যে শহরে জন্ম, সেই মুম্বাই-ই আজাজ প্যাটেলকে দিয়েছে জীবনের অন্যতম সেরা উপহার। ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ৪ ডিসেম্বর ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে গড়েছেন এই কীর্তি। এরপর থেকে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিনার।
এবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আজাজকে দিচ্ছে অনন্য সম্মান। ‘আইকনিক’ ওয়াংখেড়েতে শিগগির চালু হচ্ছে জাদুঘর। সেখানে ঠাঁই পাচ্ছে আজাজের ১০ উইকেট নেওয়া দুটি বলের একটি। জাদুঘরের ‘প্রাইড অব দ্য প্লেস’ অংশে রাখা হবে বলটি।
মুম্বাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নেন আজাজ। ভারতে কোনো প্রতিপক্ষ বোলারের এক টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এটি।
এ ব্যাপারে এমসিএ প্রধান বিজয় পাটিল বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আজাজ ওয়াংখেড়েতে যা করেছে, তা অনন্য হয়ে থাকবে। সে এই ঐতিহাসিক মাঠে আরও কিছু স্মৃতি জুড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। মুম্বাই আজাজের শেকড়। যেটা আমাদের কাছে আরও বিশেষ কিছু। সবচেয়ে বড় ব্যাপার সে ওই ১০ উইকেট নেওয়া বলটা আমাদেরই দিয়ে গেছে। যেটার মূল্য আমাদের কাছে অনেক। আমরা এমসিএ জাদুঘরের প্রাইড অব দ্য প্লেস হিসেবে ওই বল রেখে দেব।’
অবিশ্বাস্য কীর্তি গড়া ম্যাচ শেষে আজাজকে বিশেষ উপহার দেয় ভারত। সব খেলোয়াড়ের স্বাক্ষর করা জার্সি বিরাট কোহলির দল তুলে দেয় মুম্বাইয়ে জন্মানো কিউই স্পিনারের হাতে।
পরে অফিশিয়াল স্কোরশিট ফ্রেমে বাঁধিয়ে আজাজকে উপহার দেয় এমসিএ। আজাজ বিশেষ কীর্তি গড়া বলে স্বাক্ষর করে দেন এমসিএ কর্তৃপক্ষকে। পাশাপাশি সেই টেস্ট জার্সিটিও স্মৃতিস্বরূপ উপহার দেন তিনি।
যে শহরে জন্ম, সেই মুম্বাই-ই আজাজ প্যাটেলকে দিয়েছে জীবনের অন্যতম সেরা উপহার। ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ৪ ডিসেম্বর ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে গড়েছেন এই কীর্তি। এরপর থেকে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিনার।
এবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আজাজকে দিচ্ছে অনন্য সম্মান। ‘আইকনিক’ ওয়াংখেড়েতে শিগগির চালু হচ্ছে জাদুঘর। সেখানে ঠাঁই পাচ্ছে আজাজের ১০ উইকেট নেওয়া দুটি বলের একটি। জাদুঘরের ‘প্রাইড অব দ্য প্লেস’ অংশে রাখা হবে বলটি।
মুম্বাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নেন আজাজ। ভারতে কোনো প্রতিপক্ষ বোলারের এক টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এটি।
এ ব্যাপারে এমসিএ প্রধান বিজয় পাটিল বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আজাজ ওয়াংখেড়েতে যা করেছে, তা অনন্য হয়ে থাকবে। সে এই ঐতিহাসিক মাঠে আরও কিছু স্মৃতি জুড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। মুম্বাই আজাজের শেকড়। যেটা আমাদের কাছে আরও বিশেষ কিছু। সবচেয়ে বড় ব্যাপার সে ওই ১০ উইকেট নেওয়া বলটা আমাদেরই দিয়ে গেছে। যেটার মূল্য আমাদের কাছে অনেক। আমরা এমসিএ জাদুঘরের প্রাইড অব দ্য প্লেস হিসেবে ওই বল রেখে দেব।’
অবিশ্বাস্য কীর্তি গড়া ম্যাচ শেষে আজাজকে বিশেষ উপহার দেয় ভারত। সব খেলোয়াড়ের স্বাক্ষর করা জার্সি বিরাট কোহলির দল তুলে দেয় মুম্বাইয়ে জন্মানো কিউই স্পিনারের হাতে।
পরে অফিশিয়াল স্কোরশিট ফ্রেমে বাঁধিয়ে আজাজকে উপহার দেয় এমসিএ। আজাজ বিশেষ কীর্তি গড়া বলে স্বাক্ষর করে দেন এমসিএ কর্তৃপক্ষকে। পাশাপাশি সেই টেস্ট জার্সিটিও স্মৃতিস্বরূপ উপহার দেন তিনি।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে