দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, নাভিন উল হক—আফগানিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের। এবার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে এসিবি।
এসিবি গতকাল এক বিবৃতিতে ফারুকি, মুজিব, নাভিন—এই তিন ক্রিকেটারের শাস্তির সংশোধনের ব্যাপারে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বোর্ডের কাছে তিন ক্রিকেটার নিঃশর্তভাবে গিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তদন্ত কমিটিতে বেশ কিছু সুপারিশ করেছে। পাশাপাশি তাদেরকে লিখিত সতর্কবার্তা পাঠানো, মাসিক ও ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তির কথা বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের খেলার কথা মাথায় রেখে সীমিত আকারে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিও দেওয়া হবে তাদের পারফরম্যান্স খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। এসিবি চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ বলেন, ‘দলের সাফল্যে তারা নিঃসন্দেহে অবদান রেখেছেন। আশা করি সামনে তারা এমন সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তারা দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এটাই আশা করছি।’
২০২৪-এর কেন্দ্রীয় চুক্তির আগেই ফারুকি, মুজিব, নাভিন এসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে যেতে চেয়েছিলেন। এ কারণে তাদেরকে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেওয়ার অনাপত্তিপত্র বাতিল করা হয়েছিল দুই বছরের জন্য। তৎকালীন এনওসিও কার হয়েছিল বাতিল। এ কারণে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগব্যাশও বেশিদিন খেলতে পারেননি মুজিব।
ফারুকি, মুজিব, নাভিনকে নিয়েই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান। ১১ জানুয়ারি মোহালিতে হবে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি ইন্দোর ও বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবে এশিয়ার দুই দল। বিশ্বকাপের আগে ভারত, আফগানিস্তান—দুই দলের জন্যই এটা শেষ টি-টোয়েন্টি সিরিজ। ১ জুন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, নাভিন উল হক—আফগানিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের। এবার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে এসিবি।
এসিবি গতকাল এক বিবৃতিতে ফারুকি, মুজিব, নাভিন—এই তিন ক্রিকেটারের শাস্তির সংশোধনের ব্যাপারে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বোর্ডের কাছে তিন ক্রিকেটার নিঃশর্তভাবে গিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তদন্ত কমিটিতে বেশ কিছু সুপারিশ করেছে। পাশাপাশি তাদেরকে লিখিত সতর্কবার্তা পাঠানো, মাসিক ও ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তির কথা বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের খেলার কথা মাথায় রেখে সীমিত আকারে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিও দেওয়া হবে তাদের পারফরম্যান্স খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। এসিবি চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ বলেন, ‘দলের সাফল্যে তারা নিঃসন্দেহে অবদান রেখেছেন। আশা করি সামনে তারা এমন সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তারা দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এটাই আশা করছি।’
২০২৪-এর কেন্দ্রীয় চুক্তির আগেই ফারুকি, মুজিব, নাভিন এসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে যেতে চেয়েছিলেন। এ কারণে তাদেরকে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেওয়ার অনাপত্তিপত্র বাতিল করা হয়েছিল দুই বছরের জন্য। তৎকালীন এনওসিও কার হয়েছিল বাতিল। এ কারণে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগব্যাশও বেশিদিন খেলতে পারেননি মুজিব।
ফারুকি, মুজিব, নাভিনকে নিয়েই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান। ১১ জানুয়ারি মোহালিতে হবে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি ইন্দোর ও বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবে এশিয়ার দুই দল। বিশ্বকাপের আগে ভারত, আফগানিস্তান—দুই দলের জন্যই এটা শেষ টি-টোয়েন্টি সিরিজ। ১ জুন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৭ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে