Ajker Patrika

আজাজের অবিস্মরণীয় কীর্তির বল ঠাঁই পাচ্ছে জন্মশহরের জাদুঘরে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০১: ৫১
আজাজের অবিস্মরণীয় কীর্তির বল ঠাঁই পাচ্ছে জন্মশহরের জাদুঘরে

যে শহরে জন্ম, সেই মুম্বাই-ই আজাজ প্যাটেলকে দিয়েছে জীবনের অন্যতম সেরা উপহার। ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ৪ ডিসেম্বর ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে গড়েছেন এই কীর্তি। এরপর থেকে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিনার। 

এবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আজাজকে দিচ্ছে অনন্য সম্মান। ‘আইকনিক’ ওয়াংখেড়েতে শিগগির চালু হচ্ছে জাদুঘর। সেখানে ঠাঁই পাচ্ছে আজাজের ১০ উইকেট নেওয়া দুটি বলের একটি। জাদুঘরের ‘প্রাইড অব দ্য প্লেস’ অংশে রাখা হবে বলটি। 

মুম্বাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নেন আজাজ। ভারতে কোনো প্রতিপক্ষ বোলারের এক টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এটি। 

এ ব্যাপারে এমসিএ প্রধান বিজয় পাটিল বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আজাজ ওয়াংখেড়েতে যা করেছে, তা অনন্য হয়ে থাকবে। সে এই ঐতিহাসিক মাঠে আরও কিছু স্মৃতি জুড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। মুম্বাই আজাজের শেকড়। যেটা আমাদের কাছে আরও বিশেষ কিছু। সবচেয়ে বড় ব্যাপার সে ওই ১০ উইকেট নেওয়া বলটা আমাদেরই দিয়ে গেছে। যেটার মূল্য আমাদের কাছে অনেক। আমরা এমসিএ জাদুঘরের প্রাইড অব দ্য প্লেস হিসেবে ওই বল রেখে দেব।’ 

অবিশ্বাস্য কীর্তি গড়া ম্যাচ শেষে আজাজকে বিশেষ উপহার দেয় ভারত। সব খেলোয়াড়ের স্বাক্ষর করা জার্সি বিরাট কোহলির দল তুলে দেয় মুম্বাইয়ে জন্মানো কিউই স্পিনারের হাতে। 

পরে অফিশিয়াল স্কোরশিট ফ্রেমে বাঁধিয়ে আজাজকে উপহার দেয় এমসিএ। আজাজ বিশেষ কীর্তি গড়া বলে স্বাক্ষর করে দেন এমসিএ কর্তৃপক্ষকে। পাশাপাশি সেই টেস্ট জার্সিটিও স্মৃতিস্বরূপ উপহার দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত