Ajker Patrika

টিকিটে দর্শকের ভোগান্তি দূর করতে বিসিবির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিকিটে দর্শকের ভোগান্তি দূর করতে বিসিবির নতুন উদ্যোগ

বাংলাদেশের মাঠে খেলা হলে টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তির গল্প তো নতুন কিছু নয়। টিকিটের কালোবাজারির কারণে বেশিরভাগ সময় চড়া দামে টিকিট কিনতে হয় স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্ত-সমর্থকদের। এবার সেই ভোগান্তি দূর করতে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বেশি দামে টিকিট কেনার সমস্যা তো রয়েছেই, এমনকি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননা ভক্ত-সমর্থকেরা। দর্শকদের টিকিটের ভোগান্তি দূর করার উপায় বাতলে দিয়েছেন বিসিবির নব নির্বাচিত সভাপতি ফারুক আহমেদ।  মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে ফারুক বলেছেন, ‘আগে খুব অল্প পরিমাণে অনলাইনে টিকিট পাওয়া যেত। এখন আমরা এটাকে ৭০-৮০ শতাংশই ডিজিটালাইজড করব, যতটা আমাদের জন্য উপযুক্ত হয়। প্রত্যেকটা টিকেটের হিসাব থাকবে আমাদের কাছে।’ 

আন্তর্জাতিক ম্যাচ তো বটেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) টিকিটদের জন্য দর্শকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ বছরের শুরুতে বিপিএল ফাইনালে টিকিটের বেশ হাহাকার দেখা গেছে। এমনকি মিরপুরে সেই ফাইনালের আগে পুলিশের লাঠিচার্জে দর্শক আহত হওয়ার ঘটনা ঘটেছে। সব কিছু বিবেচনায় রেখেই যেন ফারুক গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের যে ম্যাচগুলো হয়, কাগজের টিকেটে নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা টিকিটের ব্যাপারটা ডিজিটাল করতে যাচ্ছি। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএল সবকিছুতে এটা বোর্ডের রাজস্ব আয়ের ভালো উৎস হতে পারে বলে মনে করছেন পরিচালকরা।’

ঘরের মাঠে ম্যাচ হলে সৌজন্যমূলক কিছু টিকিটও রাখতে হয় বলে উল্লেখ করেছেন ফারুক। বিসিবির নতুন সভাপতি বলেন,‘সৌজন্যমূলক কিছু টিকিট আমাদের দিতে হয়। কিছু সংস্থা কাজ করে এ ব্যাপারে। তাদেরও কিছু দাবি থাকে। ক্রীড়া মন্ত্রণালয়, র‌্যাব, পুলিশ, যাঁরা যাঁরা থাকেন, তাদের কথা চিন্তা করেছি। সৌজন্যমূলক টিকিটগুলো সনাক্ত করতে কিউআর কোড দেওয়া থাকবে। কোনটা সৌজন্যমূলক, কোনটা রাজস্ব টিকেট, সেটা যেন বুঝতে পারি, সেই ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি।’

ভারত সিরিজ শেষ করে আসতে না আসতেই বাংলাদেশকে খেলতে হবে হোম সিরিজ। ঘরের মাঠে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই সিরিজ দিয়েই টিকিট ডিজিটালাইজেশনের চিন্তাভাবনা ফারুকের, ‘সামনে দুটি টেস্ট ম্যাচ আছে। পাইলট প্রজেক্ট হবে এই সিরিজ। বেশি টিকিট করা লাগবে না। টেস্টে বেশি দর্শক হয় না। টিকিট ব্যবস্থাপনা কেমন হতে পারে, সেটা নিয়ে আলোচনা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত