নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কী দারুণ একটা সিরিজই না কাটছে কাসুন রাজিথার। অথচ চট্টগ্রাম টেস্টে বিশ্ব ফান্দার্দোর কনকাশন সাব না হলে এ সিরিজে হয়তো ড্রেসিংরুমে বসে থাকত হতো তাঁকে। এখন পর্যন্ত দুই ইনিংস বোলিং করে ৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার রাজিথা। কনকাশন সাব হিসেবে নেমে বাংলাদেশ ব্যাটারদের ভুগিয়ে প্রথম টেস্টে এক ইনিংসে নেন ৪ উইকেট।
ঢাকা টেস্টেও বাংলাদশের ব্যাটারদের মাথাব্যথার কারণ হয়েছেন রাজিথা। টেস্ট ক্যারিয়ারে ইনিংসে প্রথম ৫ উইকেটের স্বাদ পেয়েছেন। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে এসে রাজিথার সরল উত্তরে রাজিথা জানালেন তাঁর সাফল্যের রহস্য, ‘ব্যক্তিগত সেরা নিয়ে আমি খুবই খুশি। আমি মনে করি, বেসিক ঠিক রাখতে পেরেছিলাম। দুই টেস্টেই লাইন-লেংথ ঠিকঠাক ধরে রেখে বোলিং করে গেছি। আজকেও (গতকাল) সেটাই করে গেছি।’
প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ ব্যাটিং অর্ডার একপ্রকার কাঁপিয়ে দেন রাজিথা। শিকার করেন তিন উইকেট। আজ দ্বিতীয় দিন আরও দুই উইকেট নিয়েছেন। চট্টগ্রামে ব্যাটিং-স্বর্গ উইকেট হলেও ঢাকায় প্রচলিতভাবে স্পিনারদের দাপট থাকে। সেখানে দুই শ্রীলঙ্কান স্পিনার উইকেটশূন্য থেকেছেন। উইকেট নিয়ে রাজিথা বলেন, ‘চট্টগ্রামের উইকেট কিছুটা শক্ত। ঢাকার উইকেট সে হিসেবে নরম। কিছুটা ধীর গতির। কিন্তু এখানে কিছু মুভমেন্ট রয়েছে। পেসারদের জন্য ভালো উইকেট। আগামীকাল (আজ) আর তার পরদিন মনে হয় উইকেটে টার্ন দেখা যাবে।’
নিজের সফলতার পাশে আফসোসও আছে রাজিথার। ২৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর বাংলাদেশের স্কোর ৩৬৫ রানে থেমেছে। শ্রীলঙ্কার পেসারের হতাশার জায়গা বাংলাদেশকে আরও আগে অলআউট করতে না পারায়। তিনি বলছেন, ‘এটা আমার এবং দলের জন্য চরম হতাশার। ২৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর তারা দারুণ ব্যাটিং করেছে।’ বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে শ্রীলঙ্কা। তবে আগামীকালের খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে বলে জানিয়েছেন রাজিথা।
কী দারুণ একটা সিরিজই না কাটছে কাসুন রাজিথার। অথচ চট্টগ্রাম টেস্টে বিশ্ব ফান্দার্দোর কনকাশন সাব না হলে এ সিরিজে হয়তো ড্রেসিংরুমে বসে থাকত হতো তাঁকে। এখন পর্যন্ত দুই ইনিংস বোলিং করে ৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার রাজিথা। কনকাশন সাব হিসেবে নেমে বাংলাদেশ ব্যাটারদের ভুগিয়ে প্রথম টেস্টে এক ইনিংসে নেন ৪ উইকেট।
ঢাকা টেস্টেও বাংলাদশের ব্যাটারদের মাথাব্যথার কারণ হয়েছেন রাজিথা। টেস্ট ক্যারিয়ারে ইনিংসে প্রথম ৫ উইকেটের স্বাদ পেয়েছেন। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে এসে রাজিথার সরল উত্তরে রাজিথা জানালেন তাঁর সাফল্যের রহস্য, ‘ব্যক্তিগত সেরা নিয়ে আমি খুবই খুশি। আমি মনে করি, বেসিক ঠিক রাখতে পেরেছিলাম। দুই টেস্টেই লাইন-লেংথ ঠিকঠাক ধরে রেখে বোলিং করে গেছি। আজকেও (গতকাল) সেটাই করে গেছি।’
প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ ব্যাটিং অর্ডার একপ্রকার কাঁপিয়ে দেন রাজিথা। শিকার করেন তিন উইকেট। আজ দ্বিতীয় দিন আরও দুই উইকেট নিয়েছেন। চট্টগ্রামে ব্যাটিং-স্বর্গ উইকেট হলেও ঢাকায় প্রচলিতভাবে স্পিনারদের দাপট থাকে। সেখানে দুই শ্রীলঙ্কান স্পিনার উইকেটশূন্য থেকেছেন। উইকেট নিয়ে রাজিথা বলেন, ‘চট্টগ্রামের উইকেট কিছুটা শক্ত। ঢাকার উইকেট সে হিসেবে নরম। কিছুটা ধীর গতির। কিন্তু এখানে কিছু মুভমেন্ট রয়েছে। পেসারদের জন্য ভালো উইকেট। আগামীকাল (আজ) আর তার পরদিন মনে হয় উইকেটে টার্ন দেখা যাবে।’
নিজের সফলতার পাশে আফসোসও আছে রাজিথার। ২৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর বাংলাদেশের স্কোর ৩৬৫ রানে থেমেছে। শ্রীলঙ্কার পেসারের হতাশার জায়গা বাংলাদেশকে আরও আগে অলআউট করতে না পারায়। তিনি বলছেন, ‘এটা আমার এবং দলের জন্য চরম হতাশার। ২৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর তারা দারুণ ব্যাটিং করেছে।’ বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে শ্রীলঙ্কা। তবে আগামীকালের খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে বলে জানিয়েছেন রাজিথা।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩০ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
২ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৩ ঘণ্টা আগে