Ajker Patrika

বাংলাদেশ দেখতে পায়নি উইকেট, খুঁটিয়ে দেখল ভারত

আহমেদ রিয়াদ, কানপুর থেকে 
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৫৫
Thumbnail image

কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ সামনে রেখে নিরাপত্তা নিয়ে যত আলোচনা, কাল গ্রিন পার্ক স্টেডিয়ামে শান্তদের প্রথম দিনের অনুশীলনে অন্তত সেটির প্রভাব খুব একটা দেখা যায়নি। একটি আন্তর্জাতিক খেলা আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে ধরনের নিরাপত্তা দিয়ে থাকেন, কানপুরে হয়তো একটু বেশিই থাকছে। তবে নিরাপত্তার চাদরে সব স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন তাঁরা।

কাল যেমন সংবাদ সম্মেলনকক্ষে উত্তর প্রদেশের পুলিশের অতিরিক্ত ডিসিপি রাজেশ শ্রীবাস্তবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ বৈঠক করেছেন। যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রতিনিধিরাও। সভা শেষে রাজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, ‘ফুল প্রুফ’ নিরাপত্তায় হবে কানপুর টেস্ট।

নিরাপত্তা ইস্যু একদিকে সরিয়ে রাখলে দ্রুত দৃষ্টি যাবে উইকেটে। গতকাল সকালে অনুশীলনে এসেই বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অনুমিতভাবে উইকেট দেখতে চাইলেন। সবুজ কাপড়ে গ্রিন পার্কের উইকেট ঢাকা থাকায় উইকেট সম্পর্কে কতটা ধারণা পেলেন হাথুরু, তা নিয়ে সংশয় আছে।

দুপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে উইকেট প্রসঙ্গে হাথুরু বলেন, ‘মাঠকর্মীরা দুটি উইকেট বানিয়েছে দেখলাম। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম, কোন উইকেট তারা টেস্টে দেবে। আমাকে পরিষ্কার কিছু বলা হয়নি উইকেট নিয়ে। আমিও জানতে পারিনি চূড়ান্তভাবে কোন উইকেটে খেলা হবে। আগামীকাল (আজ) অনুশীলনে হয়তো জানতে পারব উইকেট কেমন হচ্ছে।’

দুপুরে অনুশীলনে ভারতীয় দল এলে দ্রুত উইকেট দেখতে আসেন তাদের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি বেশ কিছু সময় কথা বলেন কানপুরের কিউরেটর শিবা কুমারের সঙ্গে। শিবা কুমার তাঁর সহযোগীদের নিয়ে উইকেটে নতুন বল ড্রপ করে পরীক্ষা করছিলেন উইকেটের মাটির কাঠিন্য। হাত থেকে বল ফেলে দেখছিলেন, বল কত উচ্চতায় ওঠে। পরে অবশ্য অধিনায়ক আরেক দফা উইকেট দেখেন রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে। জাদেজা হামাগুড়ি দিয়ে উইকেটের মাটির সঙ্গে ঘাসের বুনন পরীক্ষা করেন। সফরকারী দলের কোচ হাথুরু যেখানে উইকেট ঠিকঠাক দেখতে পাননি, ভারত সেটি দেখেছে খুঁটিয়ে খুঁটিয়ে। একেই বুঝি বলে ‘হোম অ্যাডভানটেজ’!

বিকেলে কিউরেটর মাঠকর্মী নিয়ে বিশেষ ব্রাশ দিয়ে উইকেটের হালকা ঘাস তুলে ফেলার কাজ শুরু করলেন। বিষয়টি নিয়ে ফোনে কথা হচ্ছিল বাংলাদেশের এক অভিজ্ঞ কিউরেটরের সঙ্গে। উইকেটের ছবি-ভিডিও পাঠানো হলো বাংলাদেশের ওই কিউরেটরকে। তাঁর মতে, বাংলাদেশের পেসাররা যেহেতু চেন্নাইয়ে প্রথম দিনে দারুণ বোলিং করেছেন, কানপুরে তাই ঘূর্ণি উইকেট করতে চাইছে ভারত। যদিও শুরুতে খানিকটা বাউন্সি থাকবে। তবে সময় গড়ানোর সঙ্গে উইকেটে স্পিন ধরবে। নিচু, মন্থর ও ঘূর্ণি উইকেটের আভাস পেয়েই কিনা এরই মধ্যে আলোচনায় কুলদীপ যাদব। ভারতের তিন  স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা জোরালো। কানপুরের ‘লোকাল বয়’ কুলদীপকে ভাবনায় রেখে নেটে বাংলাদেশের ব্যাটাররা অনুশীলন করেছেন কেরালার ‘চায়নাম্যান’ জিয়াস কারাপ্পার বিপক্ষে। বাংলাদেশের একসময়ের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের সহায়তায়  ভারতের কেরালা রাজ্যের এই রিস্ট স্পিনারকে নেটে আনা হয়েছিল গত বিশ্বকাপের সময়েও।

কানপুরের স্পিনিং উইকেটে যদি ভারত স্পিন আক্রমণে জোর দেয়, বাংলাদেশের স্পিন আক্রমণ তাহলে কীভাবে সাজাবে? এখানেই এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গ। তিনি ঠিকঠাক বোলিং করতে পারছেন না বলেই একাদশে তাইজুল ইসলামকে রাখার কথা উঠছে। সাকিবের চোট নিয়ে হাথুরুসিংহে বললেন, ‘সাকিবের চোট নিয়ে উদ্বিগ্ন নই। এ ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই। যা ভাবাচ্ছে, তা হলো আমাদের সবার পারফরম্যান্স। আমার মতো সে-ও চিন্তা করছে, সে ভালো পারফর্ম করতে পারে। আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। সে দ্বিতীয় ইনিংসে ভালো করেছে। প্রতিপক্ষ দারুণ শক্তিশালী। তারা দুর্বল জায়গাগুলোয় আমাদের আঘাত করেছে ক্রমাগত। আমরা সেখানে পরাস্ত হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত