপ্ন দেখেছি। আমার তাই মনে হচ্ছিল যদি এই শিরোপা না জিতি, তাহলে একটা আক্ষেপ থেকেই যাবে। আজ (গতকাল) আরিনার বিপক্ষে খেলেছি। জানতাম যে চ্যাম্পিয়ন হতে সেরাটা দিতে হবে।’
সাবালেঙ্কা ক্যারিয়ারে এখন পর্যন্ত গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনবার। ২০২৩,২০২৪ সালে টানা দুইবার জেতেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ২০২৪ সালে। তবে গতকাল প্রথমবারের মতো ফাইনালে উঠেও জিততে পারলেন না ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৪ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২২ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে