Ajker Patrika

আইপিএল-পিএসএল ইস্যু

আমিরাতে পৌঁছে গেছে ভারত-পাকিস্তান যুদ্ধ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ মে ২০২৫, ১৪: ১৫
আরব আমিরাতেও হচ্ছে না পিএসএল। ছবি: সংগৃহীত
আরব আমিরাতেও হচ্ছে না পিএসএল। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সংঘাতের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে। দুই দেশের ক্রিকেট বোর্ডই মাঝপথে স্থগিত করেছে আইপিএল ও পিএসএল। এর মধ্যে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে হওয়ার ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেটিও আর হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে টুর্নামেন্ট।

তবে আমিরাতে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার ব্যাপারেও রয়েছে ভিন্ন কারণ। আইপিএল-পিএসএল ইস্যুতে আমিরাতে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে আরেক যুদ্ধ। আমিরাতে পিএসএল না হওয়ার পেছনে দেশটির ক্রিকেট বোর্ডের আপত্তি জানানোর কথা উল্লেখ করেছে ভারতের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে। দাবি করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ইমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) পিএসএল আয়োজন করবে না।

পিএসএল আয়োজন করতে দিলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক খারাপ হবে ইসিবির। সেটা তারা চায় না। এ ছাড়া নিরাপত্তা শঙ্কার বিষয়ে বলা হয়েছে, আমিরাতে দক্ষিণ এশিয়ার মানুষের বসবাস বেশি। পিএসএল মাঠে গড়ালে সেখানে নিরাপত্তার শঙ্কা তৈরি হতে পারে।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ভিন্ন কথা, পিএসএল আয়োজনের প্রস্তাব আমিরাত নাকচ করে দেয়নি। বিবিসিকে আমিরাত বোর্ডের নির্ভরযাগ্য সূত্র জানিয়েছে, তারা পিএসএল আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। একই কথা জানিয়েছে পিসিবির সিনিয়র এক কর্মকর্তা। মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে স্থগিত ঘোষণা করা হয়েছে পিএসএল। দেশের এই ক্রান্তিকালে পাকিস্তানের জনগণ ক্রিকেটের চেয়ে অনেক বড় কিছু নিয়ে উদ্বিগ্ন আছে এমন বার্তা দেওয়া হয়েছে।

পিএসএল স্থগিতের ব্যাপারে পিসিবির বিবৃতি বলেছে, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে পিএসএল স্থগিত করা হয়েছে। ভারতের এই আগ্রাসন বেপরোয়া পর্যায়ে পৌঁছেছে, পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত