যে শহরে জন্ম, সেই মুম্বাই-ই আজাজ প্যাটেলকে দিয়েছে জীবনের অন্যতম সেরা উপহার। ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ৪ ডিসেম্বর ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে গড়েছেন এই কীর্তি। এরপর থেকে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিনার।
এবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আজাজকে দিচ্ছে অনন্য সম্মান। ‘আইকনিক’ ওয়াংখেড়েতে শিগগির চালু হচ্ছে জাদুঘর। সেখানে ঠাঁই পাচ্ছে আজাজের ১০ উইকেট নেওয়া দুটি বলের একটি। জাদুঘরের ‘প্রাইড অব দ্য প্লেস’ অংশে রাখা হবে বলটি।
মুম্বাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নেন আজাজ। ভারতে কোনো প্রতিপক্ষ বোলারের এক টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এটি।
এ ব্যাপারে এমসিএ প্রধান বিজয় পাটিল বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আজাজ ওয়াংখেড়েতে যা করেছে, তা অনন্য হয়ে থাকবে। সে এই ঐতিহাসিক মাঠে আরও কিছু স্মৃতি জুড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। মুম্বাই আজাজের শেকড়। যেটা আমাদের কাছে আরও বিশেষ কিছু। সবচেয়ে বড় ব্যাপার সে ওই ১০ উইকেট নেওয়া বলটা আমাদেরই দিয়ে গেছে। যেটার মূল্য আমাদের কাছে অনেক। আমরা এমসিএ জাদুঘরের প্রাইড অব দ্য প্লেস হিসেবে ওই বল রেখে দেব।’
অবিশ্বাস্য কীর্তি গড়া ম্যাচ শেষে আজাজকে বিশেষ উপহার দেয় ভারত। সব খেলোয়াড়ের স্বাক্ষর করা জার্সি বিরাট কোহলির দল তুলে দেয় মুম্বাইয়ে জন্মানো কিউই স্পিনারের হাতে।
পরে অফিশিয়াল স্কোরশিট ফ্রেমে বাঁধিয়ে আজাজকে উপহার দেয় এমসিএ। আজাজ বিশেষ কীর্তি গড়া বলে স্বাক্ষর করে দেন এমসিএ কর্তৃপক্ষকে। পাশাপাশি সেই টেস্ট জার্সিটিও স্মৃতিস্বরূপ উপহার দেন তিনি।
যে শহরে জন্ম, সেই মুম্বাই-ই আজাজ প্যাটেলকে দিয়েছে জীবনের অন্যতম সেরা উপহার। ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ৪ ডিসেম্বর ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে গড়েছেন এই কীর্তি। এরপর থেকে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিনার।
এবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আজাজকে দিচ্ছে অনন্য সম্মান। ‘আইকনিক’ ওয়াংখেড়েতে শিগগির চালু হচ্ছে জাদুঘর। সেখানে ঠাঁই পাচ্ছে আজাজের ১০ উইকেট নেওয়া দুটি বলের একটি। জাদুঘরের ‘প্রাইড অব দ্য প্লেস’ অংশে রাখা হবে বলটি।
মুম্বাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নেন আজাজ। ভারতে কোনো প্রতিপক্ষ বোলারের এক টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এটি।
এ ব্যাপারে এমসিএ প্রধান বিজয় পাটিল বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আজাজ ওয়াংখেড়েতে যা করেছে, তা অনন্য হয়ে থাকবে। সে এই ঐতিহাসিক মাঠে আরও কিছু স্মৃতি জুড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। মুম্বাই আজাজের শেকড়। যেটা আমাদের কাছে আরও বিশেষ কিছু। সবচেয়ে বড় ব্যাপার সে ওই ১০ উইকেট নেওয়া বলটা আমাদেরই দিয়ে গেছে। যেটার মূল্য আমাদের কাছে অনেক। আমরা এমসিএ জাদুঘরের প্রাইড অব দ্য প্লেস হিসেবে ওই বল রেখে দেব।’
অবিশ্বাস্য কীর্তি গড়া ম্যাচ শেষে আজাজকে বিশেষ উপহার দেয় ভারত। সব খেলোয়াড়ের স্বাক্ষর করা জার্সি বিরাট কোহলির দল তুলে দেয় মুম্বাইয়ে জন্মানো কিউই স্পিনারের হাতে।
পরে অফিশিয়াল স্কোরশিট ফ্রেমে বাঁধিয়ে আজাজকে উপহার দেয় এমসিএ। আজাজ বিশেষ কীর্তি গড়া বলে স্বাক্ষর করে দেন এমসিএ কর্তৃপক্ষকে। পাশাপাশি সেই টেস্ট জার্সিটিও স্মৃতিস্বরূপ উপহার দেন তিনি।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৬ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৯ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে