অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আজ দুপুরে চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের বেশির ভাগ ক্রিকেটারকে ব্যক্তিগত গাড়িতে এলেও একটু ভিন্নভাবে এলেন পেসার হাসান মাহমুদ—তিনি আসেন রাইডশেয়ারিং মোটরসাইকেলে। শান্তর নেতৃত্বর পুরো দল যখন চট্টগ্রামে, তখন দলের স্পিন কোচ মুশতাক আহমেদ ব্যস্ত বিকেএসপিতে ৷
মুশতাক চট্টগ্রামে যাবেন আগামীকাল দুপুরে। চট্টগ্রামে যাওয়ার আগে আজ তাঁর সময় কাটছে বিকেএসপিতে। সেখানে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে ৷ দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ দেখতে মুশতাক গেছেন বিকেএসপিতে ৷ চার নম্বর মাঠে বসেই দেখেছেন ঢাকা মহানগর-রাজশাহী বিভাগের প্রথম দিনের খেলা। বাংলাদেশের জাতীয় দলের কোনো বিদেশি কোচের ঘরোয়া লিগের ম্যাচ, সেটাও আবার প্রথম শ্রেণির ম্যাচ দেখতে যাওয়া একটু বিরলই বলা যায়। ইংলিশ কোচ স্টিভ রোডস একবার ঢাকার লিগ দেখতে গিয়েছিলেন ৷ এর বাইরে বিদেশি কোচদের মাঠে আসার ঘটনা খুব একটা দেখা যায় না।
মুশতাক যখন মাঠে পা রাখেন, তখন রাজশাহী বিভাগের অবস্থা বেশ সংকটময়। ঢাকা মহানগরের পেসার মারুফ মৃধার বোলিং তাপে রাজশাহী মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে। মারুফ একাই নেন ৬ উইকেট, ২২ রানের বিনিময়ে। তাঁর সঙ্গে আনিসুল ইসলাম ও পেসার আবু হায়দার রনি ভাগ করে নেন বাকি ৪ উইকেট। মুশতাক পেসারদের দুর্দান্ত বোলিং দেখলেও তাঁর বিশেষ একটা দৃষ্টি হয়তো স্পিনারদের দিকে ছিল ৷
খেলা শুরুর আগে মাঠের আউটফিল্ড কিছুটা ভেজা থাকায় খেলা রংপুর-ঢাকার মধ্যকার ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। এই সুযোগে মুশতাক জাতীয় দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে কিছুটা সময় দেন। সেন্টার উইকেটের পাশেই রিশাদ হাতে-কলমে টিপস দেওয়ার সঙ্গে কিছু কৌশলগত দিক দেখিয়ে দেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক। এদিকে উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান চট্টগ্রাম টেস্টের দলে থাকলেও এনসিএল খেলতে সিলেটের সঙ্গে আছেন তিনি। ছন্দে ফিরতেই যেন এই সিদ্ধান্ত জাকিরের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আজ দুপুরে চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের বেশির ভাগ ক্রিকেটারকে ব্যক্তিগত গাড়িতে এলেও একটু ভিন্নভাবে এলেন পেসার হাসান মাহমুদ—তিনি আসেন রাইডশেয়ারিং মোটরসাইকেলে। শান্তর নেতৃত্বর পুরো দল যখন চট্টগ্রামে, তখন দলের স্পিন কোচ মুশতাক আহমেদ ব্যস্ত বিকেএসপিতে ৷
মুশতাক চট্টগ্রামে যাবেন আগামীকাল দুপুরে। চট্টগ্রামে যাওয়ার আগে আজ তাঁর সময় কাটছে বিকেএসপিতে। সেখানে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে ৷ দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ দেখতে মুশতাক গেছেন বিকেএসপিতে ৷ চার নম্বর মাঠে বসেই দেখেছেন ঢাকা মহানগর-রাজশাহী বিভাগের প্রথম দিনের খেলা। বাংলাদেশের জাতীয় দলের কোনো বিদেশি কোচের ঘরোয়া লিগের ম্যাচ, সেটাও আবার প্রথম শ্রেণির ম্যাচ দেখতে যাওয়া একটু বিরলই বলা যায়। ইংলিশ কোচ স্টিভ রোডস একবার ঢাকার লিগ দেখতে গিয়েছিলেন ৷ এর বাইরে বিদেশি কোচদের মাঠে আসার ঘটনা খুব একটা দেখা যায় না।
মুশতাক যখন মাঠে পা রাখেন, তখন রাজশাহী বিভাগের অবস্থা বেশ সংকটময়। ঢাকা মহানগরের পেসার মারুফ মৃধার বোলিং তাপে রাজশাহী মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে। মারুফ একাই নেন ৬ উইকেট, ২২ রানের বিনিময়ে। তাঁর সঙ্গে আনিসুল ইসলাম ও পেসার আবু হায়দার রনি ভাগ করে নেন বাকি ৪ উইকেট। মুশতাক পেসারদের দুর্দান্ত বোলিং দেখলেও তাঁর বিশেষ একটা দৃষ্টি হয়তো স্পিনারদের দিকে ছিল ৷
খেলা শুরুর আগে মাঠের আউটফিল্ড কিছুটা ভেজা থাকায় খেলা রংপুর-ঢাকার মধ্যকার ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। এই সুযোগে মুশতাক জাতীয় দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে কিছুটা সময় দেন। সেন্টার উইকেটের পাশেই রিশাদ হাতে-কলমে টিপস দেওয়ার সঙ্গে কিছু কৌশলগত দিক দেখিয়ে দেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক। এদিকে উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান চট্টগ্রাম টেস্টের দলে থাকলেও এনসিএল খেলতে সিলেটের সঙ্গে আছেন তিনি। ছন্দে ফিরতেই যেন এই সিদ্ধান্ত জাকিরের।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৩ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৬ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৭ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৮ ঘণ্টা আগে