Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফিতে অনিশ্চিত কিউই পেসার

ক্রীড়া ডেস্ক    
লকি ফার্গুসন। ছবি: আইসিসি
লকি ফার্গুসন। ছবি: আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর বাকি আর মাত্র কদিন। এর আগেই শুরু হয়েছে চোটের মিছিল। অস্ট্রেলিয়ার ১৫ জনের মধ্যে ছিটকে পড়েছেন চারজনই। এবার লকি ফার্গুসনকে নিউজিল্যান্ডও আছে দুশ্চিন্তায়।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএলটি-টোয়েন্টিতে খেলার সময় গত বুধবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফার্গুসন। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর খেলা নিয়ে বিরাজ করছে অনিশ্চয়তা।

ডানহাতি এই পেসারকে নিয়ে কিউই হেড কোচ গ্যারি স্টিড বলেন, ‘দেখে মনে হচ্ছে ছোট হ্যামস্ট্রিং ইনজুরি। তাই আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শের জন্য অপেক্ষা করছি।’

টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট না থাকায় নিউজিল্যান্ডের পেস অ্যাটাকে সবচেয়ে অভিজ্ঞ ফার্গুসন। এখন পর্যন্ত ৬৫ ওয়ানডে খেলে ৯৯ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী দিনেই স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত