Ajker Patrika

কোহলি-লোকেশের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ভারতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৪৫
Thumbnail image

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছে ভারত। কোহলির ১২২ ও লোকেশের ১১১ রানের সৌজন্যে আগে ব্যাট করে ৩৫৬ রান বিশাল সংগ্রহ পেয়েছে তারা। ওয়ানডে সংস্করণে পাকিস্তানের বিপক্ষে যৌথ সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০০৫ সালে বিশাখাপত্তমে ৩৫৬ রান করেছিল ভারত।

রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটিতে দারুণ শুরুটা এনে দিয়েছিলেন গতকালই। ১০০ বলে দুজনে তুলেছিলেন ১২১ রান। এরপরে বাকি ইনিংসটা লেখা হলো কোহলি ও লোকেশের কাব্যিক ইনিংসে। ৪৭ তম সেঞ্চুরি করে উড়ন্ত উদ্‌যাপন করলেন কোহলি। প্রায় ৬ মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে, লোকেশও নিংড়ে দিলেন নিজেকে। তুলে নিলেন ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি।

তা-ই নয়, পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ টলাতেই পারেনি কোহলি-লোকেশ জুটিকে। ৯৪ বলে ১২২ রানে কোহলি এবং ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থাকে লোকেশ। সেঞ্চুরির কল্যাণে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২৩৩ রানের জুটিও গড়লেন তাঁরা। শারজায় ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে নভজ্যোত সিধু ও শচীন টেন্ডুলকার গড়েছিলেন ২৩১ রানে জুটি।

প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের শেষ তিন ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন কোহলি। প্রেমাদাসার সঙ্গে তাঁর প্রেমটা যেন পাকিস্তানের বিপক্ষে আরও জমিয়ে তুললেন। আজ টানা চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন সেই মাঠে। কিন্তু এর আগে আরও একটি বড় অর্জন হয়ে গেল তাঁর। ৯৯ রান করলেই ওয়ানডে সংস্করণে ৫ম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রান করেছেন তিনি। মাত্র ২৬৭ ইনিংসে দ্রুততম ১৩ হাজার রান করেন কোহলি।

এই রান করতে স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেছেন কোহলি। রিকি পন্টিংয়ের চেয়ে ৭৪, কুমার সাঙ্গাকারার চেয়ে ৯৬ এবং সনাৎ জয়াসুরিয়ার চেয়ে ১৪৯ ইনিংস কম লেগেছে তাঁর।

সেঞ্চুরিতে শচীন ছাড়া সবাইকে ছাড়িয়ে গেছেন কোহলি। আর দুটি সেঞ্চুরি হলে শচীনকে ছুঁবেন তিনি। শচীনের সেঞ্চুরি ৪৯টি। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ৭৯ রান দিয়ে ১ উইকেট এবং শাদাব খান ৭১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

এর আগে গতকাল ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ ছিল ভারতের। রোহিত ৫৬ ও গিল ৫৮ রানে আউট হন। আজ রিজার্ভ ডেতে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে আবারও ব্যাটিং শুরু করে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত