Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৬ কোটি টাকার পুরস্কার দেবে আইসিসি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬: ০১
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৬ কোটি টাকার পুরস্কার দেবে আইসিসি

দুই সপ্তাহ পরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে কোন দল কত প্রাইজ মানি পাবে, সেটা জানা গেছে আজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে প্রাইজ মানির পরিমাণ।

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। বাংলাদেশি মুদ্রায় প্রায়  ৮ কোটি ৭৫ হাজার টাকা।

ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে ৪০ লাখ ৩৭ হাজার টাকা। সুপার ১২ প্রত্যেক দল ম্যাচ জেতার জন্য পাবে প্রায় ৪০ লাখ টাকা করে। আর সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া সুপার ১২-এর বাকি আট দল পাবে প্রায় ৭০ লাখ ৬ হাজার ৫৮০ টাকা করে।

সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাঙ্কিংয়ে আট দলের মধ্যে থাকায় বিশ্বকাপের সুপার ১২ আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সে হিসাবে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ন্যূনতম প্রায় ৭০ লাখ টাকা পাবেন সাকিব আল হাসান-লিটন দাসরা। আর সুপার ১২-তে বাংলাদেশ যতটা ম্যাচ জিতবে, ততটা ম্যাচে পাবে প্রায় ৪০ লাখ টাকা করে।

প্রথম রাউন্ডের প্রত্যক ম্যাচের জয়ী দলগুলো পাবে প্রায় ৪০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে।

১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানি প্রায় ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকা। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। আর অষ্টমবারের টুর্নামেন্টটির ফাইনাল হবে ১৩ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত